
আকাশী রং এর শাড়ীটা
আলমারিতে তোলাই ছিলো!
তার ভাঁজ এখনও নিপাট
ন্যাপথলিনের গন্ধটাও তীব্র!!
ভালোবাসাগুলো বুননে, সুতোয় জড়ানো
স্মৃতিগুলো অম্লান হৃদয়ে
অকৃপণ মমতায়——!
ও বলতো শাড়ীটা মানাবে তোমায়
সাথে সাদা ব্লাউজ আর নীলটিপ!!
কখনো জীবন উল্টোপথে হাঁটে
হাঁসের ছানারা নোংরা করে পথ
তবুও দিনগুলো চলে ব্যতিক্রম
ঘড়ির কাঁটার উল্টোদিকে!!
অতীত বরাবরি অবিচল, স্থবির
আলমারীর কপাটগুলো বুঝে যায়
আমিও শাড়ীটার গাঢ় পারটা
না ছোঁয়ার মতো করেই ছোঁব।।।
২০টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অতীত অবিচল, স্থবির… আকাশী, ভালো লেগেছে।
শুভ কামনা 🌹🌹
আরজু মুক্তা
শুভকামনা!!
মাসুদ চয়ন
খুব সুন্দর জীবন বোধ।বেশ দোলা দিয়ে গেলো লেখাটা”
আরজু মুক্তা
জীবন থেকেই কাব্য!!
জিসান শা ইকরাম
স্মৃতি কখনো ভুলবার নয়,
মাঝে মাঝে হয়ত অন্যকিছুতে চাপা পড়ে থাকে,
সময়ে ঠিকই যত্নে রাখা শাড়ি হয়ে প্রকাশিত হয়।
ভালো হয়েছে কবিতা,
শুভ কামনা।
আরজু মুক্তা
কবিতা ভালো লেগেছে জেনে আমি অণুপ্রাণিত হলাম।।
শিরিন হক
স্মৃতিরা অম্লান হৃদয়ে।
কখনও সে ভুলবার নয়।
খুব ভালো লিখেছেন
আরজু মুক্তা
শুভেচ্ছা অফুরান।।
বন্যা লিপি
কখনো জীবন উল্টো পথে হাঁটে……. ”
জীবনের যাপনে স্মৃতীরা নিপাট শাড়ির ভাঁজেই থাকে ন্যাপথলিনের সুবাসে।
যাকে মাঝে মাঝেই ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, না ছোঁয়ার মতো করেই।
শুভ কামনা।
আরজু মুক্তা
স্মৃতিরা জ্বালায়!!
ছাইরাছ হেলাল
একমাত্র অতীত-ই নির্মম সত্য, যা আমরা উল্টে-পাল্টে নেড়ে-চেড়ে দেখতে পারি।
হিশেবে আনতে পারি, কিন্তু কিছুই পাল্টাতে বা ফিরিয়ে আনতে/দিতে পারি-না।
আরজু মুক্তা
কিন্তু সত্যই সুন্দর, সুন্দরই সত্য!! ফিরিয়ে পাইনা বলেই ভাবতে লাগে।।
প্রদীপ চক্রবর্তী
অতীত বরাবরি অবিচল।
অতীতের স্মৃতি কখনো ভুলে যাওয়ার নয়।
বেশ ভালো লাগলো দিদি।
আরজু মুক্তা
শুভেচ্ছা অফুরান!!
রেহানা বীথি
স্মৃতির অপুর্ব কথন
আরজু মুক্তা
এক বান্ডিল স্মৃতি!!
তৌহিদ
আলমারিতে তোলা শাড়িটা নিশ্চই অনেক স্মৃতিময়? সুতোর প্রতি বুননে জমা থাক ভালোবাসাগুলি।
ভালো লিখেছেন আপু।
আরজু মুক্তা
শুভেচ্ছা অবিরাম
হাফেজ আহমেদ রাশেদ
বেশ ভালো লেগেছে,স্মৃতিচারণের কবিতা
আরজু মুক্তা
শুভকামনা