সমস্যা

নিবিড় রৌদ্র ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ০৯:৫৪:৪৬অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য
বলতে পারেন সমস্যা কই, শরম লাগলে আস্তে কন
ডিপ্রেশনে বাঁচতাছেন না? হতাশ? বিষাদ? খারাপ মন?
বুক ধরফর? হাঁটু কাঁপে? ভাল্লাগে না সারাদিন?
ঘুম আসে না? মাথা গরম? ঘাড়ে ব্যথা চিনচিন?
ক্ষুধা মন্দা? পেটে ডাক? বারেবারে টয়লেটে যান?
কান ফরফর? নাকে মাংশ? চোখে দেখেন দুইটা চান?
দাঁতে পোকা? মাড়িতে ঘা? বাতের জ্বালা যন্ত্রণা?
জয়েন্টে পেইন? স্পাইনে ক্ষয়? কোমর সোজা হচ্ছে না?
কোভিড হইছে? গায়ে জ্বর? নিঃশ্বাস নিতে কষ্ট হয়?
হালকা জোরে সাউন্ড হইলে চমকে উঠে পাচ্ছেন ভয়?
পাছায় ফোড়া? পুঁজ জমেছে? উঠতে বসতে সমস্যা?
এসিরুমেও ঘামছে শরীর? পরিবেশটা খুব ভ্যাঁপসা?
এইচআইভি? ম্যালেরিয়া? কৃমি খোঁচায় গুহ্যদেশ?
টেনশনে আর দূষণে রোজ কমে যাচ্ছে মাথার কেশ?
হাঁটতারেন না? পা কামড়ায়? কবজিতে নাই আগের জোর?
ডানে যাওয়ার চিন্তা করলে নিয়া নিচ্ছেন বামে মোড়?
গোড়া চিকন? পাতলা বীর্য? পরকীয়াও নাড়ায় না?
দেড় মিনিটে কার্য শেষ? একেবারেই খাড়ায় না?
কোনোকিছুই সমস্যা না? তাইলে এতো চেঁচান ক্যান?
বউটা লাগে বিরক্তিকর? সারাক্ষণই ঘ্যানর ঘ্যান?
তাও তো না- তাইলে আপনার সমস্যাটা কোনখানে?
বাড়ির রাস্তায় ঢুকতে দেয় না পাড়ার পাতি মাস্তানে?
চারিদিকে- হারাম? হালাল? ব্যবসা উঠছে চাঙ্গে?
চাঁদার জন্য ছাত্রলীগে দরজা আইসা ভাঙ্গে?
তাও যদি নাহয় একটু কানে কানে কনতো ভাই
জামাত শিবির রাজাকার? না না কোনো সমস্যা নাই!
সুদের কারবার?
সমস্যা নাই!
ধর্মজীবি?
সমস্যা নাই!
ভন্ড পীর?
সমস্যা নাই!
মদের আড্ডা?
সমস্যা নাই!
জুয়ার আসর?
সমস্যা নাই!
ব্রোথেল হোটেল?
সমস্যা নাই!
সমকামী?
সমস্যা নাই!
ছাত্র পিডান?
সমস্যা নাই!
বলাৎকারে?
সমস্যা নাই!
ধর্ষণ- ধর্ষক?
সমস্যা নাই!
ইয়াবাখোর?
সমস্যা নাই!
পর্ণ আসক্ত?
সমস্যা নাই!
চিটার- দালাল?
সমস্যা নাই!
টিভির ছবি?
সমস্যা নাই!
ফোনে সেল্ফি?
সমস্যা নাই!
ডিএসএলআর?
সমস্যা নাই!
ইন্সটা-ফেসবুক?
সমস্যা নাই!
ইউটিউব?
সমস্যা নাই!
নারী নেত্রী?
সমস্যা নাই!
খেলাধুলা?
সমস্যা নাই!
শাকিব- সাকিব?
সমস্যা নাই!
টেন্ডার চুরি?
সমস্যা নাই!
পুলিশ ধরে?
সমস্যা নাই!
নামাজ কাজা?
সমস্যা নাই!
জিয়ার মূর্তি?
সমস্যা নাই!
বখতিয়ারে?
সমস্যা নাই!
সমস্যা নাই, সমস্যা নাই
চিল্লায় ক্যান তয় হুদাই?
সমস্যা কই? পাই না যখন হিসেব কষে ঠিক মানে
বুঝা-ইতো যায় সমস্যাটা শেখ মুজিবুর রহমানে।
১৬৯৪জন ১৪৫৪জন
0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ