জিসান ভাই, জুলাই এ পাগলের জন্য স্পেশাল। জুলাই এলেই আমার পাগলামি একটু বেড়ে যায়। জুলাইতে আমার জন্ম। এটি একটি বড় কারণ। জুলাই এলে আমি এমনিতেই যোগ বিয়োগ চালাই নিজের মধ্যে।
মনির ভাই, আমার স্নেহাষ্পদ মেহেরী তাজ প্রথম মন্তব্য করলেও আপনার এই মন্তব্যের জবাব আগে দিতে ইচ্ছে করল। আমার পাগলামো কাউকে বঞ্চিত করে কিনা আমি জানি না। তবে আমার লেখা কিছু মানুষের ভাল লাগতে পারে; কিছু মানুষের উদ্দীপনাও হতে পারে – “ওহ! এভাবেও তাহলে লেখা যায়! তাহলে তো আমিও কিছু লিখে ফেলতে পারি!”
বেশ ব্যস্ততায় ছিলাম কয়েক মাস। আশা করছি জুলাই থেকে একটু নিয়মিত থাকব সবার সাথে। নিয়মিতভাবে আমি মাঝে মাঝে একটু দূরে থাকব, তা কিন্তু ভাইয়া মানতে হবে।
অনেকদিন পর পোস্ট দিলেন………..
জুলাই মানেই আমার স্বপ্ন দেখা।
জুলাই মানেই বাজিতে হেরেও
নতুন করে ফের বাঁচতে শেখা।——- (y) যান আপনার জুলাইতে আমরা ভাগ বসাবো না–তবে জুলাই এর একেবারে শেষের দিকে ১টা দিন কিন্তু আমারও 🙂
লীলাবতী, হিসেব মিলবে না; তা আমি হিসেব করেই বলছি। তারপরেও একটা হাসিমুখ, একটা বোধ, একটা প্রত্যয় নিয়ে জুলাই পেরিয়ে এগোতে পারলেই আমি খুশি। সব হিসেব মিলে গেলে পরে কিচ্ছু করার থাকবে না। ;?
নীলা আপু, আপনার শুভাশিস পেয়ে গেলাম অগ্রিম। অনেক অনেক ধন্যবাদ।
চারটি লাইন বেশ লাগলো আমার কাছে।
আপনার ফুলটাতে সুগন্ধি আছে। নিলাম।
ভাল থাকবেন।
আপনার জন্য অনেক শুভ কামনা।
নিজেকে ঘুরিয়ে দেখতে গিয়ে হিসেবে অমিল হলে চলবেনা। আপনি বরং ভেতরে হযবরল লিখে উত্তর টা ঠিকঠাক বসিয়ে দিন। জুলাই আপনার বুঝলাম কিন্তু ইতিহাস টা আমাদের দিন, জুলাই কেন স্পেশাল না বললে বুঝবো কি করে!! 🙂
ছন্দে ছন্দে দেরি করে সোনেলায় আসা পুষিয়ে দেয়া মন্দ না। জুলাই হোক আপনার, শুভ কামনা।
হিসেবে অমিল হলে চলবে না; তা বুঝেও আমাকে অমিল নিয়েই প্রত্যয়ী হতে হচ্ছে। মাঝে মাঝে কিছু হিসাব “রাইট অফ” করতে হয়। জুলাইয়ের ইতিহাস কিছুই নয় – জুলাই এলে আমি একটু পাগল হয়ে যাই। নিজের মধ্যে একটু বেশি ঘোরাঘুরি করি। এ আমার জন্ম মাস। এ আমার নিজেকে ফিরে ফিরে দেখার মাস। এ মাস আমার কিছু অঙ্গীকার নিয়ে ফের মাঠে নামার মাস। এ মাস আমার হয়েও কখনও পুরোটা আমার মতো করে ধরা দেয় না। আর কিছু? 🙂
আমার কিছু শব্দকে ছন্দবদ্ধ করার এ প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভালই লাগছে। কেউ কেউ আমার পচা লেখাগুলোর জন্যও হয়তো অপেক্ষা করে – জানলাম।
না, ছাইরাছ ভাই। এ জুলাইতে আমার হিসেব পুরোটা মিলবে না। অপেক্ষা করতে হবে ফের জুলাইয়ের। মাঝপথে যদি শুন্য এসে পড়ে, সে হবে আমার বাড়তি পাওয়া। শুন্যে পৌঁছাও যে কত কঠিন তা আমি টের পাই। ঠিক করেছি এবারের ঋণাত্বককেই আমি শুন্য ধরে নেব। হিসেব না মিললেও এবার নিকেশ আমার চাই। চাই।
ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
সজীব ভাই, দু’লাইন লেখা ছাড়াও অনেক কিছু করার আছে – দারুন, ভারী সুন্দর। আপনি লিখে ফেলতেও পারেন। আপনার প্রিয় মানুষটিকে আমার শুভেচ্ছা জানিয়েন। যদি সামনা-সামনি দেখা হয়, তবে পথ থেকে তাজা একটা ফুল সাথে নিয়েন – কোন জংলী ফুল বা ঘাসফুল হলে ভাল হয়।
আর হিসেব কষেই দেখেছি, এই জুলাইয়ে তা মিলবে না। কি জানি, হয়তো মিলে গেলে আমি থেমে যেতাম কিনা! ;?
বৃষ্টি নিয়ে আমার খুব পছন্দের একটা গান আছে যা আমি গাই টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে…
“বৃষ্টির দিন এলে
কবিতার খাতা মেলে
ভাবতে বসি
নতুন কবিতা কিছু লিখব বলে
তখুনি তোমার কথা মনে পড়ে যায়
কবিতারা পড়ে থাকে শুন্য পাতায়”।
৩২টি মন্তব্য
মেহেরী তাজ
ভাইয়া কই থাকেন??? কোন খোঁজ নাই!
বোন কে ভুলে গেলেন?
হ্যা তাই তো জুলাই খালি আপনার! হবে না তা হবে না।
এতো অনিয়ম করে ব্লগে এলে আপ্পনার সাথে কোন কথা নাই। :@
অরণ্য
ভাইয়াটা তোর এমনই যে
তুই তো জানিস ভালো!
অনিয়ম হলেও এসেছি তো আমি
মুখ করিসনে তুই কালো।
যেখানে থাকি, যেভাবে থাকি
ভাল আছি আমি জানিস।
কোন প্রয়োজনে আমাকে না পেলে
মা’র কথাটিই মানিস।
ভাল থাকিস।
মা’কে ভাল রাখিস।
অনিকেত নন্দিনী
আমার কাছে জুলাই মানে নিজের কবর নিজেই খোঁড়া,
জুলাই মানে মৃত্যু নিশ্চিত জেনেও শূন্যে ঝাঁপিয়ে পড়া।
ভালো থাকবেন।
অরণ্য
আমাকে ভাবালো আপনার মন্তব্যটি। কিন্তু বেশিদূর থা পেলাম না।
ভাল থাকবেন।
হুট করেই মনে হলো – জুলাই মানে যদি এর রিভার্স হতো!
হিলিয়াম এইচ ই
awesome….
অরণ্য
থ্যাঙ্কস।
জিসান শা ইকরাম
জুলাইতে কি হয়েছে?
যোগ এবং বিয়োগ দুটোই কি?
স্বপ্নকে আবার খুঁজে পাওয়া যায়………
শুভ কামনা -{@
অরণ্য
জিসান ভাই, জুলাই এ পাগলের জন্য স্পেশাল। জুলাই এলেই আমার পাগলামি একটু বেড়ে যায়। জুলাইতে আমার জন্ম। এটি একটি বড় কারণ। জুলাই এলে আমি এমনিতেই যোগ বিয়োগ চালাই নিজের মধ্যে।
আপনার জন্যও শুভ কামনা।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাইয়া আমাদের আপনার লেখা হতে বঞ্চিত করছেন।আগের মতো জুলাইকে নিয়ে নিয়মিত হলে খুশি হব। -{@
অরণ্য
মনির ভাই, আমার স্নেহাষ্পদ মেহেরী তাজ প্রথম মন্তব্য করলেও আপনার এই মন্তব্যের জবাব আগে দিতে ইচ্ছে করল। আমার পাগলামো কাউকে বঞ্চিত করে কিনা আমি জানি না। তবে আমার লেখা কিছু মানুষের ভাল লাগতে পারে; কিছু মানুষের উদ্দীপনাও হতে পারে – “ওহ! এভাবেও তাহলে লেখা যায়! তাহলে তো আমিও কিছু লিখে ফেলতে পারি!”
বেশ ব্যস্ততায় ছিলাম কয়েক মাস। আশা করছি জুলাই থেকে একটু নিয়মিত থাকব সবার সাথে। নিয়মিতভাবে আমি মাঝে মাঝে একটু দূরে থাকব, তা কিন্তু ভাইয়া মানতে হবে।
ভাল থাকবেন।
খেয়ালী মেয়ে
অনেকদিন পর পোস্ট দিলেন………..
জুলাই মানেই আমার স্বপ্ন দেখা।
জুলাই মানেই বাজিতে হেরেও
নতুন করে ফের বাঁচতে শেখা।——- (y) যান আপনার জুলাইতে আমরা ভাগ বসাবো না–তবে জুলাই এর একেবারে শেষের দিকে ১টা দিন কিন্তু আমারও 🙂
শুন্য শুন্যালয়
আচ্ছা খেয়ালী তাহলে সিংহ রাশি ;? আমি সিংহ রাশির ছেলেমেয়েদের ভয় পাই 🙁
অরণ্য
খুবই ইন্টারেস্টিং ব্যাপারতো! একজন মানুষ আরেকজন মানুষের রাশি দেখে ভয় পায়। :D)
খেয়ালী মেয়ে
তুমি জানো না আপু সিংহ রাশির জাতিকারা খুব সুইট হয়, ভয়ের কিচ্ছু নাই 🙂
অরণ্য
অনেক অনেক শুভ কামনা রইল আপনার সেই দিনকে ঘিরে।
ভাল থাকবেন।
লীলাবতী
আচ্ছা এই হচ্ছে ব্যাপার?শুধু কবিতা নয়,লেখকের অন্তরকেও পড়ে ফেললাম।হিসেব মিলে যাক ভাইয়া -{@
অরণ্য
লীলাবতী, হিসেব মিলবে না; তা আমি হিসেব করেই বলছি। তারপরেও একটা হাসিমুখ, একটা বোধ, একটা প্রত্যয় নিয়ে জুলাই পেরিয়ে এগোতে পারলেই আমি খুশি। সব হিসেব মিলে গেলে পরে কিচ্ছু করার থাকবে না। ;?
লেখকের অন্তর পড়ে ফেলেছেন; জব্বর ব্যাপার তো! 🙂
ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
জুলাই মানে প্রথম শ্বাস
জুলাই কি তবে জন্মদিন?
জুলাই মানে প্রথম কান্না
জীবন থেকে যাওয়া আরেকটি দিন।
যদি তাই হয়, শুভ জন্মদিন। -{@
অরণ্য
নীলা আপু, আপনার শুভাশিস পেয়ে গেলাম অগ্রিম। অনেক অনেক ধন্যবাদ।
চারটি লাইন বেশ লাগলো আমার কাছে।
আপনার ফুলটাতে সুগন্ধি আছে। নিলাম।
ভাল থাকবেন।
আপনার জন্য অনেক শুভ কামনা।
শুন্য শুন্যালয়
নিজেকে ঘুরিয়ে দেখতে গিয়ে হিসেবে অমিল হলে চলবেনা। আপনি বরং ভেতরে হযবরল লিখে উত্তর টা ঠিকঠাক বসিয়ে দিন। জুলাই আপনার বুঝলাম কিন্তু ইতিহাস টা আমাদের দিন, জুলাই কেন স্পেশাল না বললে বুঝবো কি করে!! 🙂
ছন্দে ছন্দে দেরি করে সোনেলায় আসা পুষিয়ে দেয়া মন্দ না। জুলাই হোক আপনার, শুভ কামনা।
অরণ্য
হিসেবে অমিল হলে চলবে না; তা বুঝেও আমাকে অমিল নিয়েই প্রত্যয়ী হতে হচ্ছে। মাঝে মাঝে কিছু হিসাব “রাইট অফ” করতে হয়। জুলাইয়ের ইতিহাস কিছুই নয় – জুলাই এলে আমি একটু পাগল হয়ে যাই। নিজের মধ্যে একটু বেশি ঘোরাঘুরি করি। এ আমার জন্ম মাস। এ আমার নিজেকে ফিরে ফিরে দেখার মাস। এ মাস আমার কিছু অঙ্গীকার নিয়ে ফের মাঠে নামার মাস। এ মাস আমার হয়েও কখনও পুরোটা আমার মতো করে ধরা দেয় না। আর কিছু? 🙂
আমার কিছু শব্দকে ছন্দবদ্ধ করার এ প্রয়াস আপনার ভাল লেগেছে জেনে ভালই লাগছে। কেউ কেউ আমার পচা লেখাগুলোর জন্যও হয়তো অপেক্ষা করে – জানলাম।
আপনার জন্যও অনেক শুভ কামনা।
ছাইরাছ হেলাল
প্রত্যয় দৃঢ় হলে এই জুলাইতে হিসেব মিলেও যেতে পারে,
হিসেবি হিসাব মিলে যাক তা চাই ই।
অরণ্য
না, ছাইরাছ ভাই। এ জুলাইতে আমার হিসেব পুরোটা মিলবে না। অপেক্ষা করতে হবে ফের জুলাইয়ের। মাঝপথে যদি শুন্য এসে পড়ে, সে হবে আমার বাড়তি পাওয়া। শুন্যে পৌঁছাও যে কত কঠিন তা আমি টের পাই। ঠিক করেছি এবারের ঋণাত্বককেই আমি শুন্য ধরে নেব। হিসেব না মিললেও এবার নিকেশ আমার চাই। চাই।
ধন্যবাদ ভাইয়া। ভাল থাকবেন।
ব্লগার সজীব
জুলাইতে আমার প্রিয় একজন মানুষের জন্মদিন।আপনি লিখতে পারলেন জুলাইকে নিয়।আমি তো লিখতেও পারিনা।
হিসেব মিলে যাক অরণ্য ভাইয়া। -{@
অরণ্য
সজীব ভাই, দু’লাইন লেখা ছাড়াও অনেক কিছু করার আছে – দারুন, ভারী সুন্দর। আপনি লিখে ফেলতেও পারেন। আপনার প্রিয় মানুষটিকে আমার শুভেচ্ছা জানিয়েন। যদি সামনা-সামনি দেখা হয়, তবে পথ থেকে তাজা একটা ফুল সাথে নিয়েন – কোন জংলী ফুল বা ঘাসফুল হলে ভাল হয়।
আর হিসেব কষেই দেখেছি, এই জুলাইয়ে তা মিলবে না। কি জানি, হয়তো মিলে গেলে আমি থেমে যেতাম কিনা! ;?
ভাল থাকবেন।
মিথুন
জুলাই জুলাই জুলাই,
না পেরে কিছু যত দোষ তার,
হাঁড়িটাও কেমন যেন বাঁকা
রান্না ফেলে তক্ষুনি ছুটে পালাই।
জুলাই হোক আপনার, বাকি এগারো মাস আমাদের 😀
অরণ্য
মিথুন, বেশ লিখেছেন। (y)
ভাগাভাগিটা অসম হয়েছে। আমার জুলাইতে কেউ ভাগ নিলে আমার কোন আপত্তি নেই; তবুও বাকি এগারো মাসের কিছু কিছু আমার চাই। 🙂
ভাল থাকবেন।
অরুনি মায়া
আচ্ছা এরপর থেকে ইংরেজি মাস গুনব এপ্রিল,মে, জুন,অরণ্য,আগস্ট, সেপেটম্বর ঠিকঠিক আছে তো?
অরণ্য
ঠিক আছে; গুনতে পারেন। 🙂
অরুনি মায়া
অরণ্য মাসে খুব বৃষ্টি হয়। বিরক্ত লাগে কিন্তু 🙂
অরণ্য
বৃষ্টি নিয়ে আমার খুব পছন্দের একটা গান আছে যা আমি গাই টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে…
“বৃষ্টির দিন এলে
কবিতার খাতা মেলে
ভাবতে বসি
নতুন কবিতা কিছু লিখব বলে
তখুনি তোমার কথা মনে পড়ে যায়
কবিতারা পড়ে থাকে শুন্য পাতায়”।
অরুনি মায়া
ওওওও তাহলে অরণ্য মাস অনেক ভাল। এই মাসে বৃষ্টিতে ভিজে ভিজে কবিতা লেখা যায়। 🙂