এক কন্যার ওয়াল থেকে কপি পেস্ট করেছি লেখাটি,অনুমতি ছাড়াই । কন্যাটি ব্লগ সমন্ধে আগ্রহী হলেও লেখার ব্যাপারে আগ্রহী না । কিন্তু সে আমাদের এই ব্লগটি নিয়মিত পড়ে । সে যখন দেখবে তার একটা স্ট্যাটাস ব্লগে প্রকাশিত হয়েছে তখন আশাকরি খুবই খুশি হবে । তাই আমার এই অপচেষ্টা ।
আজ আমার জন্মদিন । ছোট বেলা থেকে আজ পর্যন্ত প্রতিটা জন্মদিনেই একি রুটিন । সকালে ঘুম থেকে ওঠার পর আমার ছোট ভাই ও বোন সারা পাড়া কে জানিয়ে “দিদি শুভ জন্মদিন” বলে চিৎকার করে ওঠে। মা আজ আমার পছন্দের কোন খাবার রান্না করবে। বাবা আজ যত শয়তানি করি না কেন কিছু বলবে না । বিকালে বড় মামা আসবে অনেকগুলি চকলেট আর ড্রেস নিয়ে । ছোট কাকা,মেঝ মামা,পিসি,পার্থ দা,শিল্পি দি,মাসি সবাই ফোন করে বলবে “এবার আসতে পারলাম না,সামনের জন্মদিনে অবশ্যই একটা গিফট নিয়ে চলে আসব”। বন্ধুরা ও পূর্ণিমা ম্যাডাম রাতেই শুভেচ্ছা জানিয়েছে প্রতিবারের মত ।
কিন্তু একজন আছে যার আমার জন্মদিনের কথা কখনোই মনে থাকে না। প্রতিবারই লজ্জার মাথা খেয়ে আমাকেই বলতে হয় আজ আমার জন্মদিন । শোণার পর সেই বেকার ব্যাস্ত লোকটি প্রথমে বলার চেষ্টা করে কেন সে ভুলে গেছে । এরপর কারো কাছ থেকে টাকা ধার নিয়ে দৌড়ে আসে দেখা করতে । এবারও হয়ত একই কাজ করবে। স্ট্যাটাস দেখেই ছুটে আসবে। ক্লাশে মন বসছে না, আমি এখনও ঠিক মত বাংলা লিখতে পারি না,কিন্তু অনেক কষ্টে এতবড় স্ট্যাটাস দাড় করালাম কারণ সেই লোকটি বাংলিশ পড়তে পারে না ।সব কিছু বাদ তার জন্যই অপেক্ষা করছি ।
লিখেছেনঃ সুবর্না বিশ্বাস(টুনটুনি) ।
তার জন্মদিন উপলক্ষে ।১২/০৬/১৩ তারিখে লেখা ।
২০টি মন্তব্য
আদিব আদ্নান
যে – লজ্জার মাথা খেয়েও জন্মদিনের কথা যাকে জানাচ্ছে সে যে তা জানতে পেরেছে
তাতে আমরাও বেজায় খুশি ।
জন্মদিন হোক অবারিত আনন্দের এমন কামনা আমাদের সবার ।
"বাইরনিক শুভ্র"
টুনটুনির তরফ থেকে ধন্যবাদ ।
অন্তরা মিতু
সব কিছু বাদ তার জন্যই অপেক্ষা করছি ……………….
অপেক্ষা সফল হোক…
"বাইরনিক শুভ্র"
টুনটুনির অপেক্ষা বৃথা যায় না । তার তরফ থেকে ধন্যবাদ ।
এই মেঘ এই রোদ্দুর
তার জন্মদিন শুভ হউক
"বাইরনিক শুভ্র"
তার জন্মদিন অবশ্যই শুভ হবে । এত মানুষের শুভ কামনা বৃথা যেতে পারে না ।
ছাইরাছ হেলাল
অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের ।
"বাইরনিক শুভ্র"
ধন্যবাদ ( টুনটুনির তরফ থেকে) ।
বনলতা সেন
শুভ হোক জন্মদিন । কন্যাটি ভালোবাসে একজনকেই ।
"বাইরনিক শুভ্র"
তার ভালবাশাও শুভ হোক, সফল হোক ।
শুভাকাংখি
অসাধারন ভালোবাসা ।
"বাইরনিক শুভ্র"
🙂
জিসান শা ইকরাম
শুভ জন্মদিন টুনি দিদি
ফেইসবুকে দেখেছি টুনির লেখাটি
অসাধারন লেগেছে – এরপরেও টুনি বলবে ‘ আমি লিখতে পারিনা দাদা ‘
ভালো থেকো সবসময়
জন্মদিনের আনন্দে থেকো প্রতিটি মুহূর্ত , জানি তুমি এই লেখাটিও দেখছো 🙂
"বাইরনিক শুভ্র"
হ্যা সে দেখেছে । জদিও স্বীকার করছে না ।
কৃন্তনিকা
অনেক নির্মল একটা স্ট্যাটাস… 🙂
"বাইরনিক শুভ্র"
ঠিক বলেছেন । 🙂
ব্লগার সজীব
অনেক কিউট একটি লেখা ।
"বাইরনিক শুভ্র"
হুম ।
সোনিয়া হক
টুনটুনি পাখিকে জন্মদিনের শুভেচ্ছা । শুধু একজনের অপেক্ষা । কিউট
"বাইরনিক শুভ্র"
🙂 টুনটুনির তরফ থেকে ধন্যবাদ ।