
যে সব সময় নিজে হাসে, অপরকে হাসায়। নিজের আনন্দের ভাগ সবার মাঝে বিলিয়ে দিতে কোনো কার্পণ্য করেন না, তিনি আজ দুদিন ধরে আমাদের ও অসুবিধায় ফেলেছেন। কি অসুবিধায় ভুগছেন তাও বলেন না 🙁
ফেসবুকে কেবলই আজব-আজব ভঙ্গিতে ছবি আপলোড করছেন। জিজ্ঞেস করলে বলেন, মন খারাপ। 🙁
কি হয়েছে জানতে চাইলে উত্তর দেন ” জানিনা ”
প্রিয় উঠোনবাসি, আপনারা কি জানেন তার কি হয়েছে??
৯০টি মন্তব্য
তৌহিদ
ইঞ্জা ভাই অতি ব্যস্ততায় পান্ডা হয়ে গিয়েছেন। খরগোস গতিতে দৌড়াতে গিয়ে বেচারা কচ্ছপের মত নাকাল হয়েছে। তবে ভয় নাই ইঞ্জা ভাই, আদতে কচ্ছপই ফাস্টু হয়!! ☺☺
সাবিনা ইয়াসমিন
হাহাহা, কচ্ছপ, খরগোস, পান্ডা ! ইঞ্জা ভাইজানকে আমরা কত কিছু বানাচ্ছি!! ভাইজান এসে আবার না পিটাই করা শুরু করে দেন 😜
ইঞ্জা
সাবিনা আপু, সত্যিকার অর্থেই আমি বিষন্নতায় আক্রান্ত হয়েছি, কিন্তু আমি আজ ব্লগের শিরোনাম হবো তা কখনোই ভাবিনি। 😂
সাবিনা ইয়াসমিন
ভাইজান, কাঁচামরিচ থেরাপি অতি শিগ্র চালু করেন। বিফলে…. 😀😀
ইঞ্জা
হো হো হো হো কাঁচা মরিচ থ্যারাপি, মুই তো মইরা যামু। 😂
ইঞ্জা
😄😄😄😄😃😃😃😃
ইঞ্জা
ভাই আমি পান্ডার ছবি দিচ্ছি সিম্বলিক হিসাবে, ইদানিং কি হয়েছে কে জানে, মন প্রচন্ড বিষন্ন হয়ে আছে।
রেহানা বীথি
মাঝে মাঝে এমন হয়। কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না, কিন্তু ভীষণরকম মন খারাপ থাকে। এটাকে “বিষাদকাল” বলা যায়। আমার মনে হয়, আমরা আনন্দ যেমন উদযাপন করি, তেমন বিষাদও। একান্ত নিজের মত করে সময়টা উদযাপন করি, চুপ থেকে কিংবা বই পড়ে। কেটে যাবে এই “বিষাদকাল” একসময়।
ভালো থাকুন ভাইয়া।
ইঞ্জা
সত্যি বলেছেন আপু, এ আমার বিষাদকালই চলছে, দোয়া রাখবেন।
তৌহিদ
আড্ডার প্রথম পোস্টের জন্য আপনাকে শুভেচ্ছা সাবিনা আপু। সোনেলার এই উদ্যোগকে স্বাগত জানাই।
সাবিনা ইয়াসমিন
মনেহয় ব্লগ কতৃপক্ষ বুঝতে পেরেছে, আমাদের একটা আড্ডা বিভাগ এর খুব প্রয়োজন। উঠোন থাকবে আর আড্ডা দিবো না তাই কি হয়!!
সোনেলা ব্লগ কতৃপক্ষের প্রতি রইলো আমাদের সকল ব্লগারদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। জয় হোক সোনেলার ❤❤
বন্যা লিপি
থার্মাসে চা নিয়েছো সাবিনা? চায়ের সাথে খই,মুড়ি,মোয়া, নাড়ু এসব কিছু আছে তো? নইলে উঠোন বৈঠক জমবে কেন?
সাবিনা ইয়াসমিন
@ বন্যা চা, বিস্কিট, মুড়ি মোয়া, নাড়ু, ঝাড়ু সব রেডি করেইতো এসেছিলাম। কিন্তু যার জন্যে এত আয়োজন সে মন খারাপের ঠ্যালায় ঘুমিয়ে পরেছে 😂😂
রেহানা বীথি
হ্যাঁ তাই তো, উঠোন থাকবে আর আড্ডা থাকবে না? এ কেমন কথা! উঠোনে পিঁড়ি পেতে রাখলাম।
ইঞ্জা
সাবিনা আপু আমি এসে গিয়েছি। 😂
সাবিনা ইয়াসমিন
@বিথী আপু, উঠোনে আড্ডা বিভাগ চালু হলো কেবলই। আস্তে আস্তে মুদি দোকান, রেস্টুরেন্ট সব খোলা হবে। 😀😀তখন খেতে খেতেই আড্ডা দিবো।
আপনার আড্ডা পোস্ট নিয়ে আসুন। একসাথে বসে গপ-সপ করি। ☺☺
সাবিনা ইয়াসমিন
@তৌহিদ ভাই, নেক্সট আড্ডা পোস্ট আপনার। তাড়াতাড়ি দিন 😊😊
নিতাই বাবু
তাহলে আসলে ঘটনাটা কী হতে পারে? জানার খুবই প্রয়োজন বলে মনে করি। আপনার পোস্টের মাধ্যমে আমিও জানতে চাই, ইঞ্জা দাদার কী হয়েছে!
সাবিনা ইয়াসমিন
ওওওওওও ইঞ্জা ভাইজান,,, আপনি কই? এখন নিতাই দাদাও জানতে চায় আপনার হইলোটা কি!!
ইঞ্জা
দাদা এ কেমন ব্যামো জানিনা, কিন্তু গত কয়েকদিন ধরেই বিষন্ন হয়ে আছি, কেন তা জানা নেই।
মহালয়ার শুভেচ্ছা জানবেন দাদা।
নিতাই বাবু
শারদীয়া শুভেচ্ছা জানবেন।
ইঞ্জা
আপনাকেও শারদীয় শুভেচ্ছা দাদা।
মনির হোসেন মমি
প্রথমে আপনাকে অসংখ্যবাদ ব্লগারদের খুব খোজ খবর রাখার জন্য।তবে আমার মনে হয় ভাইজান ব্লগের আড্ডা জমাবে কি করে সেটা নিয়ে চিন্তিত। ইতিমধ্যে জিসান ভাই গ্রুপে পোষ্ট দিয়েছেন। পান্ডা কিন্তু একটি শুভ লক্ষণ প্রানী চায়নাদের প্রিয় কিন্তু তার ভঙ্গি মাটা সন্দেহ জনক। হতে পারে ছায়া আর অনিকের মাঝে গোপন অভিসারে প্যাচ লাগছে।৷তাই এই পোষ্ট পড়ে ভাই জানের মনে ভাল হয়ে যাবে।
সাবিনা ইয়াসমিন
ভাইজানের মনের খোঁজ-খবর নেয়ার জন্যেইতো এই আয়োজন!!!! কিন্তু ভাইজান আছেন কোথায়? কতদূর আছে দেখি নাতো!! 👀👀
ইঞ্জা
আপু গতরাতে এতো দেরিতে পোস্ট দেখে নিজেই ভস্কাইয়া (ভয়) গেছি, ওদিকে আপনার ভাবী অসুস্থ, বুঝতেই পারছেন কেন দ্রুত ঘুমাতে গেছি। 😊
ইঞ্জা
হি হি হা হা হু হু হো হো, ভাই আপনি ঠিকই ধরেছেন, প্যাঁচ পুঁচ লাগানোর জন্যই এই কাহিনী। 😂
জিসান শা ইকরাম
হায় হায় কি অবস্থা!
আমি দুই দিন ফেইসবুকে নাই, এরমধ্যেই এই অবস্থা?
মলম পার্ট তাবিজ করছে নি!!?
ইঞ্জা
ভাইজান, মলম পার্টি নয়, হটাৎ কি হলো নিজেই জানিনা, মনটা ভীষণ খারাপ। 😢
বন্যা লিপি
ভাইজান, এই বয়সে আবার ছ্যাঁকামাইসিন খান নাই তো মনের ভুলে? তাইলে খবর আছে আপনার। সহজে ছাড়বে বলে মনে হয়না….. উঁহু….
ইঞ্জা
@বন্য লিপি আপু, ছ্যাঁকামাইছিন খাওয়ার বয়স আছে আর, আসলেই হটাৎ করে কি জানি মন বিষন্ন হয়ে উঠেছিলো, দোয়া রাখবেন আপু। 😊
জিসান শা ইকরাম
আহারে কি অবস্থা মনের,
শিঘ্র মনের ডাক্তার দেখান ভাইজান,
ইঞ্জা
ভাইজান আমার মনের ডাক্তারের দরকার নেই কারণ সোনেলায় আমার মনকে ভালো করে দিয়েছে, এই জন্য বিশেষ করে @sabina আপুকে ধন্যবাদ এবং সবার প্রতি কৃতজ্ঞতা। 😍
সাবিনা ইয়াসমিন
@জিসান শা ইকরাম, ফেসবুকেও মলম পার্টি কম দূর্দান্ত না। তবে ইঞ্জা ভাইজান কিসের কবলে পরে এমন অবলা প্রাণীর রুপ ধরলেন, এটা নিয়ে গবেষণা চালু থাকবে। 😀😀
ইঞ্জা
আপু, আমি তো অবলা প্রাণীই। 😂
জিসান শা ইকরাম
আজকের অবস্থা বুঝাতে আবার একটা ছবি দিছে,
কি যে হইল আমাদের ভাইজানের !!! @সাবিনা
গবেষনার ফলাফল জানিয়েন।
ইঞ্জা
@জিসান ভাইজান ছবিটা সিম্বলিক ছিলো, বুঝালো ধ্যান ভেঙ্গেছে, ধব্যবাদ। 😊
ইঞ্জা
😂😂😂😂😂😂
আপু, সত্যি কি হয়েছে জানিনা, এখন আপনার অসুস্থ ভাবী ট্যাঁ ফোঁ করছে ঘুমাতে, আগামীকাল সকালে এসেই সবার প্রশ্নের উত্তর দেবো, প্লিজ কেউ মাইন্ড করবেননা।
আপু আসছি কাল সকালে।
শুভরাত্রি। 😊
সাবিনা ইয়াসমিন
আচ্ছা, আচ্ছা সকালেই আসুন। এত রাতে ভাবির হাতে ব্লগের মাইক দেয়া যাবেনা। নইলে আমাদের সকাল হতে খবর আছে 😜
ইঞ্জা
আসলে ওর অপারেশন হয়েছে মাত্র একমাস, বুঝেন অবস্থা। 😏
তৌহিদ
ইয়া মানে ট্যাঁ ফূ আবার কি দাদা? নতুন কুংফু স্টাইল নাকি!!
মোঃ মজিবর রহমান
আল্লাহ মন ভাল করে দেবেন ইন শাল্লাহ। আবার পড়ে আবার আসব।
ইঞ্জা
ইনশা আল্লাহ ভাই। 😊
মোঃ মজিবর রহমান
👨❤️💋👨
ইঞ্জা
🌻
মোঃ মজিবর রহমান
সময় সময় কিসের কারনে মন খারাপ হয় বুঝায় যায়না। শুধু ভাল্লাগেনা এইটুকুই বুঝা যায়।
তয় অনিচ্ছা স্বতেও হাসা থেরাপি চালান ভাল লাগবে।
ইঞ্জা
সত্য বলেছেন ভাই।
মোঃ মজিবর রহমান
শতভাগ
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় ভাই।
রেহানা বীথি
সেপ্টেম্বর ২৯, ২০১৯ at ১০:১১ পূর্বাহ্ন
মাঝে মাঝে এমন হয়। কোনো কারণ খুঁজেই পাওয়া যায় না, কিন্তু ভীষণরকম মন খারাপ থাকে। এটাকে “বিষাদকাল” বলা যায়। আমার মনে হয়, আমরা আনন্দ যেমন উদযাপন করি, তেমন বিষাদও। একান্ত নিজের মত করে সময়টা উদযাপন করি, চুপ থেকে কিংবা বই পড়ে। কেটে যাবে এই “বিষাদকাল” একসময়।
ভালো থাকুন ভাইয়া।
ইঞ্জা
একদম ঠিক বলেছেন আপু, এমনই হয়েছে।
রেজওয়ান
আসলেই ভাইজান ইদানীং কি সব আনহ্যাপি পান্ডা আপ দিচ্ছে😭
ইঞ্জা
জানিনা রেজওয়ান মন খুব বিষন্ন হয়ে ছিলো।
রেজওয়ান
এখনওকি বিষন্ন?😑ফেইসবুকের কল্যাণে দেখলাম মানুষিক পরিস্থিতি ভালর দিকে🥰ভাল থাকুন সব সময় ভাইজান❤
ইঞ্জা
বুঝেছো তো ভালোই। 😍
সাবিনা ইয়াসমিন
@রেজওয়ান, ভাইজান এখন উঠে দাঁড়িয়েছেন। যেকোনো সময় দৌড় দিবে। মনেহয় তিনি মোটামুটি উৎফুল্ল হয়েছেন। 🙂
ছাইরাছ হেলাল
আপনারটা জানুম পরে, ভাবীর আপডেট দিন।
আড্ডাইতে তো পারি না, কী হবে কে জানে!
ইঞ্জা
ভাইজান আপনার ভাবীর একমাস আগে অপারেশন হয়েছে আর আমার মন অজানা কারণে বিষন্ন হয়েছিলো। 😕
সাবিনা ইয়াসমিন
@মহারাজ , এটা আর নতুন কি!! মহারাজদের কাজই হলো আড্ডা দেখা, তারা কি আড্ডা দেয় নাকি!! দেখতে থাকুন ঝিমুনি বাদ রেখে। 🙂
চাটিগাঁ থেকে বাহার
ভাইয়ের মন ভালো হয়ে যাক এই দোয়া করি।
ইঞ্জা
ওমা, বাহার ভাই হত্তুন, বোতদিন ফর আইচ্চন?
চাটিগাঁ থেকে বাহার
সামাজিক কাজ নিয়ে খুবি ব্যস্ত ছিলাম ভাইজান। দোয়া করবেন।
ইঞ্জা
শুভেচ্ছা ভাউ
সাবিনা ইয়াসমিন
আমিন। ধন্যবাদ আপনাকে @চাটিগাঁ এর বাহার ভাই। 🙂
শবনম মোস্তারী
উঠোনে আড্ডা হচ্ছে, কিন্তু চা, ঝাল -মুড়ি, নাড়ু কই?😜😁 আমাদের প্রানোচ্ছল ভাইয়ার যে কি হল বুঝতেছিনা। 😞 প্রথম ছবিতে শুধু উদাসীন দেখি। দ্বিতীয় ছবিতে একেবারে বিষন্ন, তৃতীয় ছবিতে বিমর্ষ।
কি হলো আমার ভাইজানের….
ইঞ্জা
আপু আজকের ছবি দেখেছেন, নিশ্চয় বুঝতে পেরেছেন মন ভালো হয়েছে। 😁
সাবিনা ইয়াসমিন
@শবনম, এগুলো ইঞ্জা ভাইজান আনবেন। তার পাতিলগুলো কই রেখেছেন মনে করতে পারছেন না, বেচারী 🙂
ইঞ্জা
😄😄
শবনম মোস্তারী
😀😀
মনির হোসেন মমি
ইঞ্জা ভাইজান
আপনার মনের অবস্থার আপডেট চাই।
ইঞ্জা
আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এখন। 😊
জিসান শা ইকরাম
আড্ডা কি শেষ? আড্ডাইতে এসে কাউকেই তো দেখছি না।
এই বিষন্নতার গুপন রহস্য উন্মোচন করতেই হবে।
ইঞ্জা
ভাইজান আড্ডাতেই আছি, চলে আসুন। 😊
জিসান শা ইকরাম
পরিবেশ একদম শান্ত,
কোনো হৈ চৈ নাই,
সবাই চা ঢেলে খাচ্ছে ইঞ্জা ভাইজান।
সাবিনা ইয়াসমিন
@ জিসান শা ইকরাম, আড্ডা চলছিলো ভাইজানের মন উৎফুল্ল করার জন্যে। ভাইজান এখন মনের আনন্দে কফি খাচ্ছেন। আমাদের জন্যেও কেক-কুক নিয়ে আসবেন। অপেক্ষায় থাকুন। অপেক্ষার কেক মিষ্টি হয়। 😜😜
ইঞ্জা
ভালোই হয়েছে ভাইজান, সময়টা ভালো হলে সবই ভালো। 😊
শামীম চৌধুরী
আমার দেখা তিনি একজন সাদা মনের মানুষ।
সাবিনা ইয়াসমিন
নিঃসন্দেহে তিনি একজন সাদা মনের মানুষ।
আপনি কেমন আছেন পাখি-প্রেমিক ভাইয়া?
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় আপু। 😊
ইঞ্জা
ধন্যবাদ প্রিয় ভাই। 😊
শাহরিন
মনে হয় রুপবান ভাইয়ের ফেয়ারনেস ক্রিম শেষ হয়ে গিয়েছে, তাই মন খারাপ 😉
সাবিনা ইয়াসমিন
হাহাহা, হতে পারে। আমরা কি ভাইজানকে একটা ফেয়ারনেস ক্রিম কিনে দেয়ার জন্যে ফান্ড গঠন করে দিবো নাকি? 😉
ইঞ্জা
আপু ফান্ড বেশি লাগবে, কমছে কম এক বছরের ক্রীম নাহলে তো চলবেনা। 😀
ইঞ্জা
হি হি হি হা হা হা হু হু হুম, আপু ফেয়ার ক্রীম লাগানোর বয়স আছে আপু? 😂
প্রদীপ চক্রবর্তী
হায় হায়!!
দাদার মন তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক।
শুভকামনা দাদা।
ইঞ্জা
ধন্যবাস দাদা, এখন মন ভালো আছে আমার। 😊
সুরাইয়া পারভিন
ব্যাপারটা সুবিধার ঠেকছে না
😛😛
সবসময় ভালো থাকুন ভাইয়া
সাবিনা ইয়াসমিন
ভাইজান এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন 🙂
তার ঘুরাঘুরির পোস্ট জাহির রেখেছেন।:)
আকবর হোসেন রবিন
ভাইয়ের মন কি এখন ভালো হয়েছে?
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, এই পোস্ট পাবার পর ভাইজানের মন এত ভালো হয়েছে যে, তিনি আজমির ঘুরে আসার গল্প আমাদের শুনিয়ে দিয়েছেন 😀😀
আকবর হোসেন রবিন
শুকরিয়া