স্নিগ্ধ আলোক ছুঁয়ে ফুল গাছটা নূয়ে
হিমেল আদর বা’য়ে ভেজা মাটি পায়ে
শিশির, মেঘ আর সোনারোদের প্রীতি
এইটা আমার সকাল বেলার স্মৃতি।
বেলা বাড়তো যখন উজ্জ্বল নীল গগন
বিদ্যালয়ে বইয়ের পাতায় আলো খুঁজার লগন
ছুটির দিনে উড়ি, ডাঙ্গুলী আর ঘুড়ি
এমনি করে দুপুর আসতো বাড়ি।
কাঠফাটা রোদ নামে নির্জন পাড়া গ্রামে
বিষন্নতা কিনতে হতো অল্প কিছু দামে
শোকের নীরবতা, স্বেচ্ছাচারী ব্যাথা
এইটা আমার মাঝদুপুরের কথা।
বিকেল হেঁটে এলে যেতাম নদীর কোলে
কাঁচাশস্যের ঘ্রাণে মন ডুবাতাম জলে,
পুরো মাঠে খেলা যুবক কিশোর যত
এমনি করে কেেট যেতো আমার বিকেল কত।
সন্ধ্যা হলে পরে ফিরে যেতাম ঘরে
প্রতি সন্ধ্যা পুড়তো আমার একঘেয়েমির জ্বরে
পড়া- টিভি- ঘুম, বিদ্যুৎ গেলে মোম
ঝড়ের বেলা সন্ধ্যা আমার বৃষ্টি রুমঝুম।
রাত্রি এলে নেমে জীবন যখন থেমে
স্বপ্ন এসে নয়ন জুড়ে স্পর্শ দিতো প্রেমে
এইটা আমার কল্প-কথকথা
ঠিক এভাবেই দিন কাটতো একা- নিঃস্তব্ধতা।
আমার স্মৃতি কথা!
তারিখ- ১৮।০৪।১৫ ইং
১২টি মন্তব্য
তানজির খান
বাহ বেশতো হয়েছে। ভাল লাগল। কবি শুভ কামনা রইল।
নিবিড় রৌদ্র
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
কবিতার অন্তমিল সুন্দর হয়েছে
ভাললাগা রেখে গেলাম।
নিবিড় রৌদ্র
ধন্যবাদ 🙂
মোঃ মজিবর রহমান
-{@
জিসান শা ইকরাম
ভালো লেগেছে,লিখুন আরো।
একান্ত অনুভূতি, কবিতা, ঢাকা বিভাগ = আপনি এভাবে বিভাগ নির্বাচন করেছেন।আপনার লেখাটি কবিতা বিভাগে যাবে।লেখা খুঁজে পেতে বিভাগ নির্বাচন খুব জরুরী। ধরুন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়ছেন।কেউ জিজ্ঞেস করলে আপনি তো বলবেন বাংলায় পড়ছি,ঢাকা বিভাগ বলবেন না। বিভাগ হচ্ছে বিষয়……… আপনি কোন স্থানে বসবাস করেন তা নয়। ঢাকা বিভাগের কোন স্থান,কোন ইতিহাস নিয়ে লিখলে তা ঢাকা বিভাগে প্রকাশ করবেন।
শুভ কামনা।
নিবিড় রৌদ্র
আচ্ছা আচ্ছা, আমি সোনেলার এই বিষয়টা বুঝিনি। ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
-{@
অরুনি মায়া
অনেক অনেক ভাল লাগল কবিতাময় স্মৃতি কথা | হারিয়ে গেলাম ছোটবেলায় | আরও লিখুন, সোনেলার সাথে থাকুন | শুভ কামনা রইল 🙂
মিথুন
সকাল থেকে রাতের রুটিন, চমৎকার। এতো আমার রুটিন 🙂 ভী-ষ-ণ ভালো লেগেছে…………
নীলাঞ্জনা নীলা
দিনের-বেলার-রাতের এবং সম্পূর্ণ চব্বিশ ঘন্টার প্রতিদিন খুব সুন্দরভাবে লিখেছেন।
ফ্রাঙ্কেনেস্টাইন
দারুণ হয়েছে (y)