
– আজ যে প্রপোজ ডে তা কি জানো তুমি?
* হ্যা জানি তো
– তুমি তো কখনো আমাকে প্রপোজ করলে না!
* কেন কিছুদিন আগেই তো যাদুঘরে প্রবেশের আগে প্রপোজ করলাম ফুল দিয়ে 🙂 ভুলে গিয়েছ?
– না ভুলব কেন? ওটা তো পুর্ব জনমের প্রপোজ, এই জনমে কি প্রপোজ করবে না?
* তাও ঠিক, প্রতিদিনই আমাদের নতুন জনম হয়, প্রতিদিনই আমরা একে অন্যকে নতুন ভাবে আবিস্কার করি।
– আমাকে আজ প্রপোজ করো।
* আমাদের প্রেম, ভালোবাসা তো চলছে, এখন প্রপোজ করে কি বলবো?
– তার আমি কি জানি? সমস্যা তোমার, তুমি প্রপোজ আগে কেন করোনি? এখন কিভাবে করবে তা তুমি জানো।
* আচ্ছা করছি প্রপোজ ” আমি তোমার প্রেমে দিওয়ানা হয়েছি, আজীবন তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রেমে নিমজ্জিত থাকার অধিকার চাই। তুমি কি আমাকে সে অধিকার দেবে?
– সঠিক নিয়মে হয়নি। হাটু গেড়ে হাতে ফুল নিয়ে বলো 🙂
* আচ্ছা এই হাটু গেড়ে বসলাম, বললাম আবার। এবার হয়েছে?
– আই লাভ ইউ জানু ♥♥
* আই লাভ ইউ জানুমনু 🙂
=====================================
আজ প্রপোজ ডে, প্রপোজ ডে তে জগতের সকল প্রেমিক প্রেমিকাকে আন্তরিক শুভেচ্ছা।
যখন প্রপোজ ডে চালু হয়নি এই দেশে, তার পুর্বেই লক্ষ লক্ষ প্রেমিক যুগল তৈরী হয়েছে এদেশে। তারা এখন কি করবে? প্রপোজ ডে বাদেই প্রেম হয়ে গিয়েছে, প্রেমের পরে বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারা এভাবে প্রপোজ করতে পারেন।
================================
প্রপোজ ডে তে সুধু প্রেমিক প্রপোজ করবে কেন? এই দিন এসেছে বিদেশ থেকে, বিদেশে তো প্রেমিকারাও প্রপোজ করে 🙂
আমাদের দেশেও এর প্রচলন হোক।
================================
ভালোবাসার মাঝে বেঁচে থাকতে চাই,
ভালোবাসা নিয়ে দিয়ে বেঁচে থাকতে চাই,
সকলে সুখি হোক,
২৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
আমি প্রথম 😀😀
জিসান শা ইকরাম
প্রথম মন্তব্যকারী চকলেট পাবেন উপহার 🙂
সুপর্ণা ফাল্গুনী
আমি যে কতবার প্রথম মন্তব্য করলাম কেউ আমারে চকলেট, মিমি কিছু দেয়না ক্যারে?
সাবিনা ইয়াসমিন
** আমি তোমার প্রেমে দিওয়ানা হয়েছি, আজীবন তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রেমে নিমজ্জিত থাকার অধিকার চাই। তুমি কি আমাকে সে অধিকার দেবে?**
এর পরেও হাটু গেড়ে/ ভেঙে বসতে হবে! কঠিন মনের কাউকে প্রোপোজ করেছেন নাকি?
জিসান শা ইকরাম
প্রপোজ করার নাকি নিয়ম এই,
এভাবেই বলতে হবে, নইলে শুদ্ধ হবে না।
মোঃ মজিবর রহমান
হায়! কত ডেই তো আছে। তই ভালবাসার প্রপোজ ডে তাই আমি বলি আই লাভ ইউ ভাইয়া। ভাইয়া হিসেবেই প্রপোজ করলাম।
ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
প্রপোজ কিভাবে করতে হয়
ছবি দেখে বুজলাম।
হাঁটু গেড়ে ফুল দিতে
তাও দেখে শিখলাম।
শুভ কামনা দাদা।
আরজু মুক্তা
প্রেম শুধু চারিদিক, ভালোবাসা নাই।
সুপর্ণা ফাল্গুনী
আহারে ‘প্রপোজ ডে’। এমন দিনে আমিই নিরামিষ গেলাম। দাদা ভাই বৌদিকে প্রপোজ করেছেন তো? করলে আরেকবার করুন আর ‘ভালোবাসি’ কথাটা বলতেই থাকুন। ধন্যবাদ দাদা ভাই। শুভ প্রপোজ ডে
নিতাই বাবু
ভ্যালেন্টাইন’স সপ্তাহের দ্বিতীয় দিন আজ। যাকে প্রপোজ ডে হিসেবে জানি। এই দিনটিকে নিজের মনের কথা জানানোর দিন হিসেবে বিবেচিত করা হয়। কিন্তু সেই একই ‘আই লভ ইউ’ বলে প্রেমের প্রস্তাব দেওয়া এখন একটু ধীরে চলা নীতি অবলম্বন করে চলতে হচ্ছে। কারণ বসয় বেড়েছে, বুড়ো হওয়ার পথে হাঁটছি, তাই। কিন্তু সকলেই চায় তার পছন্দের মানুষের কাছে বিশেষ গুরুত্ব পেতে। তাই অনেকের সাথে আমিও একদিনে সোনেলা পরিবারে থাকা সকলের ভালোবাসা পেতে চাই। সকলের জন্য শুভকামনা রেখে বলতে চাই, happy Propose Day!
রেহানা বীথি
এ যুগের মেয়েরাও পিছিয়ে নেই ভাইয়া, নিজেরাই প্রপোজ করে ফেলে। দিনকাল বদলাইয়া গ্যাছে।
সঞ্জয় মালাকার
** আমি তোমার প্রেমে দিওয়ানা হয়েছি, আজীবন তোমাকে ভালোবাসতে চাই, তোমার প্রেমে নিমজ্জিত থাকার অধিকার চাই। তুমি কি আমাকে সে অধিকার দেবে?**
শুভ কামনা দাদা //
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
শবনম মোস্তারী
শুভকামনা দাদা..
আজকাল কিন্তু মেয়েরাও প্রপোজ করছে..😄
কামাল উদ্দিন
আচ্ছা দুইদিন পরে করলে কি হবে? ওনি তো আবার বাপের বাড়ি বেড়াতে গেছেন। নাকি অন্য কাউকে করলে সারবে 😛
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
অনেক দিন পর হাসলাম খুব করে।
অন্য কেউ থাকলে,,,,,🙈
কামাল উদ্দিন
নাইতো আপু, তাইতো গুরুজনদের পরামর্শ নেওয়ার চেষ্টা করছি 😀
ছাইরাছ হেলাল
জাস্ট ফ্রেন্ড হলে কে কাকে কীভাবে বলবে সেটি কিন্তু বলা হয় নি।
তৌহিদ
প্রপোজ ডে, চকলেট ডে, রোজ ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে!! ভাইরে বাড়ি থেকে পলাতক আছি। সব ডে শেষ করে তবে ফিরবো।
কে যে এইসব বানিয়েছে!! যুগের সাথে তাল মেলাতে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছি। গাঁদা ফুলে কাজ সারতে হয়েছে। হাঁটু গেড়ে বসতেই হবে। সে ছেকে আর মেয়ে যেই হোক। কি যে দিনকাল আসলো!!
আপনার জন্য শুভকামনা ভাইজান।
সুরাইয়া পারভীন
প্রপোজ ডে, চকলেট ডে, রোজ ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন ডে!!
এগুলো শুধু ফেইসবুকে ব্লগেই দেখলাম।😰😰
পর্তুলিকা
আপনার শেষ প্যারার সাথে আমিও একমত পোষণ করছি।’ মেয়েদের বুক ফাটে তো মুখ ফুটে না ‘ এই ধারণার অবসান হোক। ফুল হাতে হাটু আধা ভাঙা হয়ে বসে মেয়েরাও এইদিনে প্রিয়জনকে বলুক ‘ আই লাভ ইউ, ডু ইয়্যু লাভ মি? 😉
দারুণ রোমান্টিক লেখা। এরপরে কিন্তু আরও দিবস আছে। ঐগুলা কখন লিখেছেন জনাব?
ইঞ্জা
ওরি বাবা, এতো দেখি রোমাঞ্চে ভরপুর, ভাইজান এতো ভালোবাসা কই রাখেন?
লেখাটি খুব ভালো লাগলো। 😍
ইসিয়াক
বাহ বেশ রোমান্টিক লেখনী।
ভালো লাগলো্
শুভকামনা।