অপরূপা
সীমা সারমিন
সুন্দরী উরপশি স্বর্গের রূপসী
দেখে যেন মনে হয়
চাঁদ থেকে নেমে আসা
এক ডানা কাঁটা পরী।
লাল পরী, নীল পরী
নাম কি দিব তার
সে যে সুন্দরী ভারী,
রূপের তুলনা তার
নাহি দিতে পারি,
সবশেষে এক কথা
সে এক অপরূপা নারী।
মিষ্টি মেয়ে “আয়েশা আক্তার” সম্পর্কে আমার এই ভাবনার উদয় হয় তাই কবিতাটি তাকে উৎসর্গ করে লেখা। তার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তিনি ভালো থাকেন এবং আমি তাকে নিয়ে আরও ভাবতে পারি ও লিখতে পারি।
১৭টি মন্তব্য
আদিব আদ্নান
চাঁদ থেকে নেমে আশা পরীকে অবশ্যই দোয়া ।
সুন্দর লিখেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
দোয়া করি মিষ্টি মেয়ে আয়েশার জন্য
পরী যেন সারাক্ষণ ভালো থাকে ।
সুন্দর লিখেছেন ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া।
স্বপ্ন
মিষ্টি পেয়ে পরীর ছবি নাকি এটি ? যে পোজ দিয়ে দাঁড়িয়েছেন , উদাস হয়ে যাবে সবাই :p ভালো লিখেছেন সীমাপু। পরীর জন্য অনেক অনেক দোয়া ।
আমার স্বপ্ন ও মনের কথা
না এটি তার ছবি না 🙂
তার ছবি দেওয়া হয় নি
সে তো ভীষণ সুন্দর
তার সাথে তুলনা কারো হয় না
ধন্যবাদ।
নীহারিকা
মিষ্টি মেয়ে আয়েশার জন্য শুভকামনা। -{@
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু (3
ছাইরাছ হেলাল
অবশ্যই আপনি তাকে নিয়ে আরও অনেক অনেক লিখবেন এই কামনাই করি ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া ।
লীলাবতী
পরীর জন্য এত্তগুলো ভালোবাসা ।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ আপু -{@
মুসতাক খসরু
-{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@ -{@
আমার স্বপ্ন ও মনের কথা
(y)
ধন্যবাদ
আমার স্বপ্ন ও মনের কথা
সবাই কে সাথে থাকার জন্য ধন্যবাদ
ও আমার পক্ষ থেকে সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা। -{@
খসড়া
ভাল থাকুক আয়শা আক্তার। মানুষ হোক।
আমার স্বপ্ন ও মনের কথা
ধন্যবাদ ভাইয়া