আজও বৃষ্টি নামেনি

নীলাঞ্জনা নীলা ২৭ ফেব্রুয়ারি ২০১৫, শুক্রবার, ১২:৩১:০৯অপরাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২৬ মন্তব্য

শীতের দুপুরে ক্লান্ত শীত
এসেই চলে যায়
বসন্ত নাকি দুলছে উত্তাল হাওয়ায়
হাত বাড়িয়ে দেই
কই একটুকু ছোঁয়া তো লাগেনা হাতে-চোখে-ঠোঁটে?
দ্রিমদ্রিম করে কেঁপে ওঠেনা বুক,
ওখানেই তো ভালোবাসার চিহ্নর মতো হৃদয়ের বাস।

রাতের গভীরে রাত এসে চলে যায়,
তার কাছে নাকি আলোর ব্যস্ততা।
ভোরের কাছে তাই এলিয়ে দেইনা,
ছুটতে থাকি, শুধুই ছুটে চলা প্রয়োজনে—
আকাশের মতোই সীমানা ছাড়িয়ে যায় আবেগ,
প্রতীক্ষা আরও দীর্ঘতর হতে থাকে।
কতো নক্ষত্রের মৃত্যু হলো;
নদীর শরীরের জোয়ার, পাড় ভেঙ্গে ভেঙ্গে ক্লান্ত;
ভাটা চলছে এখন।

মেঘের অভাবে বন্ধ্যা জমিন।
কতোকাল কেটে গেলো এভাবেই—
ফেঁটে ফেঁটে চৌঁচির মাটি,
আজও তবু বৃষ্টি নামেনি।

হ্যামিল্টন, কানাডা
২৫ ফেব্রুয়ারি, ২০১৫ ইং।

৪৭৬জন ৪৭৬জন
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ