প্রবল শীতে কষ্টে আছে ফুটপাতের ঐ লোকটি জড়োসড়ো হয়েই আছে মলিন কেমন মুখটি। একটি পুরান জামাও কি প্রাপ্য নয় আজ তার এভাবেই আর কতোটা দিন মানবতার হার? ফেলফেলিয়ে তাকিয়ে থাকে, কথা ভরা দৃষ্টি ওদের দেখে কারোর মনে হয় না মায়ার বৃষ্টি? অগ্রগতির এই যুগে নেই তাদের অধিকার তাদের বিজয় চুরি করে পকেট ভরে কার? একটি [ বিস্তারিত ]