আমিও শামিল মৃত্যুর মিছিলে

হালিম নজরুল ২২ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ০১:০৫:১৬অপরাহ্ন কবিতা ৩০ মন্তব্য

আমিও শামিল মৃত্যুর মিছিলে
হালিম নজরুল

আমার সামনে তখন একটা স্বর্গ দাঁড়িয়ে।
নাকে সুগন্ধি সৌরভ,কানে অমৃত মুর্ছনা।
আমার ভেতরে ভেতরে ছুঁয়ে দেখবার প্রগাঢ় নেশা,
শরীরে কাঁপা কাঁপা উত্তেজনা।

সয্যা পেল কি মন নরম-কোমল!
স্পর্শে টানলো ফুলেল ছোঁয়া।
তীর্থে নাচবে কি বজ্র-ময়ূর?
হারিয়েছে জীবন,ভূত-ভবিষ্যৎ।

 

চাঁদটির দিকে হাঁটতে হাঁটতে স্তব্ধ হঠাৎ!
এ কি! আমাতেও শামিল মৃত্যুর মিছিল!

৭৮৩জন ৬৮১জন
0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ