১।
প্রকাশ হত্যাকান্ডে তোমার নাকি হাত ছিলো?
অনুভূতি আজ স্বচক্ষু সাক্ষ্য ভয়ে
তুমি থেকে পালিয়ে বেড়ায়।
২।
ভয় পাও বলেই কি ছেড়েছ পাঠোভ্যাস?
ভুলে যাবে যে ছড়া ঠোঁটে সহজ
কঠিন বলেই নেশারু টিলার চুড়ার
হাতছানিতে আজো আটকে আছো।
৩।
সবকিছু দেখবে বলেই দেবতাকে পাঠিয়ে দিলে
অই সাত আসমানের ওপার,
দূর দূর সুন্দর ল্যান্ডস্কেপ পেতে গেলে
ম্যাক্রো তো হারাবেই বন্ধু।
৪।
কেউ বলে ভালো আছি, কেউ বলে বেঁচে আছি
কেউবা এইতো আছি,
পারাবত চলছে চলুক
নাবিক আমি হবোই না
ছুটন্ত আরোহীর কম্পাসের আবিষ্কারে কি যায় আসে?
৫।
কোলাহলের দূর্বোধ্য কথায় আজো রয়েছে অনেক অবুঝপনা
আর তুমি শুনছো নিঃশব্দের শব্দ?
সে তুমি শুনতেই পারো,
বুকের স্রোতের টালমাটালে নিরাপরাধ সমর্পন
হয়তো এভাবেই হয়।
৬।
ভালোবাসা, আছো কোথায়?
কলম থেকে কিবোর্ডে?
নগ্ন, ভগ্ন নাকি মগ্ন মনে?
যেখানেই থাকো, নিরাপদে থেকো।
গ্রীনহাউজ ইফেক্টে বাসস্থানগুলো এখন বড়ই নড়বড়ে।
৬৬টি মন্তব্য
নীতেশ বড়ুয়া
মাইরাল্লা!!! পুরাই ধিঞ্চাক ধিন পোস্ট… 😀
শুন্য শুন্যালয়
দাদা গো, পুরাই টলে আছেন দেখছি। সাত সক্কালেই আজ নৃত্য আর নৃত্য 😀
মাইরালাইলে দাঁত দেখুম ক্যাম্নে? ধইন্যাপাতা।
নীতেশ বড়ুয়া
আফনে ডেন্টিস নাকি শুন্যাপু!!! 😀
As if I Care প্রতিটাতেই তাই ধিঞ্চাক ধিন… :D)
নীতেশ বড়ুয়া
আফনে ডেন্টিস নাকি শুন্যাপু!!! 😀
As if I Care প্রতিটাতেই, তাই ধিঞ্চাক ধিন… :D)
শুন্য শুন্যালয়
ডেন্টিস্ট না, তয় আমি কইলাম ডাক্তার। রেফার্ড কেস মাঝে মাঝে না পাঠাইলে আমি রোগী কই পামু 😀
নীতেশ বড়ুয়া
সার্জারির ডাক্তর নি কুনো!!!!!!!!!!!!!
শুন্য শুন্যালয়
ক্যানে? ;? কাঁটাছেঁড়া প্রিয় বুঝি? ফ্রি পরামর্শ চইলতো না। :p
নীতেশ বড়ুয়া
ন্যু, সার্জারির ডাক্তর দেখলে মন অয়- এই বার দিলে সার্জারির চাক্কু মাইরা কইবোঃ খাল্লাসসসসসসস (-3
শুন্য শুন্যালয়
ভাগ্যিস মাইয়া সার্জনের সংখ্যা কম। 😀
নীতেশ বড়ুয়া
যে কয়টা আছে তাতেই হয় সব্বোনাশশশশশসশহস :D)
নীলাঞ্জনা নীলা
“কোলাহলের দূর্বোধ্য কথায় আজো রয়েছে অনেক অবুঝপনা
আর তুমি শুনছো নিঃশব্দের শব্দ?
সে তুমি শুনতেই পারো,
বুকের স্রোতের টালমাটালে নিরাপরাধ সমর্পন
হয়তো এভাবেই হয়।”
কেমন জানি গহীন বিষাদের ভেতরের শব্দ! কান পেতে রই।
“ভালোবাসা, আছো কোথায়?
কলম থেকে কিবোর্ডে?
নগ্ন, ভগ্ন নাকি মগ্ন মনে?
যেখানেই থাকো, নিরাপদে থেকো।
গ্রীনহাউজ ইফেক্টে বাসস্থানগুলো এখন বড়ই নড়বড়ে।”
যুগ পাল্টেছে কিন্তু ভালোবাসা অ-নিরাপদ নয়।
“ছুটন্ত আরোহীর কম্পাসের আবিষ্কারে কি যায় আসে?”
“সবকিছু দেখবে বলেই দেবতাকে পাঠিয়ে দিলে
অই সাত আসমানের ওপার,
দূর দূর সুন্দর ল্যান্ডস্কেপ পেতে গেলে
ম্যাক্রো তো হারাবেই বন্ধু।”
ভাবছি আর ভাবছি। কি বাকী রাখলেন সময়ের? মুগ্ধ হয়ে গেছি এমন লেখার জন্যে অপেক্ষা করা যায় অনন্ত সময়।
ভালোবাসা অফুরান শুন্য আপু। -{@ (3
শুন্য শুন্যালয়
আমরা সবাই একে অপরের লেখার জন্য অপেক্ষা করেই আছি, গালে এক পাশে হাত। ব্যাপারটা কেমন? দুই কবির লেখা আর মন্তব্যে ইদানিং আমি তারাশংকরের “কবি” খুঁজে পাই। আমার আর কি চাই? ভালোবাসি অনেক আপু। -{@
নীলাঞ্জনা নীলা
গালের এক পাশে এই হাতটাই তো ভাবতে থাকে, আর অন্য হাতটা ধরে আছে আমার স্বপ্ন। 🙂
শুন্য শুন্যালয়
তাইতো আপনার ছবিতেই রয়েছেন গালে একপাশে হাত 🙂 হতে পারে এ অপেক্ষা, হতে পারে এ এত্তো এত্তো কবিতার ভাবনা। স্বপ্ন আপনার হাত ধরেই আছে? আর আমাকে তো এক ঝলক দেখা দিয়েই চলে যায়। একটু আগে ঘুম ভেঙ্গেছে, স্বপ্নে দেখলাম আমার ক্যানসার। ভাগ্যিস আমার ভোর আমাকে বাঁচিয়ে দিলো।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ক্যান্সার এলো স্বপ্নে? জানেন নিজেকে দিয়ে স্বপ্ন দেখলে সেটা অন্যকে দিয়ে যায়?
যখন প্রথম নাম শুনেছি ক্যান্সার বেশ দামী রোগ। সারেনা। ওই বয়সটা ছিলো এমন ইস যদি আমার ওটা হয়, তাহলে সবাই কাঁদবে, ভাববে। আমায় কেউ বকবে না। ভুল বুঝবে না। যখন বুঝলাম, আর এখন নার্সিং-এ এসে বলি হে ভগবান এ রোগ কোনো শত্রুরও যেনো না হয়। আমার ক্লায়েন্টের কথাটা মনে পড়ে যায়,
“নীলা আমি তো বেশীদিন নেই।” মানুষটা নেই আর। 🙁
সুস্থভাবে বেঁচে থাকুন। -{@ (3
শুন্য শুন্যালয়
নিজেকে দিয়ে স্বপ্ন দেখলে অন্যকে দিয়ে যায়, নাহ্ এমন নয়। নিজের উদ্ভ্রান্ত ভাবনাগুলোই স্বপ্নে ধরা দেয়। সবাই ভালো থাকুক, আপনার মত করে আমিও চাই আমার শত্রুরাও যেন ভালো থাকে। আপনার সাথে আমার এই জায়গাটেও মিলে গেল, জীবন মৃত্যু খুব কাছ থেকে দেখছি আমরা। মন খারাপ করবেন না, এইতো জীবন।
ভালো থাকুন আপু (3 -{@
অরণ্য
আপনার লেখায় ‘মারকারি’ আছে। (y)
শুন্য শুন্যালয়
পারদ নাকি গ্রহ? আধ প্যাঁচাল লেখায় লেখক কে আধ পাগল মনে হচ্ছে আর মন্তব্যকারীকে রহস্যজনক কিংবা পুরা পাগল।
অরণ্য
পারদ। আপনার ধারনা ঠিক, দুয়েকজন পাগল বলা শুরুও করে দিয়েছে। 😀
শুন্য শুন্যালয়
সব্বোনাশ। আমার একটা প্রিয় গান শোনেন।
আমি চক্ষু দিয়া দেখতে ছিলাম জগৎ রঙ্গিলা,
মওলা তোমার নুরানী তীর হঠাৎ মারিলা, মওলা আন্ধা করিলা।
…
ছিলো আমার রঙ্গিন জামা কত ঝলমইলা
মওলা তুমি কাইড়া নিয়া ছালা ফিন্দাইলা।
be aware of chala 😀
লীলাবতী
অরণ্য ভাইয়া আপনার মন্তব্য পড়ে হাত নিশপিশ করছিল,তাই আগেই চলে এলাম এখানে।
সেদিন দেখলাম আপনি রাস্তায় নেচে নেচে এই গানটা গেয়ে নেচে নেচে যাচ্ছেন – ( http://doridro.net/download/Indian%20Bangla%20Songs/Indian%20Bangla%20Adhunik/Manna%20Day/Super%20Mixed/jokhan%20Keu%20Amake%20Pagol%20Bole.mp3.html )
এখন বলুন তো ভাইয়া এই তুমিটা কে? যিনি পাগল বলায় আপনি আনন্দ পান 🙂 আবার বলেন পাগল তোমার জন্য হে……………
শুন্য শুন্যালয়
বাঃ বেশ তো অরন্য ভাইয়ার জন্য আগে চলে এলেন? আর আমরা আপনাকে কবে থেকে কুপি দিয়ে খুঁজছি। কেরোসিনের পয়সা এখন ফেরত দেন। 🙁
লীলাবতী
অরণ্য ভাইয়ার গান খুবই মিস করি।কথায় কথায় ভাইয়া গান মিলিয়ে মন্তব্য করেন।
(ভাইয়াকে মিস করি এটা তো আর সরাসরি বলতে পারিনা,এটি ব্লগ না?ফেইসবুক হলে ইনবক্সে বলা যেতো :p )
অরণ্য
😀
ঐ যে আকাশের গায়
দূরের বলাকা ভেসে যায়
ওরা বাসা বাঁধে না
ওরা চঞ্চল ওরা উত্তাল
ওরা কারোর ব্যথায় কাঁদেনা…
😀
অরণ্য
লীলাবতী, আবার গান নিয়ে আসব। নো অরি! 🙂
লীলাবতী
ওরা বাসা বাঁধে না
ওরা চঞ্চল ওরা উত্তাল
ওরা কারোর ব্যথায় কাঁদেনা… @ অরণ্য ভাইয়া ওরা ?? অনেকে নাকি?এর মানে আপনি একজন নারী হন্তারক?(লেডি কিলার)।জাতি ওরাদের কথা জানতে চায় 😀
অরণ্য
ওহ নো! নো! নো! নো! 😀
তবে সে আছে একজন। সে আমাকে শুধু পাগল বলে, আমি তাতেই কাইত। আর জগতও মাঝে মাঝে পাগল হয়ে যায় তারই জন্যে। তিনি আমার সেই… কখনও আমার নিস্তব্ধতা কখনও আমার অট্টহাসি। আমার মানুষ হিসাবে আপনাদের সামনে আসার প্রেরণাও বটে। 🙂
ছাইরাছ হেলাল
লেখা আর মন্তব্য পড়ে হারিয়েছি
সাহসের মন্ত্র, হে দেবী বর দাও,
বর চাই—
পোড়াতে যেন পারি সকল আধার
জীবনের অলীক চোরা পথ দাড়িয়ে।
নৈঃশব্দের শব্দ শুনতে চাই, পাই ও,
অহল্যা ভালোবাসা, তুমি কি কিছু শুনতে পাও!
এক বুক অবুঝপনায় সমর্পণের দিনগুলোতে
দাঁড়িয়েছি চোরা স্রোতের প্রবল বিপ্রতীপ বালিয়াড়িতে,
ভালোবাসার বানপ্রস্থে যখন চলছে প্রচন্ড বাদুরবিলাশ।
রাগ থেকে যদি এমন কিছু হয় তবে রাগ ই ভালো
লেখা আর মন্তব্য যদি এমন কিছু হয় তবে তাই ভালো।
শুন্য শুন্যালয়
পুড়িয়ে পুড়িয়ে কালো কুচকুচে করে দিয়েছেন, আর কত পোড়াবেন অন্ধকার কে? দেবী বরের সৌভাগ্য সবার হয়না আর অনেকে ধরে রাখতে পারেনা জানেন তো আমারই মতো?
আমিতো কোলাহলের কথাই বুঝতে পারিনা, নৈঃশব্দের শব্দ সে আপনাদের ব্যাপার স্যাপার। বুঝতে না পারা কিংবা শুনতে না পারার চাইতে, শুনতে না চাওয়া বেশি সহজ।
রাগ থেকে ধ্বংসও হয়ে যায় অনেক কিছু শুনেছি।
হুম, আপনার এমন চাইলেই ৫ খানা লাইন যে লেখায় তার জন্য তাই-ই ভালো।
ব্লগার সজীব
ওরে রে কত কিছু ভাবে রে……. এটাকে সুধু ভাল হয়েছে বললে পাঠকরা আমাকে হাত পা ভেংগে আড়িয়াল খা নদীতে নিক্ষেপ করবে।
শুন্য শুন্যালয়
আর যে পাঠক আপনার হাত-পা ভেঙ্গে ফেলবে তার হাত-পা ভাংবে আপনার গুরু। আপনার ভক্ত সংখ্যা ইর্ষনীয় জনাব।
এইসব আবোল তাবোল সবাই ভাবতে পারে, আপনার মত জ্ঞানী ভাবনা কজন পারে?
আপনি সাঁতার জানেন তো? যদি না জানেন তাইলে শিগ্রী বলেন, এই লেখা হেভভী, ফাটাফাটি, ঝাক্কাস। -{@
মেহেরী তাজ
মন্তব্য করার আগে বিভাগ দেখে নিলাম।
কবিতা হলে সরাসরি বুঝি নাই বলে দিতাম।
একান্ত অনুভুতী দেখে বোঝার চেষ্টা করলাম।
নীতেশনীতেশ ভাইয়ার সাথে একমত “পুরাই ধিঞ্চাক ধিন পোষ্ট “। ( যাক বাবা ছুটিপুর শেষ হইছে :D)
শুন্য শুন্যালয়
তোমার জন্য নেক্সট পোস্ট আবার ছুটিপুর দিমু 😀
তোমার চালাকি ধইরা ফালাইছি ফাঁকিবাজ। আমার কোন লেখা এখন কবিতা বিভাগে যায় নাই। অতএব লাগে রাহো, বাচ্চা ভূত।
মেহেরী তাজ
নায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া……..
আপু ছুটিপুর আমি ভালো পাই না। ভয় পাই।
আবার কিন্তু ব্লগ ছেড়ে পালাবো।
কবিতা দেখলেই আমার আউলা ঝাউলা লাগে আপু।
হুম কবিতা ছাড়া সব কিছুর সাথে আছি। 😀
ও হ্যা আপনার ” বাচ্চা ভুত ” শুনতে আদর আদর লাগে।
অনেক গুলা লাভু প্রিয় আপু। (3 (3 (3
শুন্য শুন্যালয়
না, ব্লগ ছেড়ে যাওয়া চলবেনা কিছুতেই। ছুটিপুর আমিও ভালো পাইনা, তাইতো রাগ করেই লিখি। মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখাই চলো, তুমি মরো, তুমি কচু খাও।
তুমি তো আমার আদরের ই ছোট আপু। লাভু 2 (3 (3
মেহেরী তাজ
আচ্ছা। তুমি মরো,তুমি কচু খাও পচা মৃত্যু।
শুন্য শুন্যালয়
🙂 (y)
হিলিয়াম এইচ ই
বাহবা!!! :/
শুন্য শুন্যালয়
ধন্যবাদ গ্যাস।
খেয়ালী মেয়ে
তোমাকে ভালোবাসি আমি-
তাইতো এতো ভাষা আমার বুকে-
তোমাকে চাই বলে-
এতো স্বপ্ন দু’চোখ জুড়ে-
তুমি আছো বলেই-
ভাবনারা আজো তোমায় ভেবে যায়-
তুমি অজানায় আছো জেনেও-
আমি বেঁচে আছি চেনা পৃথিবীতে-
ভালোবাসা, আছো কোথায়?
কলম থেকে কিবোর্ডে?
নগ্ন, ভগ্ন নাকি মগ্ন মনে?
যেখানেই থাকো, নিরাপদে থেকো।
গ্রীনহাউজ ইফেক্টে বাসস্থানগুলো এখন বড়ই নড়বড়ে।
তোমার লেখা পড়বো আর মুগ্ধ হবো না, সেটা কখনো হতেই পারে না (3
শুন্য শুন্যালয়
যা জুড়ে দিয়েছ পরী, এবার তো আমার মুগ্ধ হবার পালা। দারুন। :c
এই চেনা পৃথিবীর খুব কাছে, আমি আছি, আমরা আছি।
নীলা আপু লিখেছে, যুগ পাল্টেছে কিন্তু ভালোবাসা অ-নিরাপদ নয়। 🙂
(3 ইউ।
খেয়ালী মেয়ে
পেরেছি তাহলে 🙂
তোমার লেখার সাথে একটু করে মিলাতে চেয়েছিলাম-যাক তোমার ভালো লেগেছে দেখে আমারও ভালো লাগছে 🙂
এই চেনা পৃথিবীর খুব কাছে, আমি আছি, আমরা আছি (y)
খুব সুন্দর বলেছে নীলা আপু যুগ পাল্টেছে কিন্তু ভালোবাসা অ-নিরাপদ নয় (y)
(3 ইউ
শুন্য শুন্যালয়
হুম পুরোটাই মিলেছে। তোমার দিনকে দিন লেখা দেখেই আমার মুগ্ধতা বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে পোস্টের আইডিয়া। ভালোবাসা অনিরাপদ নয়, যেমনি ছিল তেমনি আছে। হুম 🙂
অলিভার
সবগুলিই ভিন্ন রকমের ভালো ছিল। কিন্তু এটা চমৎকার বলতেই হবে –
“সবকিছু দেখবে বলেই দেবতাকে পাঠিয়ে দিলে
অই সাত আসমানের ওপার,
দূর দূর সুন্দর ল্যান্ডস্কেপ পেতে গেলে
ম্যাক্রো তো হারাবেই বন্ধু।”
(y)
শুন্য শুন্যালয়
একটা লাগলেই আমি খুশি। অনেক ধন্যবাদ অলিভার। 🙂
জিসান শা ইকরাম
ছয় টুকরো ম্যাক্রো দেখলাম
যা প্রতিটিই হতে পারে বিস্তৃত ল্যান্ডস্কেপ।
প্রতিটিতেই কিছুটা বিষাদ, গভীরে হয়ত আরো বেশী।
ভালো লিখেছেন, যথেষ্ঠ ভালো লিখেছেন।
শুন্য শুন্যালয়
বাঃ কমেন্টের কোর্স করছেন নাকি কোথাও? অসাধারন বললেন, ছয় টুকরো ম্যাক্রো দেখলাম
যা প্রতিটিই হতে পারে বিস্তৃত ল্যান্ডস্কেপ। টুকরো লাইনেও ভাবনা অনেক ছিল, আপনি গভীর ভাবেই সেটা ধরেছেন।
এমন মন্তব্যের জন্যই চেষ্টা করি, তা সে লেখা হোক বা না হোক। শ্রদ্ধা, ভালোবাসা নেবেন। (3
ছাইরাছ হেলাল
আমিও একটু কোর্স করতাম ছাই।
শুন্য শুন্যালয়
কোন দু:খে? কোর্স না করতেই এখানে ওখানে কাইত হয়ে যাচ্ছে কতো কেউ।
ছাইরাছ হেলাল
আরও একটু কাইত হতে চাই, প্লিজ লাগে প্রসন্ন হন দেবী।
শুন্য শুন্যালয়
আপনি কাইত হবেন কেন? আপনি তো এমনিতেই সেই কবে থেকে পিছন ফেরে ত্যাড়া। মেহজাবীন, চিত্রাঙ্গদা আরো যেন কি কি তাদের কথা বলছিলাম আর কি।
ছাইরাছ হেলাল
অনুগ্রহ করে যদি একটু স্পেস দিতেন, বেশি না সামান্য একটু কাইত
হইতাম ছাই।
লীলাবতী
কার কথা গান যে বিশ্বাস করি?আপনি লিখলেন ভালোবাসা নেই কোথাও,আবার গান শুনি ভালোবাসা ছাড়া আর আছে কি? ভালোবাসা আছে,ভালোবাসা নেই,কত যে বিভ্রান্তি।আমার মত ছোটরা এত বিভ্রান্তি এড়িয়ে আসল শিক্ষা নেবো কোথা থেকে? 🙁
লেখা গুলোতে একরাশ মুগ্ধতা আর (3
শুন্য শুন্যালয়
আমাদের লেডি কবিগুরু যা বলবেন সেটাই সত্যি ..যুগ পাল্টেছে কিন্তু ভালোবাসা অ-নিরাপদ নয়…নীলাঞ্জনা নীলাপু। 🙂
ছোটদের নাকি এনগেজমেন্ট হয়েছে? এবার হাতেকলমে শিক্ষা নিক 🙂
এত্তো ধন্যবাদ আর (3
ছাইরাছ হেলাল
লেডি কবিগুরু!
শুন্য শুন্যালয়
আপনার জ্বালায় তো শান্তি নেই, চোখে আড়ি পাতেন আবার হাটে হাড়ি ভেঙ্গে দেন। আপনার জন্যেও নাম খুঁজতেছি, শিশুদের জন্য সুন্দর নামের বইএর তালিকা ঘাঁটতেছি।
ছাইরাছ হেলাল
আপনার জহুরি চোখে কিছুই এড়ানোর উপায় নেই।
স্বপ্ন
ভালোবাসা নেই কোথাও? 🙁 আধ প্যাঁচাল টা কি আপু?
শুন্য শুন্যালয়
গল্পের আকারে বকরবকর করলে তার নাম দেব প্যাঁচাল, আর কবিতার আকারে আউলা ঝাউলা লেখা দিলে তার আধ প্যাঁচাল :p
স্বপ্ন যদি জিজ্ঞেস করে ভালোবাসা নেই কোথাও, তাহলে কি করে হয়? নিজের মধ্যেই খুঁজুক না 🙂
স্বপ্ন
ছোট বেলায় ওয়াজ মাহফিলে শুনেছিলাম,আল্লাহকে উদ্দেশ্য করে মোনাজাত করার সময় কাঁদতে হবে।কান্না যদি না আসে, তবে মিথ্যে মিথ্যে কাঁদতে হবে। এভাবে কাঁদতে কাঁদতে একদিন সত্যি কান্না এসে যাবে।
শুন্য শুন্যালয়
বাব্বাহ কঠিন কথা বললেন যে, এখন থেকে তবে হাসতে হবে, হাসতেই হবে। ঠিক আছে কি?
স্বপ্ন
🙂
অনিকেত নন্দিনী
বিষাদের রসে ডোবানো কষ্টের মলাই।
শুন্য শুন্যালয়
কতদিন পরে এলে, একটু বসো।
ইমন
” কেউ বলে ভালো আছি, কেউ বলে বেঁচে আছি
কেউবা এইতো আছি,
পারাবত চলছে চলুক
নাবিক আমি হবোই না
ছুটন্ত আরোহীর কম্পাসের আবিষ্কারে কি যায় আসে? ”
অনেক ভালোবাসা আর শ্রদ্ধা রইলো। 🙂
শুন্য শুন্যালয়
আপনাকেও ধন্যবাদ ইমন। শ্রদ্ধা রইলো।