
স্মরণের বাতায়ন খুলে তোমারি অপেক্ষায়-
কত শত কথার পংক্তিমালা সাজায়
অবোধ্য,বেশরম মনটা।
অহোরাত্র তোমারি বাসনায়;
উত্তাল-পাতাল কুমারী যৌবন নেশার স্ফুলিঙ্গ ছড়ায়।
প্রণয়ের অনুভূতিতে শিহরিত অষ্টাদশী কুমারী।
সলাজে লজ্জাবতী যেন করমচা আদল পায়।
স্নানঘরে জলস্পর্শে তোমারি চুম্বন-
চুয়ে যায় কপোল বেয়ে বক্ষচূড়ায়।
রজঃস্বলা জরায়ুতে তোমারি বীর্যপাতের অঙ্কুর ফোঁটাতে চায়।
রেশমী বিকেলে সন্ধ্যার সোনা-রঙ
যখন আলিঙ্গনে কম্পিত;
তোমারি দু’বাহু আবেশে-
আদিমতায় বেহিসেবি আঁচড় কাটে দেহ পুঞ্জে।
তোমারি প্রেমের উন্মাদনায়-
ব্যাকুল হয়ে ওঠে চিত্তের অনুরনন,
নয়নের আড়শিতে তোমারি অবয়ব দৃশ্যমান।
হৃদয়ের ক্যানভাসে তোমারি প্রেমের আল্পনা আঁকিবুঁকি;
তোমারি ভাবনার মায়াজালে বিভোর অবুঝ কুমারী –
অষ্টপ্রহরের হিসাবে আনাড়ি।
কামনার নদীতে নিমজ্জিত তনু-মন;
কাটিছে দিবানিশি তোমারি ঘাটে নোঙর করি।
অষ্টাদশী প্রেমের আনাড়িপনায় বেখেয়ালি;
তোমাতেই বিলীন হয়ে ভিড়ায় তরী।
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
অষ্টাদশী কুমারীর তোলপাড় করা প্রেম দেখে লাজে মরি মরি অবস্থা। প্রেমিকের না জানি কি হয়!!
ভালো লাগলো 💙💙
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭🤭🤭। সেটাতো প্রেমিকই ভালো বলতে পারবে। ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় শুভ কামনা। শুভ সন্ধ্যা
ইসিয়াক
অষ্টাদশী প্রেমে ভালো লাগা।
শুভ সন্ধ্যা
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকবেন সবসময় শুভ কামনা ও শুভ সন্ধ্যা
রেহানা বীথি
আহা আহা, অষ্টাদশী তুমুল প্রেম! কী ভালো লাগলো!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। 💓💓 ভালো থাকবেন, হাসিখুশি থাকুন সবসময় এমন করে। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
দারুণ অনুভুতি ,বেশ ভালো লাগলো ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
সুন্দর, অতি আবেগময় ভালবাসার কবিতা।
তবে নৌকা কিঞ্চিত সাবধানী হয়েই ভেড়াতে হবে! যা দিনকাল!
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ঠিক ঠিক ঘড়ি বলছে টিকটিক। সাবধানী হতে হয় তবুও কি এই বয়সে এসব মানতে চায় মন? ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন শুভ কামনা রইলো
মনির হোসেন মমি
খুব ভাল লাগল কবিতাটি যেন কথার মালায় অষ্টাদশী প্রেমে মাতাল।পাঠে মুগ্ধ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“কামনার নদীতে নিমজ্জিত তনু-মন;
কাটিছে দিবানিশি তোমারি ঘাটে নোঙর করি।
অষ্টাদশী প্রেমের আনাড়িপনায় বেখেয়ালি;
তোমাতেই বিলীন হয়ে ভিড়ায় তরী।“
অষ্টাদশী প্রেমের ইতিবৃত্ত সুনিপুন লেখনি
হৃদয়ে নাড়া দিয়ে যায়।
শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো লাগা ছুঁয়ে গেলো মন্তব্যে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
স্নানঘরে জলস্পর্শে তোমারি চুম্বন-
চুয়ে যায় কপোল বেয়ে বক্ষচূড়ায়।
সুপর্ণা ফাল্গুনী
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবসময় শুভ রাত্রি
মহানন্দ
অপূর্ব
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
একেবারে রাত জোছনাময় প্রেম কাব্য কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল———
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা
জিসান শা ইকরাম
অষ্টাদশী প্রেম এমন হয়!!
বাপ্রে, ভয় পাইছি…………..
অত্যন্ত আবেগময় কবিতা ভাল হয়েছে খুব৷
শুভ কামনা ছোটদি৷
সুপর্ণা ফাল্গুনী
🤣🤣🤣🤣। ধন্যবাদ দাদা ভাই। এমনি হয় । ভয় পেলে চলবে না। ভালো থাকবেন সবসময় শুভ কামনা