শীতের দুপুরে ক্লান্ত শীত
এসেই চলে যায়
বসন্ত নাকি দুলছে উত্তাল হাওয়ায়
হাত বাড়িয়ে দেই
কই একটুকু ছোঁয়া তো লাগেনা হাতে-চোখে-ঠোঁটে?
দ্রিমদ্রিম করে কেঁপে ওঠেনা বুক,
ওখানেই তো ভালোবাসার চিহ্নর মতো হৃদয়ের বাস।
রাতের গভীরে রাত এসে চলে যায়,
তার কাছে নাকি আলোর ব্যস্ততা।
ভোরের কাছে তাই এলিয়ে দেইনা,
ছুটতে থাকি, শুধুই ছুটে চলা প্রয়োজনে—
আকাশের মতোই সীমানা ছাড়িয়ে যায় আবেগ,
প্রতীক্ষা আরও দীর্ঘতর হতে থাকে।
কতো নক্ষত্রের মৃত্যু হলো;
নদীর শরীরের জোয়ার, পাড় ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত;
ভাটা চলছে এখন।
মেঘের অভাবে বন্ধ্যা জমিন।
কতোকাল কেটে গেলো এভাবেই—
ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
আজও তবু বৃষ্টি নামেনি।
হ্যামিল্টন, কানাডা
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ইং।
২৬টি মন্তব্য
শিশির কনা
কেমন এক হাহাকার আপু।বারবার পড়ছি কবিতাটি,তবু তৃষ্ণা মিটছে না।
নীলাঞ্জনা নীলা
সবারই এমন কিছু অতৃপ্তি থাকে,অনেক প্রকাশ করে,অনেকে করেনা।
প্রজন্ম ৭১
খুবই ভালো লেগেছে আপনার কবিতা।ফটোগুলো আলাদা করে দিলে আরো ভালো লাগতো।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ প্রজন্ম৭১।মোবাইল থেকে অনেক ফটো আপলোড করতে সমস্যা খুব,তাই একের মধ্যে দিয়েছি।
ব্লগার সজীব
বেশ কয়েকবার পড়লাম আপু কবিতাটি।বৃষ্টি আসুক। (y)
নীলাঞ্জনা নীলা
বৃষ্টি আসুক -{@
শুন্য শুন্যালয়
শীতের দুপুরেও শীত ক্লান্ত হয়? গভীর রাতেও রাত এসে চলে যায়? দারুণ লাগলো তো!!!
বৃষ্টি এসে জুড়িয়ে দিয়ে যাক সব ক্লান্তি।
ভালো লেগেছে আপু সাথে ছবির কোলাজও। নীল সবুজ মেঘলা আকাশে মন খারাপ দেখা যায় …
নীলাঞ্জনা নীলা
শীতের দুপুরেও শীত ক্লান্ত হয়,গভীর রাতেও রাত এসে চলে যায়,এমনই হয় আমার।আপনার হয়না?ভেবে দেখুন। ধন্যবাদ শুন্য শুন্যালয় -{@
আগুন রঙের শিমুল
সখী আমার তৃষ্ণার জল হারিয়ে গেল ভুল কুয়াশায় –
এখন মেঘ আর ভেজা বাতাস অন্যমনে ,উষর দিনের গল্প শোনায়
– এই আদিগন্ত হাহাকার এই পৃথিবী জোরা শুন্যতা এর শেষ নেই , শেষ নেই ।
নীলাঞ্জনা নীলা
– এই আদিগন্ত হাহাকার এই পৃথিবী জোরা শুন্যতা এর শেষ নেই , শেষ নেই…… একথাই বলেছি আমি।ধন্যবাদ শিমুল -{@
রিমি রুম্মান
কতোকাল কেটে গেলো এভাবেই—
ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
আজও তবু বৃষ্টি নামেনি… লাইনগুলোতে হাহাকার করে উঠে ভেতরটা। সুন্দর ।
নীলাঞ্জনা নীলা
হাহাকারই তো।ধন্যবাদ রিমি রুম্মান -{@
আবু জাকারিয়া
খুব ভাল লাগল।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আবু জাকারিয়া।
জিসান শা ইকরাম
এত হাহাকার মানায় না নীলাঞ্জনা নীলাকে
বৃষ্টি আসুক…………
নীলাঞ্জনা নীলা
আশির্বাদ করবেন মাথায় হাত দিয়ে।
প্রহেলিকা
**রাতের গভীরে রাত এসে চলে যায়,
তার কাছে নাকি আলোর ব্যস্ততা।**
বেশ চমতকার একটি লেখা। কোটেড লাইনগুলো শুধু নয়, পুরোটাই ভালো লেগেছে বেশ। বৃষ্টি আসুক তা আমরাও চাই তবে তার আগে এই পাঠক আরো কিছু পাঠে মুগ্ধতা চায়।
ভালো থাকবেন অনেক। অভিনন্দন।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ প্রহেলিকা।আপনি খুব সুন্দর উৎসাহ দিতে পারেন।
লীলাবতী
মেঘের অভাবে বন্ধ্যা জমিন।
কতোকাল কেটে গেলো এভাবেই—
ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
আজও তবু বৃষ্টি নামেনি।………… বিষণ্ণতা (-3
নীলাঞ্জনা নীলা
সবার মাঝেই তো থাকে কিছুটা লীলাবতী 🙂
ছাইরাছ হেলাল
ভাটায় আমাদের সমস্যা নেই, জোয়ারের অপেক্ষা আমরা শিখে গেছি।
নীলাঞ্জনা নীলা
এমন মন্তব্য প্রেরণা আনে মনে।ধন্যবাদ আপনাকে।
স্মৃতির নদীগুলো এলোমেলো...
সুন্দর কবিতা। শিরোনামটাই টেনে নিয়ে আসলো পড়তে। শুভকামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আপনাকে।আপনার নিকটি খুবই সুন্দর।
খেয়ালী মেয়ে
বৃষ্টি নামেনি,তবে খুব শীঘ্রই নামবে 🙂
চমৎকার লিখেছেন আপু (y) -{@
নীলাঞ্জনা নীলা
আপনার কথা যেন সত্যি হয়।ধন্যবাদ খেয়ালী মেয়ে -{@