আমার ছেলেবেলাঃ

কবীর হুমায়ুন ১২ অক্টোবর ২০১৪, রবিবার, ০৯:৪৬:৩৯অপরাহ্ন বিবিধ ২২ মন্তব্য

১)যেখানেই যাই, চাঁদ মামা পিছু পিছু হাজির ! খুব অবাক হতাম
২)টিভির ভেতর ছোট্ট ছোট্ট মানুষগুলা ঢুকলো কিভাবে !
৩)প্রতিবেশী মেয়েটা কেন জানি শুধু রান্নাবাটি খেলা খেলতে চাইতো আর আমাকে হতে হতো ওর জামাই !
৪)অঙ্ক স্যাররা এতো পাজী কেন !
৫)ভুত ছাড়া অন্য সবকিছুর ব্যাপারেই বেজায় সাহসী !
৬)অন্যের বাসার কলিংবেল টিপেই ভোঁ দৌড় !
[ আরো অনেক ইন্টারেস্টিং ব্যাপারই ভুলে বসে আছি । তবে স্মৃতিকাতর হয়ে পড়ার জন্য এই পযেন্টগুলোও যথেষ্ট ]
:D) ^:^

৫৩২জন ৫৩২জন

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ