
ফাগুন, যদি ভালোই বাসো,
তাহলে দুরে দুরে দাঁড়িয়ে থাকো কেন?
তোমার আমার মাঝে রহস্যের যে বন্দি শেকল
কবে তা ভেদ করে পৌঁছবো তোমাতে!
একবার খোলাসা করে
বর্ষার মত ঝাঁপিয়ে পর আমার বুকে
আমি দীর্ঘ স্বস্তির নি:শ্বাস ফেলি।
দোদুল্যমান দোলাচলে মন পুড়ে পুড়ে হয় ছাই
তোমার আশায় আশায়, তুমি জানো কি?
প্রত্যাশা বড্ড ভয়ানক এক ব্যাধি,
পিছু ছাড়ে না বহুকাল।
আমাতে কবে তুমি মেলে ধরবে অবারিত ঐ নীল আকাশ
ঝাঁপিয়ে পরবে ঘনঘোর আঁধার ফুঁড়ে
দূর্দান্ত ঐ জোসনার মতো?
কবে তুমি আমার হবে মিশে দিয়ে আক্ষেপের খরতাপ
নিঃসঙ্কোচে, নির্দ্ধিধায়, ভেঙ্গেচুরে
পেছনে ফেলে সকল পিছুটান।
আর যদি ভালো নাই বাস; তবে এত দুরে চলে যাও।
যতটায় তোমাকে ছুঁতে না পারা যায়,
ছুঁতে না পারা যায় তোমার ঐ বন্য চোখ।
এই অযাচিত উদ্বিগ্নতার মায়াজাল থেকে চিরমুক্তি চায় মন
দোদুল্যমান নিকষ আঁধার যার কোন শেষ নেই
তোমার সেই আগুনে আর পুড়িও না, ফাগুন।
ছবি-নেট
২৭টি মন্তব্য
পপি তালুকদার
এক কথায় অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ।
হুম প্রত্যাশা সত্যি ভয়ানক ব্যাধি।তবে প্রত্যাশা ছেড়ে দিলে জীবন থমকে যায়। তাই কিছু প্রত্যাশা থাকা ভালো বৈকি।
রোকসানা খন্দকার রুকু
অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানবেন প্রিয় আপু। আপনার মন্তব্যে সবসময় অনুপ্রেরণা পাই। ভালো থাকবেন।
সাবিনা ইয়াসমিন
আক্ষেপের তাপে পুড়ে যাচ্ছি!
এত হাহুতাশ! এত এত আকুলতা!
মনে হচ্ছে একটা চিঠি পড়লাম। সুন্দর!
বাসো, থাকো, পৌঁছাবো, শব্দ গুলো একটু দেখে নিন।
শততম পোষ্টের জন্য অভিনন্দন এবং শত গোলাপের শুভেচ্ছা আপনাকে। আরও অনেক অনেক লিখুন, এই শত টাকে হাজারে পৌঁছে দিন শিগগিরই।
শুভ কামনা 🌹🌹🌹🌹🌹
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ বানান ঠিক করে দেয়ার জন্য। এভাবে পাশে থাকবেন। বানানে আমার অনেক সমস্যা।
শত গোলাপের শুভেচ্ছা নিলাম। আমি ভাবলাম টুক করে পালিয়ে যাব। ধরা পরে গেলাম।
ভালোবাসা ও শুভকামনা রইল।
মনির হোসেন মমি
দূরে চলে গেলেও কী ভুলা যায়!মন ভুলতে দিবে?
সুন্দর কবিতা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
আরজু মুক্তা
খরতাপ, শেকল, খোলাসা বানান গুলো সম্পাদন করুন।
দূরে থাকলেই বেশি পোড়ে মন। কি বলেন?
অসাধারণ লেখাটি পড়ে আমি মুগ্ধ। ভালোবাসা রেখে গেলাম আর প্রিয়তি দিলাম।
শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
বানান ঠিক করেছি। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা নেবেন।
ভালো থাকবেন সবসময়।
হালিমা আক্তার
জীবনের মায়াজালে আটকে আছি আমরা। এ মায়াজাল থেকে মোহ মুক্তি পায় ক জনা। শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা রইল।
বন্যা লিপি
আহা আকুল উক্তি!!! নিটোল প্রেমের রিনিক ঝিনিক….. আবেগে ভরপুর একখানা চিঠি মনে হলো। বিভাগটা বদলে দিলেই কেল্লাফতে। বানানটানানের বিষয় পূর্ববর্তীরা বলেছেন ইতিমধ্যে। তবে আশ্চর্য হলাম, প্রথম কমেন্টের জবাব না দিয়ে দ্বিতীয় মন্তব্যের জবাব আগে দিলেন😱😱😱😱, অবশ্য বেশ কিছুদিন ধরো আরো কয়েকজনার ব্যাপারো এ বিষয়টা লক্ষ করছি। একটু ব্যাখ্যা পেলে আমার বোঝার জন্য সুবিধা হত আর কী!!!
শততম পোষ্টের জন্য অজস্র শুভেচ্ছা।
শুভ কামনা।🌹🌹🌹🌹🌹🌹
রোকসানা খন্দকার রুকু
সাবিনা আপুর বানানগুলো ঠিক করেছি বলেই তাকে জানিয়েছি। এটা রুলস্ এর মধ্যে পরে জানতাম না। এখন থেকে মনে রাখব।
ধন্যবাদ ও ভালোবাসা নেবেন। শুভ কামনা রইল।
বন্যা লিপি
রুলসের কথা আসলো কোত্থেকে?
আশরাফুল হক মহিন
অসাধারণ অনুভূতির বহিঃপ্রকাশ।
ভালোবাসা রেখে গেলাম আর প্রিয়তি দিলাম।
শুভ কামনা রইলো প্রিয় কবি।
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও ধন্যবাদ ও শুভকামনা রইল।
ছাইরাছ হেলাল
একদম টসটসা লেখা, কী যে বলবো ভেবে কুলিয়ে উঠতে পারছি না।
আর যাই করুন, ঝাঁপাঝাঁপি কিন্তু সাবধানেই করতে হবে, হাড়গোড় আস্ত রাখা লাগবে!
রোকসানা খন্দকার রুকু
হা হা হা ছোট মানুষ বেশী কুলিয়ে উঠবার দরকার নাই। আপনার কিছু হোক তা নিশ্চয়ই কাম্য নয়!
আর হাডগোর ঠিক রেখেই হবে। খালি দোয়া রাইখেন।
প্রদীপ চক্রবর্তী
দোদুল্যমান দোলাচলে মন পুড়ে পুড়ে হয় ছাই
তোমার আশায় আশায়, তুমি জানো কি?
প্রত্যাশা বড্ড ভয়ানক এক ব্যাধি,
পিছু ছাড়ে না বহুকাল।
.
খুবি ভালো প্রকাশ।
মুগ্ধতা আসুক।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ দাদা। শুভকামনা ও কৃতজ্ঞতা অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
আপু ১০০ তে ৯০ দিলাম, চলবে তো? এতোটুকুই বলবো অনুভূতি , মনের আকুতি গুলো চমৎকার লাগলো । আপনি সব বিষয়েই অলরাউন্ডার। ভালো থাকুন সাবধানে থাকুন। সব চাওয়া পাওয়া পূরণ হোক। ভালোবাসাময় হোক জীবন।
রোকসানা খন্দকার রুকু
বাকি দশের জন্য চেষ্টা করি কি বলেন?
ব্যস্ততার পরেও মন্তব্য দিলেন এজন্য অশেষ কৃতজ্ঞতা।
শুভ কামনা রইল।
রেজওয়ানা কবির
ভালোবাসি বেশি ফাগুন, তাই আর আক্ষেপ নয়, দূরে দাঁড়িয়েও থাকব না আর খুব তাড়াতাড়ি চলে আসব সব শিকল ভেঙে। আর ভালো সেতো বাসি,, তাই চাই না যেতে দূরে।
শততম পোস্ট মনে রাখার মত, শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ও শুভকামনা রইলো ছোট আপু।
ভালো থেক।
তৌহিদুল ইসলাম
সোনেলায় কবিদের ভীড়ে যেন তলিয়ে যাচ্ছি অতল গহীনে। সবার কবিতা এত সুন্দর পড়তে গিয়ে নিজের লেখাই লিখতে ভুলে যাচ্ছি।
ভালবাসলে এতটুকু যাতনা সহ্য করতেই হবে। এরই নাম প্রেম। লেখা ভালো হয়েছে, শুভকামনা আপু।
রোকসানা খন্দকার রুকু
ঠিক বলেছেন। আমি মাঝে মধ্যে চেষ্টা করি আরকি?
অন্য লেখাই বেশী দেই। কবিতায় আপনারাই অনন্য।
শুভ কামনা রইলো।
জিসান শা ইকরাম
কবিতার মাঝেই চিঠি, আকুলতা ভালো ভাবেই ফুটিয়ে তুলেছেন।
কাছে না পেলে দূরে চলে যাওয়াই ভালো।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।