কোথাও আকাশ তলে ,
শুকনো পাতার আলগোছে ঝরে যাওয়া দেখে
দীর্ঘ বিরহ রজনী শেষ হলো ভেবে কোন এক বিরহী হরিণী,
আলতার শেষ টান দেয় , কাজলে সাজায় মায়ার নজর।
শীতনিদ্রা শেষ করে দুর্বৃত্ত অজগর
আড়মোড়া ভেঙে রদ্দুরের ওমে এসে থামে গড়িয়ে গড়িয়ে,
সর্বাঙ্গে দুর্ভাগ্যের অভিশাপ জড়ানো এক মহাকাল খিদে নিয়ে।
বিরহী হরিনী
উচ্ছাসের নজরে সকলি রঙিন তার; পথের ধুলোয় সোনাকুচি,
বাতাসে লেবুফুলের ঘ্রাণ, উল্লাসে মাতোয়ারা ঘর বার।
সুখী দৃষ্টিপাত কেবলি এড়ায়ে যায়
অভিশপ্ত ক্ষুধার্ত রাক্ষস, ঘাসের আড়ালে শিস দেয়া সাপ।
কোথাও আকাশতলে
কেবলি আঁধার, কেবলই দীর্ঘশ্বাসের ঝড়।
প্রলয় শুরুর আগের নিস্তব্ধতা, হিরণ্ময় দ্যুতির অবিশ্বাস , পাপ।
– তবু অবিশ্বাস পুষে রাখি হে,
এবং অলৌকিকের অপেক্ষায় থাকি।
৩৪টি মন্তব্য
কৃন্তনিকা
“এবং অলৌকিকের অপেক্ষায় থাকি।” …
ভালো লাগলো… (y) (y) (y)
আগুন রঙের শিমুল
অবিশ্বাসীও বোধের অগম্য কিছু ঘটলে অলৌকিকেই আশ্রয় খোজে 🙂
ছাইরাছ হেলাল
কাজলচোখা মায়া হরিণী
সহসাই এড়াবে রাক্ষুসে সাপ ,
বিলোবে কস্তূরী লৌকিক বিশ্বাসে ।
আগুন রঙের শিমুল
আমিও অপেক্ষায়
আশীর্বাদী ধুপগন্ধা হাওয়ারা এসে ছুঁয়ে দিয়ে যাক 🙂
ওয়ালিনা চৌধুরী অভি
একেই বলে অসাধারন কবিতা 🙂
আগুন রঙের শিমুল
🙂 অসাধারন লিখেন আপনি
এইগুলা শব্দের সাথে শব্দ গাইথা যাওয়া কেবলই
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
-{@ (y)
আগুন রঙের শিমুল
থ্যাংকস মনির ভাই 🙂
শিশির কনা
শব্দের যাদুকর আপনি ।
আগুন রঙের শিমুল
🙂
কাউরে পছন্দ হইলে একটুই অনেক মনে হয় থ্যাংকস সজীব ভাই
শুন্য শুন্যালয়
দীর্ঘ বিরহ রজনী শেষ হলো তবু রক্ষা দিলেন না?
কবিরাই এক একটা ক্ষুধার্ত সাপ।
আগুন রঙের শিমুল
🙂
শুন্য শুন্যালয়
অলৌকিকত্বে আমার বিশ্বাস নেই।
আগুন রঙের শিমুল
কিন্ত,
ইহলৌকিকতা যখন বোধের বাইরে তখন ?
পুষ্পবতী
কবিতা ভালো লাগলো। -{@
আগুন রঙের শিমুল
ধইন্যা পুষ্প 🙂
স্বপ্ন নীলা
ভাল লেগেছে অনেক। আরো লিখুন
আগুন রঙের শিমুল
থ্যাংকস 🙂
শরিফুল ইসলাম শরীফ
ভালো লাগলো,তবে ছবিটা আরও বেশি ভালো লেগেছে ভাইয়া!
জিসান শা ইকরাম
অবিশ্বাস ভালো না —
কবিতা অনেক ভালো 🙂
আগুন রঙের শিমুল
অবিশ্বাস নিজের উপরেই দাদা 🙂
বোকা মানুষ
//তবু অবিশ্বাস পুষে রাখি হে,
এবং অলৌকিকের অপেক্ষায় থাকি।//
এ এক সার্বজনীন কালোত্তীর্ণ অপেক্ষা, এ অপেক্ষা কোনও না কোনও কিছুর জন্য প্রত্যেক প্রানের অপেক্ষা……
সুন্দর হইছে ভাউ!
আগুন রঙের শিমুল
কোনও না কোনও কিছুর জন্য প্রত্যেক প্রানের অপেক্ষা……
সারমর্ম সুন্দর হইসে ভাউ 😀
বনলতা সেন
বিরহী হরিনীর জন্য এত উৎকণ্ঠা তখন ঘোড়া চড়া রাজপুত্তুর অলৌকিকত্বের অপেক্ষায় কেন ?
আগুন রঙের শিমুল
রাজপুত্তুরের ঘোড়া নাই 🙂
নীলাঞ্জনা নীলা
তাকিয়ে আছি শুধু মুগ্ধ হয়ে, একবার ছবির দিকে একবার কবিতার দিকে।
আগুন রঙের শিমুল
ধন্যবাদ
লীলাবতী
অদ্ভুত শুন্যতায় কেমন একটা ফিলিংস কবিতায়।
আগুন রঙের শিমুল
শূন্যতার ক্যানভাসে আঁকা শাদা রঙের ছবি কেমন জানিই হয় লীলাবতী
ব্লগার সজীব
কবিতা এবং ছবিতে মমি হয়ে গেলাম শিমুল ভাই।
আগুন রঙের শিমুল
(3
ভোরের শিশির নীতেশ
ও আরশি ক্কাক্কা, আরেট্টু সহজ কিছু দাও না!
এত্তোদিন পরে এসে প্রথমেই তোমার এই কবিতা, একেবারে মাথার উপরে দিয়েই চলে গেলো 🙁
জিসান শা ইকরাম
অনুভবের কোন স্তরে অবস্থান করেন আপনি, মাঝে মাঝে তাই ভাবি।
অসাধারন।
মেঘাচ্ছন্ন মেঘকুমারী
আমি তো কিছুই বুঝলাম না। আমার মত সহজ করে লিখতে পারেন না ? :p