আধ প্যাঁচাল

শুন্য শুন্যালয় ১২ আগস্ট ২০১৫, বুধবার, ০৭:৪১:৫১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৬৬ মন্তব্য

১।
প্রকাশ হত্যাকান্ডে তোমার নাকি হাত ছিলো?
অনুভূতি আজ স্বচক্ষু সাক্ষ্য ভয়ে
তুমি থেকে পালিয়ে বেড়ায়।

২।
ভয় পাও বলেই কি ছেড়েছ পাঠোভ্যাস?
ভুলে যাবে যে ছড়া ঠোঁটে সহজ
কঠিন বলেই নেশারু টিলার চুড়ার
হাতছানিতে আজো আটকে আছো।

৩।
সবকিছু দেখবে বলেই দেবতাকে পাঠিয়ে দিলে
অই সাত আসমানের ওপার,
দূর দূর সুন্দর ল্যান্ডস্কেপ পেতে গেলে
ম্যাক্রো তো হারাবেই বন্ধু।

৪।
কেউ বলে ভালো আছি, কেউ বলে বেঁচে আছি
কেউবা এইতো আছি,
পারাবত চলছে চলুক
নাবিক আমি হবোই না
ছুটন্ত আরোহীর কম্পাসের আবিষ্কারে কি যায় আসে?

৫।
কোলাহলের দূর্বোধ্য কথায় আজো রয়েছে অনেক অবুঝপনা
আর তুমি শুনছো নিঃশব্দের শব্দ?
সে তুমি শুনতেই পারো,
বুকের স্রোতের টালমাটালে নিরাপরাধ সমর্পন
হয়তো এভাবেই হয়।

৬।
ভালোবাসা, আছো কোথায়?
কলম থেকে কিবোর্ডে?
নগ্ন, ভগ্ন নাকি মগ্ন মনে?
যেখানেই থাকো, নিরাপদে থেকো।
গ্রীনহাউজ ইফেক্টে বাসস্থানগুলো এখন বড়ই নড়বড়ে।

৫৭৭জন ৫৭৭জন
0 Shares

৬৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ