‘রাজাকার’ কখনই আমাদের বাংলাদেশের রাজনীতির অংশ নয়, এ হল বর্বর পাকিস্থানীদের গড়া কিছু ভন্ড ধর্মান্ধ মানুষরুপী হায়েনার নাম। এই ‘রাজাকার’দের ফাঁসীর দাবি কোনদিন সময়েই ছিলনা রাজনৈতিক দাবী এবং আজও এটাকে রাজনৈতিক দাবী বলা যাবে না।
একাত্তরের পরে আমাদের সবচাইতে বড় ভুল ছিল রাজাকার এবং তাদের দোসরদের এই স্বাধীন বাংলার সংসদে বসে দেশ পরিচালনার সুযোগ করে দেয়া! আমাদের এই একটি ভুলের মাশুল দিতে হচ্ছে আজও, দিতে হবে আরও অনেক অনাগত সময়কে।
আমার একটাই কথা-
রাজাকার এই বাংলাদেশে কোনদিন রাজনীতির ছিল না, রাজাকারের ফাঁসীর দাবী কোনদিন কোন রাজনৈতিক দলের দাবী ছিল না, রাজাকারের সাথে অন্তত এই বাংলায় রাজনীতি জড়িয়ে কেউ কোনদিনই আর কোন ফায়দা লুটতে পারবে না।
এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না।
১৪টি মন্তব্য
ছাইরাছ হেলাল
রাজনীতির বাইরে এসে রাজাকারের বিচার অবশ্যই চাই ।
ভোরের শিশির নীতেশ
এইটাই আসল কথা 🙂
মা মাটি দেশ
(y) এই বাংলায় যতদিন একটি রাজাকার থাকবে, একটি রাজাকারের দোসর থাকবে ততোদিন এই বাংলা থেকে কোন মুক্তিযোদ্ধার মুক্তি আসবে না। (y) -{@
ভোরের শিশির নীতেশ
(y) :c
জিসান শা ইকরাম
রাজাকারদের রুখতেই হবে ।
এরা দেশের শত্রু
এরা এই দেশ চায়নি ।
ভোরের শিশির নীতেশ
সহমত জিসান ভাইয়া। (y)
লীলাবতী
রাজাকার মুক্ত দেশ চাই ।
ভোরের শিশির নীতেশ
এজন্যে আমাদের প্রত্যেক আমিকেই সচেতন হতে হবে। (y) -{@ 🙂
আমার মন
আমার তো ইচ্ছে করে যারা রাজাকার ধুয়ে সকাল বিকাল পানি খায় তাদেরকেও বর্জণ করতে।
বতর্মান ও ভবিস্যৎএর পাহারাদারদেরকেও ^:^
ভোরের শিশির নীতেশ
আমিও রাজাকার ধুয়ে সকাল বিকাল পানি খাই। আমার অফিসের কান্ট্রিহ্যেড পাকিস্থানী বলে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত চাকরিটাও ছেড়ে দিয়েছি।
আমাকেও বর্জন করুন।
বর্তমান ও ভবিষ্যতের পাহারাদার আপনি, আমি এবং আমরা সকলেই। তাহলে কাকে রাখবেন বলেন? 🙂
প্রজন্ম ৭১
রাজাকারে ঠাই নেই এই বাংলার মাটিতে ।
ভোরের শিশির নীতেশ
ঠাঁই করে ফেলেছে বলেই এদের বিচার চাই 🙂
শুন্য শুন্যালয়
রাজাকারের বিচার চাই, আর কোন কথা নাই…
ভোরের শিশির নীতেশ
সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই… :v