অবহেলে অযতনে পথে পড়ে থাকা জীর্ণ-শীর্ণ লবেজান বাক্সটি কেড়ে নয় শিল্পীর দীঘল চোখের খেয়ালি মন,
হাতে তুলে নিয়ে রঙের প্যালেট,ভাবে চালাবে ঝাড়পোছ,চড়াবে রঙের পরত এধারে-ওধারে,ভাসবে ভাসাবে রঙের বন্যায়।
লাল ফিতে বাঁধা বেণী দুলিয়ে বাক্স ভাবে,যাক বাবা হিল্লে তাহলে এবার হয়েই গেল। সাজব এবার রঙের বাহারে,
অন্তহীন নবীনতায় অপূর্ব সাজে,দেখব নিজেকে রঙের আয়নায় ঘুরে-ফিরে,কাছে থেকে দূরে বসে,হেসে উঠবো শিউলি ঝরিয়ে।
কথা রাখেনি রাখে না শিল্পী,ব্যস্ত-সমস্ত কাল কাটে নিজ মূর্তি হাতে,শতত ব্যস্ত সে নিজ চোখের রঙ সাজাতে।
২৭টি মন্তব্য
লীলাবতী
কেউই আসলে কথা রাখেনা। বাক্স এখানে জীবন্ত ?
ছাইরাছ হেলাল
কেউ কথা রাখে না। বাক্স ঝাড়-পোছ করে রঙ চড়ানোর কথা বলে উধাও।
শুন্য শুন্যালয়
সদা ব্যস্ত শিল্পীর চোখের রঙ উধাও। কথা দিয়ে না রাখা খুব খারাপ। নাকি ভুলেই গেলো আঁকাআঁকি?
চড়া ভুলভাল রঙে না সেজে, না হয় রইলো এন্টিক হয়ে…
ছাইরাছ হেলাল
যে আঁকে সে আঁকে,এন্টিক কালেক্ট্রর হতে পারব না।
বহুদিন পর এলেন ,এলেন তো ? সোনেলা আপনাদেরই অপেক্ষায়।
শুন্য শুন্যালয়
বাক্স তুমি কেঁদোনা। শিল্পীকে হাজির করা হবে। ৩৩ বছর পার করা চলবেনা মোটেই।
ছাইরাছ হেলাল
কান্নাকাটির কিছু নেই , তেত্রিশ হাজার হলেও সমস্যা নেই ।
লিখতে শুরু করুণ।
শুন্য শুন্যালয়
তেত্রিশ হাজার???? কতো জনম অপেক্ষার ইচ্ছে আপনার?
লেখালেখি সব ভুলে গেছি। 🙁
ছাইরাছ হেলাল
অপেক্ষার কাছে সময়ের কোন একক নেই ,তাই অপেক্ষা অনন্তের।
সেই ভুলে যাওয়াই লিখে ফেলুন এবারে।
মোঃ মজিবর রহমান
কি আর লিখব
কেউ কথা রাখেনা।
আমিও রাখব না।
দেখি কে কি করে?
ছাইরাছ হেলাল
শেষ পর্যন্ত আপনার বুদ্ধিটাই নিতে হবে দেখছি ।
মোঃ মজিবর রহমান
উপায় নাই ভাইয়া।
এছাড়া।
ছাইরাছ হেলাল
তাইতো মনে হচ্ছে।
মোঃ মজিবর রহমান
সহমত
খেয়ালী মেয়ে
আজববববববব, সবাই দেখি একই রকম, কেউই এখন কথা রাখতে চায়না….
ছাইরাছ হেলাল
কথা যদি না ই রাখবে কথা দেয়ার দরকারটা কি ! নিজে নিজে কথা দেবে আবার রাখবেও না । এ দেখছি
মহা বিড়ম্বনা। দেখি না কী হয়।
জিসান শা ইকরাম
ব্যাপারনা,
শিল্পী কি একজন নাকি ?
কথা না রাখলে না রাখুক
আমরা কেনো তাঁকে মনে রাখবো ?
তিনি হয়ত অন্যকে রাঙাতেই পারেননা।
ছাইরাছ হেলাল
অবশ্যই ব্যাপারনা।
কৃপণ শিল্পী হয়ত, তাই এত গড়িমসি। অন্যকে রাঙাতে পারেন কিনা জানিনা নিজের রঙে নিজে রাঙিয়ে
ঘুরে বেড়াতে পছন্দ করেন ।
মেহেরী তাজ
ভুলে গেলে যাক। নিজে নিজে সাজুক বাক্সটি। ভাইয়া শিউলি নিয়ে এসেছি। দিয়ে দিলাম আপনাকে। ভালো লেগেছে ভাইয়া।
ছাইরাছ হেলাল
আপনি ই ঠিক বলেছেন, বাক্সটি এবার নিজেই সাজবে রঙ ছড়িয়ে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ফুলের জন্য। সোনেলার প্রতি আপনার এ আবেগময় ভালোবাসা
অটুট থাকুক তা কামনা করছি ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
কেউ কথা কথা রাখেনা বেশ জমেছে তর্ক দেখি যায় কি মর্গে।
ছাইরাছ হেলাল
কোন মার্গেই যাচ্ছে না। আর এ কোন তর্ক ও না।
শুধুই আনন্দ।
খসড়া
কেউ কথা রাখেনা , সোনেলার মডুরাতো আরও না। তারা ব্লেছিল ঈদের পরে জন্মদিন পালনের কথা। তোমরা ভুলেই গেছ (মল্লিকাদের নাম) থুক্কু ব্লগারদের নাম।
ছাইরাছ হেলাল
আপনি একদম সঠিক কথা বলেছেন। এখানের মডুরা খুব পঁচা। আপনাকে নেতা বানিয়ে এই কথা না রাখা সংস্কৃতির
বিরুদ্ধে দুর্বার আন্দুলুন গড়ে তুলতে চাই।
বনলতা সেন
কথা রাখতেই হবে এমন কোন কথা নেই।আপনি রেখেছেন সব কথা ? বুকে হাত রেখে বলুন।
নূতন শিল্পীর তত্ত্ব-তালাস করুণ।
ছাইরাছ হেলাল
উরেব্বাবা, কী সব কঠিন কঠিন কথা বলে।
এ অধ্মের সে সাধ্য নেই নূতনের তালাস করার।
সাইদ মিলটন
কেউই কথা রাখেনা 🙂
ছাইরাছ হেলাল
কেউই কথা রাখেনা কিন্তু কথা দেয়।