আপনাদের মতামত কি ?(UP DATED )

সঞ্জয় কুমার ৬ নভেম্বর ২০১৪, বৃহস্পতিবার, ০৬:১৩:৫০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

সোনেলায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যা খুবই সময় উপযোগী এবং চমকপ্রদ ।

আরও কিছু পরিবর্তন আনার প্রস্তাব রাখছি ।

* লেখা প্রিয়তে নেয়ার ব্যাবস্থা ।

অনেক সময় সময় স্বল্পতার কারণে কিছু লেখা ভাল লাগলেও সময় নিয়ে পড়ার মত অবসর থাকেনা ।
আবার কিছু লেখা অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিন্তু কাজের সময় অনেক লেখার মাঝে খুঁজে পেতে কষ্ট হয় ।

* নির্বাচিত লেখাগুলো নিয়ে একটা বই বা ম্যাগাজিন প্রকাশ ।

সোনোলায় বিভিন্ন ধরনের লেখক আছেন যাদের লেখার মান অনেক ভাল । সবার সেরা লেখা গুলি একসাথে একটা বই আকারে প্রকাশ করা যেতে পারে । হার্ড কপি না হোক অন্তত একটা পিডিএফ বই ।

* বইমেলায় সোনেলা

প্রতিবছরের সেরা লেখায় সমৃদ্ধ একটা বই সোনেলা থেকে বই মেলার প্রকাশ করার ব্যাবস্থা করা যেতে পারে ।
যদিও এটা বেশ ঝুঁকিপূর্ণ এবং ব্যায়বহুল ।

* সামাজিক সহযোগীতায় সোনেলা

আমাদের ব্লগার এবং পাঠকদের মানুষিকতা খুবই সুন্দর । শীতকালে শীতার্ত দের সাহায্য করতে সোনেলার সবাই এগিয়ে আসতে পারেন । সবাই নিজের সাধ্যমত সহযোগীতা করার ইচ্ছা পোষণ করলে এটা অবশ্যই সম্ভব ।

* নতুন একটা প্রস্তাব মনে আসলো
ব্লগ লেখার ক্ষেত্রে সর্বনিম্ন শব্দ সংখ্যা থাকলে কেমন হয় ??

সবাই ভালো থাকবেন ।
হ্যাপি ব্লগিং ।

৪৮৭জন ৪৮৫জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ