আসলেই খুব অসুস্থ হয়ে পড়েছি , মন্দ লাগছে না এই অসুস্থতা । বয়স থাকতে মানে কর্মক্ষম অবস্থায় চলে যাওয়া বড় আনন্দকর হবে নিশ্চয়ই । পৃথিবীতে জীবনটা খুব সহজতর ছিল না বরং আমার বেচে থাকাটা এবং জীবন বড়ই বিচিত্র ছিল। বেশ উপভোগ করেছি ………………………খুব সুন্দর, এই জন্ম নেয়া , জীবন নির্মাণ এবং ভোগ অন্তে চলে যাওয়া । খুব আনন্দময় হয় চলে যাওয়া…………………………যদি কাউকে বিন্দুমাত্র কষ্ট না দিয়ে নিজের মত করে ঘুমানো যায় ।
১৪টি মন্তব্য
সিকদার
” যদি কাউকে বিন্দুমাত্র কষ্ট না দিয়ে নিজের মত করে ঘুমানো যায় ।” সম্ভব না এই পৃথিবীতে আসার প্রাক্কালে আপনি কেদে ছিলেন । এখন যাওয়ার পর সবাই কাদবে । দোয়া করি আরো বহুদিন বাচুন এই পৃথিবীকে আরো কিছু দিয়ে যান।
পারভীন সুলতানা
না কেউ কাঁদুক , সে আমার কাম্য নয় । কেউ কাঁদবে না, তাই যেন হয় । নাহলে ঘুমের ব্যাঘাত হবে ভলে ভয় হয়।
মেহেরী তাজ
ঠিক আছে কাঁদবো না। কিন্তু চিৎকার করে ঘুম ভেঙে দেবো বলে দিলাম। কি হয়েছে খোলাসা করেন।
পারভীন সুলতানা
কিছু না । যা চেয়েছিলাম, তার চেয়ে পেয়েছি অনেক অনেক বেশি । হয়েছি টইটুম্বুর , আর তাই নতুন করে খালি হতে চাই না ।
জিসান শা ইকরাম
কেমন এক অস্বস্তি লাগছে আপনার এই লেখা পড়ে
আপনি এভাবে লিখলেন এই প্রথম।
আপনার অস্থিরতা কমে যাক
শুভ কামনা।
পারভীন সুলতানা
অস্বস্তি বা মন খারাপের কিছু নেই । আসলে আমি মনের কথাই লিখেছি । আমার উপর জন্মান্তরে অর্পিত দায়িত্ব আমি শেষ করেছি, যতটা করার কথা নয় তার চাইতেও অনেক করেছি। এখন আর বেচে থাকার যুক্তি খুজে পাই না । ও হ্যা যদি ফাকি দিয়ে থাকি সে আমার সৃষ্টি কর্তাকে দিয়েছি , কেননা জানি যিনি আমাকে এত সযত্নে সৃষ্টি করেছেন , তিনি আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। তাই ফিরে যেতে চাই আপন ঠিকানায় ……………………।।
কতকাল পড়ে আছি ভুল ঠিকানায়, পরবাসে
এখানে আনন্দময় ভুবন, শৃঙ্খলিত পায়ে জীবনময় ভ্রমণ।
বকের ডানায় ভোর হয় অন্ধকারের হাত ধরে,
কখন যে কারুকার্য খচিত চিঠি আসে!
খামের উপর উৎকীর্ণ নাম, আছি প্রতীক্ষায় বসে।
এখানে মানুষ, মানুষকে চেনে না অথচ সংসার করে
কতটা পথ হাটলে মানুষ চেনা যায় ! চেনা যায় সম্পর্ক
প্রেম অপ্রেম, ঘৃণা কিংবা ভালবাসায়
পাহাড় আর সমুদ্রের পিঠাপিঠি অবস্থান বিতর্ক ।
পালা বদল না হতেই দিন শেষ হয়
হিসেব নিকেশ চলে, চলে দেনাপাওনায়
অক্লান্ত হাটে মানুষ , পথ যে আর শেষ হবার নয়।
দুরের ট্রেন লালবাতি জ্বালায়, সিগন্যাল দেয়
কাক তাড়ুয়া ভয় দেখায় ,
অপেক্ষার প্রহর বড় দীর্ঘ হয়। পথহারা পথিক
একত্রিত যখন । হুইসেল বাজে, বাজে আলোছায়ায়
এখানে বানভাসি চর , চরে শব বাহক।
২২/০৯/১৫
অরুনি মায়া
আল্লাহ্র হুকুম না হলে কারো মৃত্যু হবেনা আপু। অযথা এত চিন্তা করবেন না অনুরোধ রইল। নিশ্চয় আপনি ভাল থাকবেন সব সময় 🙂 (3 -{@
পারভীন সুলতানা
না অরুনি , আপনি আমাকে ভুল বুঝেছেন। শুধু আজ নয় ……………।।তরুণী অবস্থা থেকেই মৃত্যু আমার খুব প্রিয় অনুভুতি। আমি বড্ড লোভী হয়ে পরছি তাকে আলিঙ্গন কোর্টে।
নীলাঞ্জনা নীলা
মৃত্যু চিরন্তন। সে না চাইলেও আসবে, তাহলে কেন তাকে ভাবা? বরং যা চাইছি সে নিয়েই ভাবার নাম জীবন। আমি রোজ বাঁচি, প্রতি মুহূর্তে বাঁচি। আর তাই সবাই জানে শেষ নি:শ্বাসেও হাসি থাকবেই। বয়সের বলিরেখা তো পড়েই, আমার হাসির রেখা অনেক আগে থেকেই।
আপু মন ভালো হোক। -{@
পারভীন সুলতানা
নীলাঞ্জনা , না হেসে পারলাম না। ভাই আমি বেশ সুন্দরী । বয়সের তুলনায় অনেক কম দেখায় । ওরম কোন চিন্তা আমার নেই । আমি আসলেই তাকে সময়কালে আলিঙ্গন করতে চাই ।
ইমন
আল্লাহ আপনার সকল ইচ্ছা পূরন করোক। আপনার মনকে শান্ত করোক। ভালো থাকেন ভালো ভাবে। 🙂
পারভীন সুলতানা
আপনার শুভাশিসের জন্য অনেক ধন্যবাদ । মন আমার প্রচন্ড শান্ত বলেই , যৌক্তিক এই আকাঙ্ক্ষা । আমি ভাল আছি।
লীলাবতী
আপনার লেখা পড়ে মনটা বিষণ্ণ হয়ে গেলো আপু।
পারভীন সুলতানা
মোটেও না …………………।।আমার চোখ দিয়ে দেখুন । দেখবেন কত সুন্দর সেই আনন্দলোক ।আমি সেখানে আনন্দময়ী হয়ে থাকতে চাই ।