ব্লগার সাইফ ভূঁইয়া

সাইফ ভুঁইয়া। যার ব্লগ টাইটেল ছিলো-যদি সুন্দর একখান মুখ পাইতাম! যিনি ছিলেন একাধারে একজন ব্লগার,একজন কবি,একজন বড় ভাই, একজন প্রিয় মানুষ।  প্রায় দু’বছর গত হলো এই প্রিয় মুখটি আমাদের ছেড়ে চলে গেছেন। প্রথম আলো ব্লগ, বিডিনিউজ২৪ ব্লগ, সামহোয়ারইন ব্লগ সহ অনেক জায়গায়ই নিয়মিত লিখতেন। ছিলেন প্রচন্ড জনপ্রিয়,অমায়িক একজন ব্যক্তিত্ব।

প্রায় বছর দু’য়েক আগে ২০১২ সালের জুলাই মাসে দুরারোগ্য লিভার সিরোসিস কেঁড়ে নিয়েছিলো এই হাস্যোজ্জ্বল মানুষটির জীবন।

পহেলা ডিসেম্বর। আজ প্রিয় ব্লগার সাইফ ভুঁইয়ার জন্মদিন। আমরা তাকে গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করছি। সৃষ্টিকর্তার নিকট আকুতি জানাচ্ছি তিনি যেন আমাদের প্রিয় সাইফ ভাইকে স্বর্গালোকে সুখি রাখেন।

কর্মজীবনের শুরুতে তিনি বৈশাখী টেলিভিশনে কাজ করতেন। এরপর চাকরি ছেড়ে সৌদি আরবের রিয়াদে চলে যান।

আমার ব্লগিং এ হাতে খড়ি হওয়ার শুরুর দিকে, প্রিয় মুখটিকে ভালোভাবে চেনাজানার পূর্বেই তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমান। তবে তার মৃত্যুতে শোকাকূল ব্লগ জগতকে দেখে সহজেই বুঝেছিলাম কতটা জনপ্রিয় ছিলেন তিনি।

ব্লগার সাইফ ভূঁইয়ার প্রথম লেখা প্রকাশিত হয় বিডিনিউজ২৪ ব্লগের “নগর নাব্য-২০১২”  সংকলনে।

জনপ্রিয় এই ব্লগারের ব্লগ লিংক: সাইফ ভূঁইয়া
জনপ্রিয় এই ব্লগারের শেষ পোষ্ট:শেষ পোষ্ট

জন্মদিনে প্রিয় সাইফ ভূঁইয়াকে জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা। শুভ জন্মদিন।।

৬০৮জন ৬০৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ