কথার কথা
————
আমিও একদিন মারা যাব।
নাহ্! এজন্যে মৃত্যুভয়ে কাতর নই,
বাঁধ ভেঙ্গে কথা বলি
করি মনে যা খুশী তাই।
আমিও বেঁচে আছি।
তাই বলে বাঁচার দম্ভ করিনি
কথার মায়াজালে ভন্ডামি আনিনি,
ছলা; কৌশলে সম্পর্কে বাঁধিনি।
আমিও ভালবাসি।
মনের মানুষ পেলে বন্ধুত্বে ডাকি
বেঁচে থাকার আনন্দে,
মন খুলেই কথা বলি।
আমিও মারা গিয়েছি।
বাকি সবার মতই
স্বপ্ন দেখার অনুভূতিতে,
আছি এখনো স্বপ্নের সোনেলা রঙে।
অ-সময়
————
সময়টা বড্ড অদ্ভুত!
আজকাল আর ভোর হয় না, বিকেল নেই; নেই গোধুলিও…
আর রাত!
সে এক বড্ড সেকেলে সময়, গোনাগুনতি নেই
ডুবিয়ে’ই রেখেছে আদি’র মত।
দুপুরের কড়া রোদে চামড়া পোড়ে না এখন আর,
পথ বেছে নিতে না নিতেই হারিয়ে যায় দীর্ঘ শ্বাসের মত।
কিছুই তো নেই তবে!
আছে; আছে শুধু এই সময় পেরুনোর তৃষ্ণার্ত জ্বালা।
অ-সময় এভাবেই পার পেয়ে যায় কথার কথায়…
(দু’চোখে ঘুম নেই তাই
লিখে রাখা পুরনো কথার কথায়
অ-সময় পার করে যাই।)
৩৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
কথার কথা না
——————————-
একদিন মরে গিয়ে বেঁচে যাব
নাহ্! এজন্যে মৃত্যুভয়ে ভীত নই,
বাঁধ ভেঙ্গে কথা বলি
বাঁধ ভেঙ্গেই হুল্লোড় তুলি
করি মনে যা খুশী তাই।
বেঁচে তো আছি।
তাই বলে বাঁচার দম্ভ করিনি
কথার মায়াজালে ভন্ডামি আনিনি,
ছলার কৌশলে সম্পর্ককে বাঁধিনি।
আমিও ভালোবাস ভালবাসি।
মনের মত মানুষ পেলে বন্ধুত্বের ডাক পারি;
বেঁচে থাকি মনের মহানন্দে,
আনন্দের মন খুলেই কথা বলি।
আমিও বেঁচে গিয়েছি
বাকি সবার মতই;
স্বপ্ন দেখার অনুভূতিতে,
আছি এখনো স্বপ্নের সোনেলা রঙে;
থাকব ও।
নকল ছেড়ে কবে যে আসল লিখতে পারব কে জানে!!
ভোরের শিশির
ভাল লাগে ভাবতে যখন কোন লেখাকে অন্যভাবে ফুটিয়ে তোলা যায়। আর দেখি নিজের লেখাকেই দারুণ করে অন্যরূপ দিয়েছেন হেলাল ভাইয়া তখন তো কথাই নেই।
হ্যাঁ, আমার এই লেখাটা আপনার মতো করেই লেখা উচিত। আমার লেখাতে অবসাদের ছায়া আর আপনার এই লেখায় একটা দৃঢ়তা আর উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
এমন নকল আমার একেবারে মনে জায়গা পেয়েছে। (3
বারেবারে পেলে আরো ভালই লাগবে। :p
ছাইরাছ হেলাল
শেষে কি আমাকে নকলবাজ হতে বলছেন!!
ভোরের শিশির
প্রেরণাবাজ হতে বলছি
মেঘলা আকাশ
মরার কাতর হবেন কি করে মরামত কয়জন মরতে পারে সব মিলিয়ে ভালো হয়ে শুভেচ্ছা নেবেন
ভোরের শিশির
হাহাহা… দারুণ বলেছেন। বানের জলের তোড় এলে পিঁপড়েদের মতো দল বেঁধে থাকার মধ্যেই সার্থকতা।
শুভেচ্ছা -{@
শুন্য শুন্যালয়
অসময়েও সময় হয় কথার কথা র ছলে নিজের কথা বলার।
বলেছি না, পুরনো লেখা এইটা বলবি না। মানুষ বদলায়, কিন্তু কতটা? মৃত্যুর কথা ভেবে বেঁচে থাকায় মৃত্যু আনার কি দরকার? আমিও মারা গিয়েছি!! ভাবতেই কেমন এক দারুন দারুন অনুভূতি হচ্ছে। 😀 না তোর না, আমার মৃত্যুর কথা বলছি। আমি তখন যেথায় খুশি সেথায় যেতে পারবো।
পথ বেছে নিতে না নিতেই হারিয়ে যায় দীর্ঘ শ্বাসের মত—- সময় বড় অল্প। অস্থির এলোমেলোতার মধ্যেও কথার কথারা ভালোই দাগ কেটেছে। এভাবেই থাকিস।
খুব সুন্দর দাদাভাই।
ভোরের শিশির
কোন এক অবসাদগ্রস্থ বিষণ্ণতার রাত্তিরে লিখেছিলাম…
পুরনো লেখা বলবো.. বলবো… বলবো…. কি করাবা, হুম??? ;?
আমি কি করে যেন এখনো টিকে আছি :p ভালই আছি 😀
আজকে মনে হয় তোমার সময়ের সাথে মেলাতে পারলাম না 🙁
মোঃ মজিবর রহমান
দারুন মনে রেখে গেল
-{@
ভোরের শিশির
ধন্যবাদ মজিবর ভাইয়া। 😀
অনেক দিন পরে এলেন এবং ফুল দিয়ে যাচ্ছেন। আপনাকেও ফুলের শুভেচ্ছা ভাইয়া -{@
মোঃ মজিবর রহমান
ভাই অকরমা মানুস বাংলা লিখতে পারছিলাম না তাই হয় নাই আসা।
ভোরের শিশির
😛
তড়িৎকর্মা হলেন তাহলে :p
জিসান শা ইকরাম
দুটো কবিতা দিলে মন্তব্যে এসে প্যাচ লাগে।
কোনটার মন্তব্য করি ^:^
আসতেছি আবার দুটোর জন্য আলাদা ভাবে :=
ভোরের শিশির
অক্কে জিসান ভাইয়া… :p
নীলাঞ্জনা নীলা
নীতেশদা সে যে নামই রাখুন ভোরের শিশির ডাকতে পারবোনা।
আচ্ছা বলুন তো এভাবে লেখা লিখলে আরোও বেশী ভক্ত হয়ে যাবো। তখন কি হবে, আমি জানিনা। 😀
মাঝে-মধ্যে বিষাদও ভালো লাগে। -{@
ভোরের শিশির
আমি ভক্ত আর ভক্তি দুই থেকে দূরে থাকি দিদি :p
নীলাঞ্জনা নীলা
সে আপনি দূরে থাকুন। আমি তো ভক্ত হয়ে গেছি। 😀
ভোরের শিশির
ব্যক্তিগত অভিজ্ঞতাঃ অনলাইনের ভক্তি আর ভক্ত দুই সময়ের সাথে পাল্টায়।
গত ছ’মাসে বান্ধবহীন হয়ে অভিজ্ঞতা নিয়ে অনলাইনের কোন কিছুকেই আর নিজের স্বত্বার সাথে জড়িয়ে নেই না দিদি।
শুভেচ্ছা। -{@
নীলাঞ্জনা নীলা
দাদা অনলাইন আর অফলাইন জানিনা। আমার এই নার্সিং-এর প্লাটফর্ম তৈরীর পেছনে যা্দের অবদান, ফেসবুক থেকে পরিচিত দুই বন্ধুর সৌজন্যে। একজন ৬০০ ইউরো দিয়েছিলো, যা এখন পর্যন্ত শোধ করতে পারিনি। আমায় যদি কেউ বোঝে, এমনকি আমার শ্বাসের শব্দেও বুঝে ফেলে কেমন আছি, ওরা দুজনই সেটা বোঝে।
আরেকটা কথা বলি। গতকাল একজন এ দেশীয় মহিলার বাসায় গিয়েছিলাম, যে আমার এক সময়কার ক্লায়েন্ট ছিলো। মাত্র ১২ দিন ভিজিট করেছিলাম। তার অনুরোধের মাত্রাটা এতো বেশী স্নেহময়ী ছিলো, যা ফিরিয়ে দেয়া আমার পক্ষে খুবই কঠিন ছিলো। অনেক রিস্ক নিয়ে যেতে হয়েছে, কারণ আমাদের নিয়ম নেই। যাবার পর দেখি শুধু আমার জন্য স্যামন মাছের প্যাটিস বানিয়ে রেখেছে বিশাল এক বক্স। কারণ কথায় কথায় একদিন বলেছিলাম স্যামন ভালো লাগে। আসলে অতোটা ভালো লাগে না। ক্রীষ্টমাসে আমায় নেমন্তন্ন দিয়েছে আমি সালাদ-স্যুপ পছন্দ করি, সেসব করবে। অবশ্যই যেতে। আমরা বলিনা আমাদের দেশের মানুষ অনেক আন্তরিক, এই দেশের না? আসলে আন্তরিকতা দেশ-বিদেশের উপরে নির্ভর করেনা। মানসিকতার উপর নির্ভর করে।
এতো কিছু বললাম অনলাইন/অফলাইন, দেশ-বিদেশ নিয়ে। দাদা কাছের মানুষ তারাই, যারা বোঝে আপনাকে।
অনেক ভালো থাকুন। -{@
ভোরের শিশির
আমার বাবা মা’ই আমাকে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারেনি দিদি, আমি বা অন্য কেউ তো দূর।
আমি নিজেও অনলাইনের অনেক মানুষ পেয়েছি যারা ব্যক্তিজীবনে আমাকে অনেক সময় পাশে থেকেছে সুখে-বিপদে। তাই আমি শুধু অনলাইনের কিছুতেই আস্থা রাখি না আর যতক্ষণ না সেই ব্যক্তি অফলাইনে এসে দাঁড়াচ্ছে।
গত ৭ বছরে অনলাইনের প্রায় সবার কাছেই আস্থা রেখে আস্থাভঙ্গের স্বীকার হয়েছি, আবার পেয়েছি শুধুই তাঁদের যারা ব্যক্তি হিসেবে এসেছে। তাই শুধু অনলাইনের কিছুতেই আমার কিছু নেই।
আমার একান্ত বিশ্বাস চক্ষু-চর্ম-কর্ণে না হলে সেই মানুষ সম্পর্কে কিছুই জানা যায় না।
অনলাইন মানে দেশ-বিদেশ নয়, অনলাইন মানে পঞ্চ ইন্দ্রিয়ের বাইরের অস্তিত্বকে বুঝিয়েছি দিদি।
শুভেচ্ছা এবং ভাল থাকুন সব সময়। -{@
অপার্থিব
কি মন্তব্য করবো বুঝতে পারছি না …তবে ভাল লেগেছে কবিতাদুটি…
ভোরের শিশির
কথার কথা তো, তাই ভাল লাগাটাই সাদরে গ্রহণ করলাম। 😀
আলমগীর মুহাম্মদ সিরাজ
দুটাই ভালো লাগলো। শুভ কামনা রইলো অনেক অনেক
ভোরের শিশির
ধন্যবাদ আপনাকেও আমার পোস্তে দেখে।
শুভেচ্ছা নিবেন এবং আশা করছি সবাই একসাথেই সোনেলাতে আনন্দের সাথে। -{@
জিসান শা ইকরাম
মারা গিয়ে আবার সোনেলা রঙে থাকে কিভাবে?
কথার কথা ভালো লেগেছে।
কিছুই নেই!
সোনেলায় কাটানো সময় থাকলেই চলবে 🙂
ভোরের শিশির
ma==মারা যাওয়ার সময় স্বপ্ন ছিল মনে সোনেলা রঙের তাই আছে :p
কিছু আছে; কিছু নেই 😀
সোনেলায় কাটানোর সময় থাকবে নিশ্চিত। \|/
জিসান শা ইকরাম
এই সময়ের নাম তাহলে সোনেলা সময় 🙂
ভোরের শিশির
সেই তবে; সেই হবে 😀
দীপংকর চন্দ
//আজকাল আর ভোর হয় না, বিকেল নেই; নেই গোধুলিও…
আর রাত!
সে এক বড্ড সেকেলে সময়, গোনাগুনতি নেই
ডুবিয়ে’ই রেখেছে আদি’র মত।//
অসম্ভব ভালো!!
শুভকামনা এবং শুভকামনা অনিঃশেষ।
ভালো থাকবেন। অনেক ভালো। সবসময়।
ভোরের শিশির
ধন্যবাদ দাদা।
আপনাদের প্রেরণা আমার উদ্দীপনা।
শুভেচ্ছা আপনাকেও -{@
আবু খায়ের আনিছ
আমিও একদিন মারা যাব।
নাহ্! এজন্যে মৃত্যুভয়ে কাতর নই,
বাঁধ ভেঙ্গে কথা বলি
করি মনে যা খুশী তাই।
কথার কথা!!!
শুভেচ্ছা নিবেন, আসব আবার মন্তব্য বারে জর্জরিত করতে। একটু দম নিয়ে নেই। ভালো লাগছে, মৃত্যু ভয়ে ভীতু আমিও নয়।
ভোরের শিশির
তাহলে আমায় ছুটি দিচ্ছেন মন্তব্যবাণে জর্জরিত করা হতে…
জেনে আনন্দিত হলাম। বিশ্রাম পাবো তবে।
শুভেচ্ছা। -{@
আবু খায়ের আনিছ
ঠিক তা নয়। আমি নিজেই একটু দূরে ছিলাম।
ভোরের শিশির
ওয়েলকাম ব্যাক তবে 😀