
সপ্তপদী বাঁধনে বাঁধা পড়েনি গূঢ়-জীবাত্না;
তাইতো দ্বিরাগমন ঘটেনি বসুমতীতে ।
ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,
কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।
সপ্তপদী বাঁধনে শতভুজদৈত্য জন্ম নেয় আকাশদেবতার ঔরসে;
কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী জন্ম নেয় নিমোসিনের গর্ভে।
পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;
স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-
নিষ্পাপ হৃদয় ক্ষতবিক্ষত, রক্তাক্ত চূর্ণ-বিচূর্ণতায়।
অশ্রুধারায় কোন রঙ এঁকে যায় অচ্ছ্যুত পরদেশী?
পাপের কণা কোথায় বসত গড়ে,
পূণ্য আসে কোন আলোকবর্ষ থেকে?
অন্তরীক্ষের দ্বার খুলে নেমে আসুক অংশুমৎ-প্রপাত,
সেই ধারায় ভেসে যাক শূচি-অশুচির সমূল,
সাদা-কালোর হিসাব-নিকাশ।
৩০টি মন্তব্য
ফয়জুল মহী
অনিন্দ্য সুন্দর লেখনী । ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। প্রথম হবার জন্য শুভ কামনা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
শূচি আর অশূচি, সাদা আর কালো,
এ বিভেদ চিরন্তন, পাপ আর পূন্যের ও।
কোথায় কীভাবে এর নিষ্পন্ন-নিষ্পত্তি হবে কেউ তা জানে না।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ সকাল
শামীম চৌধুরী
বাবারে… বাবা..!! দিদিভাই কঠিন শব্দগুলি উচ্চারনেও যেমন দাঁত ভাঙ্গে তেমন অর্থ না হুঝেই পড়তে হয়। ইশশশশ..!! যদি শব্দার্থগুলি বুঝতাম তবে কতই না পুলকিত হতাম। তারপরও চিত্রকরের পেইন্ট যেমন ভাল লাগে তারচেয়ে ভাল লাগলো কবিতাটি পড়ে। ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া লাইনটা একটু খেয়াল করলেই বুঝবেন শব্দার্থ গুলি। আশা করি সমস্যা হবেনা। চিত্রকরের পেইন্ট আমি কিচ্ছু বুঝিনা 😋😋 । আপনার মন্তব্যে খুশির জোয়ার আসে। আমার জন্য আশীর্বাদ করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন
তৌহিদ
পাপ পূণ্য সবই আমাদের মাঝেই। সবার উপরে মানুষ সত্য। দারুণ লিখলেন দিদিভাই।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে একমত ভাইয়া। ভালো লাগলো জেনে খুশি হলাম। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আশীর্বাদ করবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব সুন্দর লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা মন্তব্যের জন্য। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য আশীর্বাদ করবেন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আপনিও ভালো থাকবেন।
মাহবুবুল আলম
’ক্রন্দন সুর ভেসে ওঠে ভিসুভিয়াসের জ্বালামুখে,
কশেরুকা বাঁধন খুলে দেয় বিচ্ছেদের অনলে।’
কবিতা ভাল লাগলো। শুভেচ্ছা জানবেন!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া ভালো লাগার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন ।
প্রদীপ চক্রবর্তী
অনবদ্য লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
পাপ পুন্যের দ্বন্দ থাকবেই।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। নিরাপদে থাকুন
সুপায়ন বড়ুয়া
“কাম-লালসার অবৈধ ফসল রূপের রানী
জন্ম নেয় নিমোসিনের গর্ভে।
পাপ-পূণ্যের হিসাব আজো অস্পৃশ্য, অবোধ্য;
স্বচ্ছ কাঁচের টুকরো বুকে বিঁধে-“
এতো কঠিন কথা সহজ করে লিখলে
দুবার পড়বে না পড়ে থাকলে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন। এমন সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকুন সবসময়
সাদিয়া শারমীন
খুব সুন্দর লিখেছেন দিদি। পাপ দূর হোক মানব জাতির মধ্যে থেকে।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
দূর হোক ভেদাভেদ, সাদা-কালোর হিসাব নিকাশ।
দুর্দান্ত লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। যাক তাহলে মনে হয় কিছু মিছু লিখতে পেরেছি। ইঞ্জা ভাই যা বললো তা নিয়ে শংকিত। ভালো থাকুন সুস্থ থাকুন
আরজু মুক্তা
নিজেকেই ঠিক হতে হবে। তাহলে সব ঠিক
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো লাগলো মন্তব্য। ভালো থাকবেন শুভ কামনা রইলো
নিতাই বাবু
কর্ম করে চলছি ফিরছি খাচ্ছি! এর চেয়ে গভীরে যাইনি কখনো। তাই পাপপুণ্যের হিসাবও করা হয়না কখনো।
আপনার কবিতার গভীরে আর যেতে পারছি না। কারণ কঠিন কঠিন শব্দগুলো আমাকে যখনতখন আটকে দেয়, তাই।
ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
কি যে বলেন দাদা আপনার কাছেও কঠিন লাগলো! গভীরে যাইনি, যেতে হয় দাদা। চারিপাশে এতো অন্যায়, অপরাধ, অনাচার আবার তারাই মুখে পাপ-পূণ্যের ফেনা তুলে। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন
ইঞ্জা
বিভেদ থাকবেই, এর জাল ছিন্ন হবার নয় আপু।
অসাধারণ লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য আমি। শুভ কামনা রইলো আপনার জন্য
ইঞ্জা
ভাইয়ের ভালোবাসা জানবেন প্রিয় আপু।