‘আমি’ ঈশ্বর

ভোরের শিশির ২০ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১১:৩৯:০৩অপরাহ্ন কবিতা ৩৮ মন্তব্য

আর কোন বিদ্রোহ নয়।
আজ থেকে আর কোন অনুযোগ নয়,
আজ থেকে আর ভালোবাসার নয়।

মৃত শব্দের লাশ বানিয়ে
মিছিলে যাবেনা কেউ,
লাশ নিয়ে সদাই হবেনা কোন,
ইচ্ছে হলে নিজের গলা টিপে
সামিল হয়ে পরো।

আজ হতে কোন অতীত হবেনা
আজ হতে কোন ভবিষ্যৎ বাণী চলবেনা,
আজ হবে নিশ্চল ‘ঘড়ির কাঁটা’
আজ হবে স্বয়ং ঈশ্বর।

ঈশ্বর তোমাকে আর কোন অভিযোগে বিদ্ধ করবোনা!
ঈশ্বর তোমায় আর মহান করা হবে না,
তোমায় নিয়ে টানাটানির ঘানি ঘুরবেনা আর।

আজ আস্তিক, নাস্তিক আর সুবিধেবাদীর দল
স্বর্গ নরক নিয়ে আলোচনায় বসবেনা।
আজ হতে ঈশ্বর শুধুই থামিয়ে দেওয়া সময়।

ঈশ্বর আজ তোমায় মাটিতে পুঁতে বলছি
আজ হতে তোমার আর কোন মহাকাল থাকবেনা।

আজ হতে ‘আমি’ ঈশ্বরের কোন অস্তিত্ব থাকবেনা।

১১২৫জন ১১২৪জন
0 Shares

৩৮টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ