এ

আজকে আমাদের ইস্যু
পাইপে আটকে পড়া শিশু ।

আমরা প্রায় সবাই ইস্যুজীবি ।
ইস্যু ছাড়া আমাদের চলেই না ।

আচ্ছা কালকে টানেলে আটকে পড়া শিশুটি এখন কেমন আছে ?

রানা প্লাজা , লঞ্চ ডুবি ,সুন্দরবন , এবং কালকের ঘটনা । চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় আমরা কারিগরি দিক থেকে কতটা পিছিয়ে আছি ।

আমাদের একটা সয়ংম্পন্ন টিম নেই যারা আপদ কালীন সময়ে আমাদের দ্রুত সাহায্য সহযোগীতা করতে পারে !!!!

সবার আগে সরকার কে যে কোন ধরনের সংকট কালীন সময় মোকাবেলার জন্য দক্ষ এবং প্রশিক্ষণ প্রাপ্ত টিম তৈরি করতে হবে । সাথে উন্নত প্রযুক্তি ।

এবং দূর্ঘটনা কবলিত এলাকার একশ গজের মধ্যে কোন প্রকার উৎসাহী জনগণ বা মিডিয়ার কর্মী প্রবেশ সম্পূর্ণ নিষেধ ।

মিডিয়ার লোকগুলি এখন কোথায় ?
গাজিপুরে নাকি ? গাজিপুরে ১৪৪ ধারা চলছে । শীতের মাঝে গরম খবরের আশায় তাঁরা মনেহয় এখন সেখানেই আছেন ।

অদ্ভুত !!!! কিছু লোক মরবে কিছু দোকান জ্বলবে আর সেই আশা নিয়ে আবার কিছু লোক ক্যামেরা নিয়ে বসে অপেক্ষা ও করবে । সত্যিই এরা সময়ের সাহসী সাংবাদিক ।

১৯৭৩জন ১৯৭৩জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ