ব্যক্তিগত পরিচয় তেমন নেই। সোনেলা ব্লগে লেখার সুত্রেই তাঁকে চেনা। চিনলাম তাঁকে বটবৃক্ষ হিসেবে। ব্লগের সর্বপ্রথম আইডি কারকদের একজন। তিনি আমাদের ছাইরাছ হেলাল ভাই। আজ তাঁর জন্মদিন। আমি খুবই আনন্দিত যে আমার জন্মদিন উইশ প্ল্যানের প্রথম পোস্ট আমি তাঁকে নিয়ে দিচ্ছি। উনার সম্পর্কে বলতে গেলে বলতেই হয়, উনার পোস্ট আমি খুব ভয় পাই। কি কঠিন কঠিন আনকমন শব্দ উনি যে কোথা থেকে সংগ্রহ করেন আমার জানা নেই। আমিতো মাঝে মাঝে ডিকশনারি খুঁজি। এর থেকে বুঝা যায় উনার শব্দ-ভান্ডার কতটা সমৃদ্ধ। উনার মত সাবলীল লেখক বোধকরি সোনেলায় আর একজনও নেই। সোনেলার গর্ব উনি।
আমার সৌভাগ্য হয়েছিলো দু’বার উনার দেখা পাবার। এত আস্তে আস্তে কেউ কথা বলতে পারে জানতাম না। যেন মনে হয় প্রতিটা কথা মেপে মেপে বলছেন। উনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছি। বুঝেছি শেখার এখনো অনেক বাকি আমার।
যাই হোক, একজন বটবৃক্ষ, বড় ভাই, অভিভাবক যাই বলি কম বলা হবে। এমন একজন নক্ষত্রকে সোনেলার সকল ব্লগার, পাঠক ও শুভানুধ্যায়ীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আপনি ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আরও অনেকটা পথ আমাদের সাথে নিয়ে চলুন, পথ দেখান এই কামনা করি। অন্য কেউ এই পোস্টটি লিখলে নি:সন্দেহে হাজারগুণ ভালো হতো। আমি অ-লেখক বলে সেভাবে উপস্থাপন করতে পারিনি। সেজন্য ক্ষমাপ্রার্থী।
৪১টি মন্তব্য
ইঞ্জা
শুভ জম্মদিন ভাইজান, অনেক ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা রইল। -{@ -{@
ছাইরাছ হেলাল
সব ফুল এখনই দিয়ে ফেলবেন- না যেন,
রাত আভি-বি বাকী হ্যায়!!
ইঞ্জা
এইডা কিছু হইলো ভাইজান, আমার দাদীরে এইভাবে ডস দিলেন। :p
ছাইরাছ হেলাল
আরে হে আমার আপনজন, হ্যারে ডস দেয় ক্যাম্মে!!
কত কত দায়িত্ব তার এখন।
নীলাঞ্জনা নীলা
এপ্রিল ফুলের মাসে কুবিরাজ ভাইয়ের জন্মদিন, ক্যাম্নে ভুললাম? শুভ জন্মদিন কুবিরাজ ভাই। আমার মাথায় যতো চুল আছে, আপনার আয়ূ তার থেকেও অনেক দীর্ঘ ও লম্বা হোক। এই প্রার্থনা ওই সৃষ্টিকর্তার কাছে। আপনার ডাকিনী-ভূত্নী-পেত্নী হজ্ঞলরে লইয়া ভালো থাকেন। ফুলেল শুভেচ্ছে। -{@
নীহারিকা আপু দারুণ! অ-লেখকের আইডিয়া এবং তারপর পোষ্ট দেয়া দেখলাম। অনেক ভালো লিখেছেন। -{@
ছাইরাছ হেলাল
যার মাথায় চুল নেই, সে-ই দেয় চুল-সমান আয়ু!!
বুঝি!! সবই বুঝি, হগগল্ডের কথা কইলেন, এক-ফোকলা দাঁতির কথা-তো কইলেন্না!!
জম্ম!!—…… ৩০-৪-১৯৮৮
বৈবাহিক অবস্থা——-কুমার;
খিয়াল করতে হপে!!
নীলাঞ্জনা নীলা
ফোকলা দাঁতির কথা কি কমু? ফোকলা দাঁতি সবসময়ই খুব ভালো থাকে। আইজ তো আরও অনেক বেশি ভালো আছি। গতকাল ১৯৯০ সালে ফিরে গিয়েছিলাম মিউজিক স্পেসে চড়ে। 😀
ভাবীর কপালটা, আহারে! 🙁
ছাইরাছ হেলাল
ভাবীর দেখাই পেলাম না,
আপনি ফিরে গিয়ে মজা নিচ্ছেন!!
এমন-ই হয়!!
নীলাঞ্জনা নীলা
ভাবীর দেখা পান নাই?
সমস্যা না। আপনার তো মায়াবী জগতের অনেক ডাইনি-দেবী কতোজনের সাথে যোগাযোগ আছে। বানাইয়া ফেলেন। 😀
ছাইরাছ হেলাল
চেষ্টায় আছি, শিকে-তো ছিঁড়ে পড়ে পড়ে করেও পড়ে-না।
ছাইরাছ হেলাল
একজন আটাশে তরতাজা চনমনে শ্রান্তিহীন যুবককে যে-ভাবে যে-তড়িৎ-উদ্দীপনায় স্মরণ করলেন তা অভাবনীয় হলেও
আপনার অকৃত্রিম আন্তরিকতার কাছে অপ্রত্যাশিত নয় কোনভাবেই (আমারে লইয়া কেউ ল্যাহেনা তা অতিক্রান্ত হয়েছে সহজেই),
তবে ফটোশপ করে বুইড়া-রদ্দি বানানোতে ঘোর আপত্তি জানিয়ে রাখলাম।
আপনি ভাল লিখতে পারেন্না তা ঠিক ভাবে মেনে নিতে পারা যাচ্ছে না।
শব্দদের সাথে গুপন ইয়ের ব্যাপারটি ইচ্ছে থাকলেও প্রকাশ করা যাচ্ছে-না!!
নিষেধ আছে!!
জম্ম!!—…… ৩০-৪-১৯৮৮
বৈবাহিক অবস্থা——-কুমার;
নীহারিকা
একটু ফ্রি হয়ে আসতেছি। আপনার খবর আছে। রেডি থাইকেন :@ :@ :@
ছাইরাছ হেলাল
ডর দ্যাহান ঠিক না,
আগুন রঙের শিমুল
শুভ জন্মদিন ভাই (3
ছাইরাছ হেলাল
শুভ, শুভ-ই,
হোক-না তা ফেক!!
মৌনতা রিতু
শুভজন্মদিন। আজ আমার ছোটকুরও জন্মদিন। তাই দিনটি ডবল খুশিতে ভরে গেলো। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
খাওন দাওন কহন হইবে?
নীহারিকা আপু দারুন উদ্যোগ নিয়েছো।
ছাইরাছ হেলাল
আমিও তো ভাবি খানা-দানা কখন!!
সে-তো আরও কিছু দায়িত্ব নিয়েছিল নিজে থেকে,
সে-কথার কী হলো, আপডেট দিতে বলেন।
সঞ্জয় কুমার
অনেক অনেক শুভেচ্ছাসহ, শুভ জন্মদিন ।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা এমন মজার জন্ম দিনে।
মোঃ মজিবর রহমান
জন্মদিনে -{@ও (3 থেকে ভাল বাসা নেবেন ।
ছাইরাছ হেলাল
.অবশ্যই হৃদয় হাতাইয়া ভালুবাসা নিমু।
শুন্য শুন্যালয়
দৌঁড়াইতে দৌঁড়াইতে জন্মদিনের পোস্ট দেইখ্যা উস্টা খাইয়া পড়লাম। এক মাইনষের দুই জন্মদিন, ক্যাম্নে কী? ;? 😮
মহতেরমার জন্মদিন না ২ অক্টোবর। অবশ্য জন্মের পর জন্ম আবারো জন্ম লইলে জাতিস্মর গো দুই জন্মদিন ক্যান, ম্যালা জন্মদিন হইতারে।
তা ভাউ, হাউ মাউ খাউ কোন খাবারের গন্ধই তো পাইলাম না, খামু কী? পার্টি মুর্টি দ্যান রে ভাই, পকেট টা একটু খোলেন না?
নীহারিকা আপু, গ্রেট জব, পরের পোস্ট ল্যাখা শুরু করেন এক্ষুনি 🙂
মিষ্টি জিন
শূন্যরে ,মুই ও তো মাথা চুলকাই.. কেমনে কি হইলো। :D) :D)
ইঞ্জা
মোর দাদী প্রেথ্যমেই এই ভাবে ধরা খাইলো কেম্বে, ও দাদীজান আফনে কোনঠে, প্রথমেই ধরা খাইলেন, হায় হায়, আফনেরে ক্যাঠায় কইছে এই কাম করবার, ইসসিরে……. :D)
ছাইরাছ হেলাল
জন্মের কোন দিন হয় না,
দিনেরও জন্ম হয় না,
তবুও থেকে যায় কিছু কিছু দিন
কোন কোন দিন
কোন একটি বা দু’টি দিন…………………………………………!!! (লেখা এটি)
তারিখ দেন খানা-পিনার, বিদেশী খাবার খুব মজার হয় শুনেছি!!
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু আমাদের দেশে একজন মানুষের তিনটা থেকে চারটা জন্মদিন হয়। একটা জন্মের, একটা সার্টিফিকেট আর একটা বাংলা মাসের, আর একটা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী। বুঝেছো? 😀 🙂
শুন্য শুন্যালয়
হের জন্মদিনের হিসাব আলাদা নীলাপু।হারারাইত জাইগ্যা থাকে, এরপর যখন ঘুমের ঢুল আসে ডাইনী এসে ধাক্কা দিয়ে জাগায়। চোখ রগড়ে রগড়ে ভাবে যাক বাবা বাইচ্যা আছি? অতএব আজ আমার জন্মদিন। হেই হিসাবে ৩৬৫ পোস্ট রেডি করো সবাই মিইল্যা। এছাড়া তারে নিয়া কে লিখবে, এত্ত ঠেহা কার, 😀
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহাহাহাহাহাহা…তুমি যে কি না গো শুন্য আপু। :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
মিষ্টি জিন
গতবার নন্দিনী আপু তালগাছ ভাউয়ের “হেপ্পি বাডডে বানাইছিল। তালিতুলি দিয়া কেক কুক খাইছিলাম কিন্তু সময়ডা মনে হঁয় আরো পরে ছিল।
ব্যাপার না । মানুষ নতুন তরে জন্ম নিতেই পারে যে কোন মাসে যে কোন বছর। :D)
শুভ শুভ জন্মদিন কুবিরাজ।
তয় আমনে ১৯৮৮ সালে জন্মাইলে আমি ২০০০ জন্মাইছি। :D) :D) :D)
মাষ্টার আফা কাজ শুরু কইরা দিছেন তাইলে । গুড । :p
ছাইরাছ হেলাল
জাতি চুইট সিক্সনটিদের-ই খুঁজতেছে,
নুতন আইনে সব ফকফকা!! এত দিন কুথায় ছিলেন!!
জন্ম-ফন্ম কুন ব্যাপার না। হেভি আর হেপ্পি হইলেই হয়।
মাস্টার আফার বেইল নাই এখন, আপনি কাজে নেমে পড়ুন।
মিষ্টি জিন
জানিনা কোথায় ছিলাম, ঐ আকাশে প্রশ্ন করেন, ঐ বাতাসের প্রশ্ন করেন। :D) :D) :D) আমরা আপনার হেপ্পি জন্মদিনে আমরাও হেপ্পি। :D) :D)
ছাইরাছ হেলাল
আপনি হেপ্পি থাকলে আমরাও হেভি হেপ্পি!!
এখন আকাশী ঠিকানা দেখানো ঠিক না!!
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু তুমি ২০০০ সালে জন্মাইলে, আমার ছেলে দেখি তোমার থেকে দুই বছরের ছোট। :D)
মিষ্টি জিন
ধুততেরি না… ছেলেরে আবার এইখানে টান ক্যা। :D) :@
কুবিরাজের জন্মের সালের সাথে মিলিয়ে বলতে হপে না। কুবিরাজ ১৯৮৮ জন্মাইলে আমি এর উপরে বলি কেমনে। :D) :D) :D) :D) :@
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
আমি তাহলে আমার জন্মতারিখ কবে বলি? ^:^
মিষ্টি জিন
২০০২ বল… :D) :D) :D) :D)
নীলাঞ্জনা নীলা
মা-ছেলে একই বছর। ছেলের জন্ম আগে, মায়ের পরে। :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
বাবু
ছাইরাছ দাদার জন্মদিন, আমার শুভেচ্ছা নিন।
দাদার জন্মদিনে রইল আমার শুভেচ্ছা অভিনন্দন ।
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা, বাবু।
ইকরাম মাহমুদ
শুভ জন্মদিন ভাইয়া।
-{@ -{@ (3
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা অনেক।