সোনেলায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যা খুবই সময় উপযোগী এবং চমকপ্রদ ।
আরও কিছু পরিবর্তন আনার প্রস্তাব রাখছি ।
* লেখা প্রিয়তে নেয়ার ব্যাবস্থা ।
অনেক সময় সময় স্বল্পতার কারণে কিছু লেখা ভাল লাগলেও সময় নিয়ে পড়ার মত অবসর থাকেনা ।
আবার কিছু লেখা অনেক তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ কিন্তু কাজের সময় অনেক লেখার মাঝে খুঁজে পেতে কষ্ট হয় ।
* নির্বাচিত লেখাগুলো নিয়ে একটা বই বা ম্যাগাজিন প্রকাশ ।
সোনোলায় বিভিন্ন ধরনের লেখক আছেন যাদের লেখার মান অনেক ভাল । সবার সেরা লেখা গুলি একসাথে একটা বই আকারে প্রকাশ করা যেতে পারে । হার্ড কপি না হোক অন্তত একটা পিডিএফ বই ।
* বইমেলায় সোনেলা
প্রতিবছরের সেরা লেখায় সমৃদ্ধ একটা বই সোনেলা থেকে বই মেলার প্রকাশ করার ব্যাবস্থা করা যেতে পারে ।
যদিও এটা বেশ ঝুঁকিপূর্ণ এবং ব্যায়বহুল ।
* সামাজিক সহযোগীতায় সোনেলা
আমাদের ব্লগার এবং পাঠকদের মানুষিকতা খুবই সুন্দর । শীতকালে শীতার্ত দের সাহায্য করতে সোনেলার সবাই এগিয়ে আসতে পারেন । সবাই নিজের সাধ্যমত সহযোগীতা করার ইচ্ছা পোষণ করলে এটা অবশ্যই সম্ভব ।
* নতুন একটা প্রস্তাব মনে আসলো
ব্লগ লেখার ক্ষেত্রে সর্বনিম্ন শব্দ সংখ্যা থাকলে কেমন হয় ??
সবাই ভালো থাকবেন ।
হ্যাপি ব্লগিং ।
২৭টি মন্তব্য
বন্য
প্রথম প্রস্তাবটির সাথে সহমত, আর বাকিগুলো জন্য আপাতত কোন মতামত জানাতে পারলাম না, ব্লগ কতৃপক্ষ প্রস্তাব ভেবে দেখে উদ্যেগ নেক বা না নেক তবে কৃতজ্ঞতা জানাই ব্লগ কতৃপক্ষকে যে এখানে আমাদেরকে লেখার সুযোগ করে দিয়েছে।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ।
ভাল থাকবেন ।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ। বিডি ব্লগ এটি করে থাকে।
সেরা পোষ্ট ও সেরা মন্তব্য নিয়ে বই প্রকাশ করে থাকে।
সহমত।
সঞ্জয় কুমার
দেখা যাক আমাদের কর্তৃপক্ষ কি করেন । । ভা কিছু নতুন কিছুর অপেক্ষায় থাকব ।
মোঃ মজিবর রহমান
আমরা চাইবোই।
খসড়া
চলুক না দেখা যাক। যদি মেজর কোন সমস্যা না হয় তবে চলুক।
সঞ্জয় কুমার
এভাবেই চলবে বলছেন ? । ধন্যবাদ ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সহমত।
সঞ্জয় কুমার
সহমতে থাকার জন্য ধন্যবাদ । ভাল থাকবেন ।
নুসরাত মৌরিন
আপনার প্রস্তাবনা গুলো খুব ভাল লাগলো।বেশ সুচিন্তিত প্রস্তাবনা।
তবে এগুলো কার্যকর করা সম্ভব কিনা তা ব্লগ কর্তৃপক্ষই ভাল বলতে পারবে।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপু । কর্তৃপক্ষের সদয় দৃষ্টির অপেক্ষায় থাকলাম । ধন্যবাদ আপনাকে ।
মরুভূমির জলদস্যু
কপি ফ্রম বন্য –
প্রথম প্রস্তাবটির সাথে সহমত, আর বাকিগুলো জন্য আপাতত কোন মতামত জানাতে পারলাম না
সঞ্জয় কুমার
মতামত প্রদানের জন্য ধন্যবাদ ।
জিসান শা ইকরাম
প্রিয় লেখা সংরক্ষনের দাবীর সাথে একমত —
এখানে বিনামুল্যে অন্যের লেখা পড়ি কতজনে?
বই তো কিনে পড়তে হবে 🙂
মাগনা পড়তেই কষ্ট লাগে, তো কিনে পড়তে হবে শুনলে, এই ব্লগেই অনেকে আসবে না।
মুলত নিয়মিত অন্যের লেখা পড়ে মন্তব্য করেন এমন ব্লগারের সংখ্যা হাতে গোনা।
একটি বই প্রকাশে কোন সমস্যা নেই–
কিন্তু সে বই এর যদি পাঠক না থাকে তবে সবাই হতাশ হবে নিশ্চিত।
সবাই কে কি বলে দেখি, এরপরে আমার মন্তব্য দেবো 🙂
সঞ্জয় কুমার
এখানে তো আর কিনে পড়তে হবে না । তাছাড়া একটা পিডিএফ বই তৈরি করে দেখা যেতে পারে । ব্লগাররা সবাই সেটা বিনামূল্যেই ডাউনলোড করতে পারবেন । শেষের প্রস্তাব টা ব্লগের প্রচারণার জন্য । ধন্যবাদ মামা । ভাল থাকবেন ।
শুন্য শুন্যালয়
আপনার প্রথম দাবীটি অনেক আগেই অনেকে করেছেন, মডারেটর কথাও দিয়েছেন, এটি করে দেয়া হবে একটু সময় লাগবে। স্টিকি পোস্টগুলো পড়লেই জানা যেত।আমিও চাই প্রিয় পোষ্ট রাখার অপ্সহনটি।
পিডিএফ বইএর ব্যাপারে আমারও জিসান ভাইএর মতো মত। এখানে যেই সেরা ১৫ লেখা আছে তার মধ্যে কয়টি আমরা পড়েছি?
আর বই প্রকাশ এর ব্যাপারে সঞ্চালক কিছু বলবেন নিশ্চয়ই।
আপনার শেষটার ব্যাপারেও আমার একটু দ্বিমত আছে। শীতার্তদের সাহায্য টা যখন মূখ্য। ফেসবুকে অনেকেই এটা করছেন, আমাদের বন্ধুদের মধ্যেও অনেকেই আছেন, আমরা কজনই বা পারছি তাদের সাহায্য করতে। তবে ব্লগের প্রচারনার জন্য হলে অন্য কথা। মডারেটররা নিশ্চয়ই ভেবে দেখবেন। সাথে আছি সোনেলার সবসময়।
সঞ্জয় কুমার
উপরে জিসান মামার কমেন্টে আপনার কিছু উত্তর দিয়েছি । যেহেতু দুই জন একমত ছিলেন তাই ।
আর শেষের টা ব্লগের প্রচারণা এবং আমাদের সম্মিলিত একটা টিম ওয়ার্ক মনে করতে পারেন । । ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য ।
সায়ন্তনু
যারা পড়ে তারা পড়ে।
সঞ্জয় কুমার
একদম তাই । আপনার সাথে আমিও একমত । ধন্যবাদ ।
ব্লগার সজীব
মতামত দেয়ার পুর্বে চিন্তা ভাবনার বিষয় আছে।
সঞ্জয় কুমার
আপনার সু চিন্তিত মতামতের অপেক্ষায় থাকলাম ।
ওয়ালিনা চৌধুরী অভি
মন্তব্য সহ পোষ্ট পড়লাম। সবচেয়ে জরুরী হচ্ছে ব্লগারদের মাঝে আন্তরিকতা। সোনেলাকে নিয়ে চিন্তা ভাবনা করছেন, এটি অবশ্যই আন্তরিকতার বহিপ্রকাশ। একজন বা দুই জন দায়িত্ব নিয়ে মাসিক সেরা লেখার একটি সংকলন বের করা যায়, পডিএফ আকারে।
সঞ্জয় কুমার
ধন্যবাদ আপু । আমিও সেটাই বলতে চাইছি । প্রথমে একটা পিডিএফ বই প্রকাশ করে দেখা যেতে পারে । বর্তমানে ডিজিটাল যুগে কোন বন্ধু কে ও গিফট দেয়ার জন্য এটা চমৎকার হবে ।
মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
লীলাবতী
সবার মন্তব্যে একটি ভালো সদ্ধান্ত বের হয়ে আসুক।
সঞ্জয় কুমার
আমি সেই অপেক্ষায় আছি । ধন্যবাদ ।
রিমি রুম্মান
প্রস্তাবটি ভাল লেগেছে। তবে ভাল একটি সিদ্ধান্ত বেরিয়ে আসবে আশা করছি।
সঞ্জয় কুমার
আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।