একটি আটপৌরে কবিতা লেখার ইচ্ছে রাখি,
দ্রোহ কিংবা প্রেম নয়।
স্বপ্নহীন কঠিন বাস্তব এক জীবনের কথা বলার জন্যে
অনেকগুলো শব্দ চাই আমার—
মানবিক হৃদয়ে শিল্প ঘরাণার যে শাশ্বত জ্ঞান
চিন্তার দ্রাঘিমাকে গ্রাস করে নেয়,
আমি সেখানে বড্ড বেমানান।
তাই নৈঃশব্দর কোলাহলে শিল্পকলার নিজস্ব এক ঘর বানাতে চাই;
প্রেম এবং অ-প্রেমের পৌনপুনিকতার থেকে সরিয়ে নিয়ে হতাশার অন্ধকারে,
স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের একাত্মতা দেখার জন্যে কতো কতো আবেগ ভাঙ্গি,
একটি সফল পংক্তির জন্য অক্ষরের সাথে অক্ষর জোড়া দিতে দিতে
কতোকিছুই যে হারিয়ে ফেললাম!
বুঝে গেছি আমায় দিয়ে কখনো হবেনা কোনো কবিতা…
এদিকে সুমনের গানটা কানের কাছে এসে গুনগুন করে :
“হাল ছেড়ো না বন্ধু…।”
আবারও আটপৌরে একটি কবিতা খোঁজা শুরু করি—
আর তখন অনুভূতিহীন আবেগ,
সেই একই বর্ণান্ধ নীলেই মৃত নক্ষত্রের মতো ছিঁড়ে পড়ে।
হ্যামিল্টন, কানাডা
২৩ আগষ্ট, ২০১৬ ইং।
**আমার স্যার এসেছেন ব্লগে। উনাকে দেখে এতোটাই ভালো লাগছে যে কি বলবো। স্যারের সাথে কথা হলো, উনি ব্লগের সেভাবে কিছুই বোঝেন না। ফোনে বলে বলে শিখিয়ে দিয়েছি। উনি প্রথম পৃষ্ঠায় প্রায় সকলেরই পোষ্ট পড়েছেন, কিন্তু কিভাবে মন্তব্য করতে হবে এখনও বুঝে ওঠেননি। সবার কাছে আমার অনুরোধ স্যারকে কেউ যেনো কখনো ভুল বুঝবেন না এ কারণে। আর অনেক ব্যস্ত থাকেন, তাই নিয়মিত আসতেও পারবেন না এটাও বললেন। আমি তবুও স্যারকে অনুরোধ করেছি সপ্তাহে একটি দিন যেনো আসার চেষ্টা করেন। আপনাদের সহযোগীতা একান্ত প্রয়োজন। সবাই ভালো থাকুন। -{@
৩৮টি মন্তব্য
ব্লগার সজীব
শব্দেরা মিছিল নিয়ে চলে আসুক আপনার কাছে। এরপর লেখে ফেলুন ইচ্ছেমত কবিতা। শব্দেরা যাবে কই? কারেন্ট জাল আছে না? 🙂
আপনার স্যার আমাদেরও স্যার। উনি যখন ইচ্ছে আসবেন, সমস্যা কি?
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া আমি মুগ্ধ আপনার এতো সুন্দর মন্তব্যে। ঠিকই তো কারেন্ট জাল আছে তো! ভুলেই গিয়েছিলাম।
বহুদিন পর আমার লেখায় আপনার প্রথম মন্তব্য।
ভালো থাকুন।
ব্লগার সজীব
🙂 তাহলে এখন কারেন্ট জালে শব্দ ধরে লেখা আরম্ভ করুণ। এতদিনে তাহলে লেখাই লেখেন নি? ^:^ মাথার চুল সব ছিড়ে ফেলবো চিন্তায়, এতদিন তাহলে কি পড়লাম?
নীলাঞ্জনা নীলা
আমিও বুঝতে পারছিনা, কোথা থেকে লেখাগুলো এলো? ;?
ভাভু বাইয়া আমাকে একটা কারেন্ট জাল দেবেন প্লিজ? আগেরটা হারিয়ে ফেলেছি। 🙁
মিষ্টি জিন
আপু কবিতা আপনাকে দিয়ে হবেনা ?
এত সুন্দর কবিতার পর এই কথা মানায়?
স্যারকে ব্লগে দেখে আমার ও খুব ভাল লেগেছে।
মনে কিঁছু করার নাই আপু ., আমরা অবশ্যই স্যারের ব্যাস্ততা বুঝবো।
ভাল থাকবেন আপু। (3
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু কবিতা আসলেই আমায় দিয়ে হয়না।
যা লিখতে চাই, লেখার পর দেখি তেমন হয়ইনি। 🙁
আপনিও ভালো থাকবেন। অনেক ভালো। -{@
ব্লগার সজীব
সোনেলায় ভুতের আছর লাগল নাকি? উপরের মন্তব্যটি দিয়েছিলাম, মন্তব্য জমা দেয়ার পরে দেখি ‘পাতাটি খুঁজে পাওয়া যাচ্ছেনা’ লেখা আসলো। পোষ্টই খুঁজে পেলাম না। এখন আবার পোষ্ট এবং আমার মন্তব্য দুটোই দেখি। নীলাদি এটি কেমন ম্যাজিক বলুনতো? ভুত টুত নয় তো? 🙁
নীলাঞ্জনা নীলা
তাই নাকি?
কি জানি হয়তো শাঁকচুন্নীর শয়তানী।
নীলভূত আমার দুষ্টু না শাঁকচুন্নীর মতো। 😀
ব্লগার সজীব
কি জানি, ভুতের কাজ কারবার মনে হচ্ছে সব 😀
নীলাঞ্জনা নীলা
তাই তো মনে হচ্ছে। আপনার কাছে তো সবকিছুর সমাধান আছে। এই ভূতের আছর কি করে নামানো যায়, সেটা তো বলুন। 😀
ছাইরাছ হেলাল
না না আপনাকে দিয়ে কবিতা হবে না, শব্দের আকালে কবিতার কল্পনা করা ঠিক না,
সাধে কী আর মহা কবি বলি! না হেসে!!
অনেকদিন পর মনের মত একটি কবিতা পড়লাম,
স্যার যখন আপনার তিনি আমাদেরও স্যার,
আমরা ধন্য হব অবশ্যই, যদি তিনি সামান্য হলে আমাদের একটি সময় দেন।
নীলাঞ্জনা নীলা
প্লিজ লাগে হেসে হেসে মহাকবি বলুন।
তা নইলে আর লিখবোই না।
আপনার মনের মতো কবিতা বুঝি! তাইতো কয়েকজন ছাড়া আর কেউই পড়েনি। :p 😀
তবে ভালো লাগছে কবিরাজ ভাইয়ের ভালো লেগেছে কুবিতা। 😀
ছাইরাছ হেলাল
কে পড়েছে কে পড়েনি তাতে কী?
আমি পড়েছি না!!(ওরে বাবা)।
আপনি আমাদের কবিগুরু(নারী)
নীলাঞ্জনা নীলা
চুপ! :@
কবিরাজ এক্কেবারে চুপ!!! :@
বেশী বেড়েছেন। :@ :@
শুন্য শুন্যালয়
হাল যে ছাড়োনাই তাতো আমরা হাড়ে হাড়ে টের পাই। ও তাহলে তোমার শব্দ নাই কবিতা লেখার? আচ্ছা। এতদিন এইসব কারটা এনে পোস্ট দিছিলা?
বাস্তব জীবনের কথা বলবার জন্য বাস্তব জীবনই তো রয়েছে আপু, কবিতা না হয় মুক্তি পাক এই কাঠিন্য থেকে, যেমন করে আমরা স্বপ্নকে বাঁচিয়ে রাখি সব অসুন্দর থেকে।
কতো যে ভালো লেখো নীলাপু -{@
স্যার তো আর তোমার একার নেই, আমাদেরও।
নীলাঞ্জনা নীলা
নাম বলা যাবেনা আপু। একজন আছে যে রোজ কবিতা বানিয়ে আমায় দেয়। :p
তোমার যদি লাগে আমায় জানিও, স্পেশ্যালভাবে তৈরী করে আনিয়ে দেবো।
অবশ্য তোমার লাগবে না। কত্তো ভালো লেখো।
ভালো লিখি বলো। মন তাহলে কেন মানেনা? 🙁
তবু জানি পাশে থাকবে, আমার এসব আগডুম-বাগডুমকে আগলে নেবে। -{@
শুন্য শুন্যালয়
মনের চাওয়া অনেক উঁচুতে, ওর কথা শুনতে নেই। তবে ভেবে বলো, এমন কী লেখা নেই যা ভেবে ভেবে কএকবার পড়েও শান্তি মিটতে চায়না!
আমি ভালো লিখি? ধুর ছাই পঁচিও না। আমার জন্য স্পেশালভাবে বানাবা কেন বলতো? স্বজনপ্রীতি কেন? ;?
আমার তো আলবৎ লাগবে, তবে বিনাদামে। দিও কিন্তু এনে—
হাতের মুঠোয় করে ডাইস টা উল্টে দিলাম,
চোখ বন্ধ করে ভাবছি এক নাকি ছয়
প্রয়োজন কত দ্রুত পাল্টায়
ছয় এ শুরু করে যাত্রা
এখন থমকে আছে মাত্রা
জীবনে কখনো এক ই দামী, তাই নয়?
নীলাঞ্জনা নীলা
স্বজন বলেই তো প্রীতি আছে। আমরা কি সবাইকে ফুল দেই? সবাইকে গান শোনাই? সকলকে নিয়ে লিখি?
স্বজনদের জন্যই শুধু স্পেশ্যাল।
বুঝলে গো শুন্যময়ী কন্যা? -{@
রিমি রুম্মান
ইশ্ , এমন নীল দেখে এসেছি ক’দিন আগেই, প্রান ভরে। নীল আকাশ, নিল জলরাশি। দেখা হয়নি কেবল নীলা’দি কে।
স্যারকে স্বাগতম…
নীলাঞ্জনা নীলা
কোথায় গিয়েছিলে রিমি আপু?
আমার কি যে ইচ্ছে করে গহীন অরণ্যে নেটওয়ার্কবিহীন কয়েকটা দিন কাটাতে।
পাশে থাকবে ঝর্ণা, পাহাড়, কটেজ। জানিনা কবে যাওয়া হবে।
তবে জানি নীলের ভেতর নীল একদিন মিশবেই।
ভালো থেকো। 🙂
ইঞ্জা
আপু কি যে লিখেননা মুগ্ধ হতেই হয় আর স্যার এসেছেন কবে তাতো জানিনা, কি নামে এসেছেন স্যার একটু জানাবেন আর স্যারকে আমাদের সবার পক্ষ থেকে স্বশ্রদ্ধ সালাম জানাবেন। 🙂
নীলাঞ্জনা নীলা
স্যার এসেছেন। উনি রায়হান সেলিম নামে লেখেন।
আমি লেখার চেষ্টা করি। লিখতে পারি কই?
ভালো থাকুন ইঞ্জা।
ইঞ্জা
স্যারকে আমাদের সালাম এবং শ্রদ্ধা। 🙂
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ আপনাকে ইঞ্জা। 🙂
মৌনতা রিতু
এই নীলটা যে তোমার বোঝাই যাচ্ছে।
অক্ষরের সাথে অক্ষর জোড়া দিতে কি হারালে শুনি !
হুম, স্যারকে দেখলাম। স্যারকে আমাদের সালাম দিও। আচ্ছা আমরাও কি স্যার বলব?
মন্তব্য দিতে দেরি হয়ে গেল। আর বলো না, দুইটারই এক সাথে পরীক্ষা। একটা ক্যডেট দিবে এবার অন্যটা ফোরে।
স্যারের কবিতা পড়েছি অবশ্য এই ফাকেই। মন্তব্য করতে ভয় পাচ্ছিইইইইইইইইইই। স্যার বলে। কি করি কও। ;?
নীলাঞ্জনা নীলা
হুম নীল শুধুই আমার।
“Blue, blue, my world is blue
Blue is my world…”
ইস দেশে পড়ালেখায় কি যে খাটুনী। যেমন মায়ের উপর দিয়ে যায়, তেমনি বাচ্চাদেরও।
তবে তোমার মতো মায়ের সন্তানরা জয়ী হবেই।
আরে স্যার অসম্ভব শান্ত এবং ভালো একজন মানুষ। কোনো ভয় নয়। বুঝেছো আপু? -{@
গাজী বুরহান
অনেকদিনে এলাম প্রিয় ব্লগে। এসেই প্রিয় লেখিকার লেখা পড়ে এত্ত ভালো লেগেছে যে, কিছুই আর বলবনা যে!
নীলাঞ্জনা নীলা
আমারও ভালো লাগছে শুনে যে আমার লেখা আপনার প্রিয়।
অসংখ্য ধন্যবাদ আপনাকে গাজী বুরহান।
প্রহেলিকা
এতো এতো শব্দের ফুলঝুরি তারপরও বলছেন কবিতা হচ্ছে না?
এ কেমন কথা?
হে কবিতা তুমি নাকি শব্দের গড়ন ?
তবে কেন তারা বলে, আজও তোমাকে খুঁজে পায়নি?
তারাতো বৃষ্টিবাদী বর্ষার হাত ছুঁয়ে দেয় অবিরাম
তবুও কেন তারা কদমের মতো ভেসে যায় না?
নাহ, আমার দ্বারা কবিতা হবে না, তবে কবিতাকে প্রশ্ন করার পরে ঠিক ঠিক জবাব দিয়েছিল কিন্তু। বলেছে, এটা কবিদের দোষ, তারা শব্দকে যতোই কবিতারূপে ফোঁটাক না কেন তৃপ্তি আসে না। যেমনটা আপনারও আসে না আর কি। এতো সুন্দর কবিতায় মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
নীলাঞ্জনা নীলা
দেখেছেন কথার ফুলঝুরি কার কাছে? দিব্যি লিখে দিলেন কতো সুন্দর করে। জাতলিখিয়ে আপনাকেই বলতে হয়।
সুন্দর কবিতা না ছাই!
তাইতো মন্তব্য করা থেকে বিরতি নিলেন। 🙁
আবু খায়ের আনিছ
শুধুই ”ৎ” টাই নেই বাকি সব বর্ণ আছে দেখছি, (ভুল হতে পারে, তবে সম্ভবনা কম)।
নীলাঞ্জনা নীলা
আনিছ ভাইয়া অনুস্বারও নেই। দেখুন চেয়ে। 😀
আবু খায়ের আনিছ
:D) :D)
নীলাঞ্জনা নীলা
:D) :D)
নাসির সারওয়ার
বুঝতে পারছি। অনেক বড় ষড়যন্ত্র চলছে। একজন কবির বিরুদ্দ্যে ষড়যন্ত্র। আমি হাল ছাড়ছিনা। আর একটা উপদেশ দেই (উপরে যেন দোষ না হয়) প্রতিটি শব্দের পাশে তার ভাবার্থ লিখে দেন। এই যেমন আমি লিখে দেই যাতে কেউ আর জিজ্ঞেস করে না এর মানে কি!!!
আপনার স্যার কে আমিও আমার শিক্ষক বানিয়ে ফেলবো।
নীলাঞ্জনা নীলা
আমি কঠিন শব্দ জানিনা। অতো জ্ঞান আমার নেই। তাইতো ভাইয়ূ আমার শব্দের অভিধানও নেই। এ দুঃখ কই রাখি! ;(
স্যারকে আপনি শিক্ষক বানিয়ে নেবেন আপনার? সে আপনি আর স্যার জানেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনার স্যারকে জানাই প্রণাম পাশাপাশি ধন্য আমরা।শব্দের বেশ দখল আছে আপনার তারপরও শব্দ খোজে বেড়ান।সুন্দর হয়েছে এ কবিটিও -{@
নীলাঞ্জনা নীলা
মনির ভাই শব্দ খুঁজে বেড়াচ্ছি সেই কবে থেকেই।
জানিনা কবে মনের মতো শব্দদের সাথে বন্ধুত্ত্ব হবে।