
সারি সারি দীর্ঘ-পথে
ক্রমশ বিস্তৃত লতাপাতা-ঝোপঝাড়ে,
কণ্ঠ রোধের অকাল বৃষ্টি বন্যা দেখে দেখে
হেঁটে-হেঁটে বিরূপ নিষ্ঠুর প্রকৃতিতে,
সপে যায় তুচ্ছ এ প্রাণ;
এ জীবন এখন যেন শুধুই চুপ থাকা
চুপচাপ দেখে যাওয়া;
সুখ-নিদ্রার আকাঙ্ক্ষা যেন অলৌকিক পাওয়া
নির্বোধ অজ্ঞানতা এখন আকাশ ছোঁয়া,
রুষ্ট-ক্রুদ্ধ ক্ষুধার আহার্য
হৃদয়-আগুন-চুল্লিতে আর জ্বালানো হয় না।
অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।
ছবি নেট থেকে।
২৮টি মন্তব্য
মনোয়ারা সুলতানা সোনিয়া
সুন্দর
ছাইরাছ হেলাল
অনেক ধন্যবাদ, প্রথম মন্তব্য করার জন্য।
তবে অক্ষর-শব্দ আর একটু বাড়িয়ে বলতে হবে।
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
আসলেই ভবিষত কথা গেছি ফুলে
জিবনের গল্প বুঝি এই গেল গুলে
যাপিত জিবন হয় অবসানের পালে
স্বপ্নহীন মানহীন গলিত বাসনা জালে।
ছাইরাছ হেলাল
আরে এ কাকে দেখছি!! আনন্দিত হলাম, সুহৃদ কে দেখে।
সব কিছু নিয়েই আমাদের জীবন।
নিরাপদে থেকে ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ ভাল রেখেছেন এখন কর্মখেত্রে যোগদান করতে পারিনাই।
দোয়া করবেন যাতে দ্রত কাজে যেতে পারি।
ছাইরাছ হেলাল
আল্লাহ সহায় হবেন।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া অবসন্নতায় আমরা সবাই ভুগছি। ধৈর্য্য ধরে চুপচাপ দেখা ছাড়া কোন উপায় নেই। ঈশ্বর সহায় হোন সবার। মুক্তি দিক এই দূর্বিসহ জীবন থেকে। শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
অবশ্যই এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি ই আমাদের এক মাত্র কাম্য, অবশ্য সে মুক্তি কখন কী ভাবে তা আমাদের অজানা।
আপনি অবশ্যই ভাল থাকবেন।
প্রদীপ চক্রবর্তী
অবসন্ন সূর্যাস্তের শেষে সকল দুঃখ জরাব্যাধি দূর হয়ে আসুক উদিত সূর্যে পৃথিবীর বুকে শান্তি।
শুভকামনা দাদা।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা সবাই সেই কাঙ্খিত শান্তি-মুক্তির প্রত্যাশায় অপেক্ষার দিন গুনি।
নিরাপদে থাকুন।
সুপায়ন বড়ুয়া
“অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।”
বন্ধু আমার ভেবে বসে
অবসরে বসি।
এই বয়সে চিন্তা দেখে
মুচকি করে হাসি।
হতাশ হওয়ার কারন নেই হাটব পাশাপাশি।
ভাল লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি এমন অভয় দিলে চিন্তার আর কিছু নেই,
অবশ্যই আমরা পাশে পাশেই হাঁটবো, ভাই, হাসাহাসি করেই।
সুপায়ন বড়ুয়া
হা হা হা
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আপনি ও হাসা-হাসি বজায় রাখবেন, ভাইয়ের মত।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
অবসন্ন সূর্যাস্তের প্রতিধ্বনি আমার এই
হাঁটা পথে হেঁটে যায় পাশাপাশি।—বাহ বেশ ভাইয়া।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ছেন দেখে ভালোই লাগে।
ভাল থাকুন।
সাবিনা ইয়াসমিন
সূর্যাস্তের সময়টাতে ঠিক এমনই মনে হয়। দিনভর যার উত্তপ্ত-আহ্লাদে দিশেহারা হয়ে প্রাণবায়ুরা ছন্দছাড়া আকুলিবিকুলিতে অধীর হয়ে পড়ে, দিনশেষে তারই বিদায় মেনে নেয়া যায় না। মনেহয় সে চলে যাচ্ছে সমস্ত দিনের সবটুকু শ্রান্তি, ভুল-ভ্রান্তি গুলো কেবল একার হাতে নিয়ে, নিঃস্ব করে।
আবার যদি সূর্যোদয়ের মূহুর্তে, জীবনের অন্তঃপুরে যেতে যেতে কখনো প্রকৃতির সাথে দেখা হয়ে যায়, তখন মনে আসবে,
ওহে অগ্নিপিণ্ড, দৃঢ় হও স্বর্গস্নাত হয়ে,
নিমজ্জিত করো মম হিয়া
তব স্বর্ণালী আলোকে..
ছাইরাছ হেলাল
স্বপ্ন স্বপ্ন আশাবাদ ভাবতে ভালো লাগে, এমন সুন্দর করে দেখতে পারলে।
স্বর্গ-স্নাত হতে কে না চায় ঊষার স্বর্ণালোকে!
স্বর্ণ-ভোর সবার হয় না।
এমন আশা -মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
নিতাই বাবু
আমি যখন দিনের শেষে সূর্যাস্তের আগে একা একা কোনোএক পথে হেঁটে চলি, আর যদি সূর্যাস্তের সে দৃশ্যটা চোখে পড়ে; তখন নিজের শেষ সময়ের কথাই ভাবতে ভাবতে পথ চলি। আর সূর্যটাকেবলি তুমি আজকের মতো আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ! রাত শেষে আবার আমার এই পৃথিবী নামক গ্রহটি আলোকিত করতে রাত শেষে নিশ্চয়ই উদিত হবে। কিন্তু আমার জীবন যদি একবার তোমার মতো অস্ত যায়, তাহলে সেটাই হবে আমার জীবনের শেষ বিদায়। আমি আর তোমার মতো এই পৃথিবী নামক গ্রহটিতে উদিত হতে পারবো কি?
ছাইরাছ হেলাল
প্রতিটি সূর্যাস্ত আমাদের কে জীবনের শেষ প্রান্তের কথা তীব্র ভাবে মনে করিয়ে দেয়া ,
আমরা জানিনা না প্রভাত সূর্য আমরা দেখবো কী না।
খুব সুন্দর করে ই বলেছেন আমার মত ভাবনা।
ভাল থাকুন।
সুরাইয়া পারভীন
সমস্ত ক্লান্তিবোধ, অবসন্নতা নিয়ে
সূর্য অস্তমিত হয়ে আবার ফিরিয়ে দেয়/দিচ্ছে
নতুন করে দুরন্ত প্রাণবন্ত চঞ্চলতা
তাই হতাশ নয় নতুন সৃষ্টির সূচনায় উন্মত্ত অধীর হোক কবি হৃদয়
ছাইরাছ হেলাল
আমিও বলি হতাশার অন্ধকারচ্ছন্নতা দূরে ঠেলে প্রভাত সূর্য হেসে উঠুক সবার জীবনে।
ভাল হাতেই হবে।
তৌহিদ
মহারাজ যেন বড্ড উদাস? নতুন আশা নতুন স্বপ্ন নিয়েই কিন্তু মানুষ বেঁচে থাকে। পরাজিত হয়ে নয়, মাথাউঁচু করে থাকাটাই জীবন। সব বিপদ একদিন কেটে যাবে ইনশাআল্লাহ।
শুভকামনা রইলো ভাই।
ছাইরাছ হেলাল
বেঁচে থাকার স্বপ্নই আমাদের নুতন নুতন করে বারে বারে বাঁচিয়ে রাখে
স্বপ্ন দেখায় প্রভাতের।
ভাল থাকবেন।
খাদিজাতুল কুবরা
সময়ের প্রেক্ষাপট এতো চমৎকার শব্দের মেলবন্ধনেে সাজিয়েছেন।
খুব ভালো লাগলো।
সময়টা আসলেই অস্থিরতার মধ্যে কাটছে সবার।
ভালো থাকবেন শুভকামনা রইল
ছাইরাছ হেলাল
স্বপ্ন দেখে নূতন করে বেঁচে উঠবো সবাই এই কামনাই করি।
শুভেচ্ছা আপনাকে।
আরজু মুক্তা
তবুও সূর্যাস্ত কেটে নতুন ভোর হোক।
প্রকৃতি সদয় হোক
ছাইরাছ হেলাল
নূতন নূতন ভোর আসুক আমাদের জীবনে।
ভাল থাকবেন।
অনেক দিন আপনার লেখা পাচ্ছি না।