আমার জুলাই

অরণ্য ১ জুলাই ২০১৫, বুধবার, ১১:৩২:০৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ৩২ মন্তব্য

জুলাই যেন কেবলই আমার!
জুলাই মানেই আমার আমি
সময় ঘুরিয়ে নিজেকে দেখার।

জুলাই মানেই আমার স্বপ্ন দেখা।
জুলাই মানেই বাজিতে হেরেও
নতুন করে ফের বাঁচতে শেখা।

জুলাই মানে দৃঢ় প্রত্যয়
করি শুন্যের খোঁজ।
জুলাই আমার হিসাবে অমিল
নিকাশ রোজ রোজ।

 

৬৩০জন ৬৩০জন
0 Shares

৩২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ