অপরূপা

সীমা সারমিন ২৩ অক্টোবর ২০১৩, বুধবার, ০৭:০২:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা, বিবিধ ১৭ মন্তব্য

অপরূপা

সীমা সারমিন

সুন্দরী উরপশি স্বর্গের রূপসী
দেখে যেন মনে হয়
চাঁদ থেকে নেমে আসা
এক ডানা কাঁটা পরী।

লাল পরী, নীল পরী
নাম কি দিব তার
সে যে সুন্দরী ভারী,
রূপের তুলনা তার
নাহি দিতে পারি,
সবশেষে এক কথা
সে এক অপরূপা নারী।

মিষ্টি মেয়ে “আয়েশা আক্তার” সম্পর্কে আমার এই ভাবনার উদয় হয় তাই কবিতাটি তাকে উৎসর্গ করে লেখা। তার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তিনি ভালো থাকেন এবং আমি তাকে নিয়ে আরও ভাবতে পারি ও লিখতে পারি। 

১০৩২জন ১০৩২জন

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ