
=====================
বার বার ভালবাসা কে অপমান করেছো,
তোমাদের কাছে ভালবাসার মূল্য অনেক;
অথচ শত বার অপমান সহে করে- করে
আমি ভালবাসা এতটুকু বুঝলাম কই!
আমি স্বার্থপর- জ্ঞানহীন আমার কাছে
কোন মূল্য নেই- আমি নাকি মূল্যহীণ হয়ে উঠছি
এক পথযাত্রী কিংবা ভয়ঙ্কর প্রলয়!
শেষটা কোথায় জানি না যেটুকু জানি
শুধু মৃত্যু আর মৃত্যু তাই না- বুঝেছি
এই এখন অথবা তখন-
তবুও ভালবাসার জন্য অপমানিত-
রাস্তার ধুলা বুঝায়- কুহক পাখির গান শুনায়-
অতঃপর কিছু বুঝি কতটকু অপমান।
৩০ ফাল্গুণ ১৪২৬, ১৪ মার্চ ২০
———————————–
২৩টি মন্তব্য
কামাল উদ্দিন
ভালোবাসা জটিল জিনিস, এটা কবিরাই সব থেকে ভালো বুঝে। আার মতো পাঠকরা তো পড়ে পড়েই জীবন সারা……শুভ সন্ধ্যা কবি।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কামাল দা সঠিক বলেছেন
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
কামাল উদ্দিন
আপনিও ভালো থাকুন সব সময় কবি।
তৌহিদ
ভালোবাসার মর্ম কেউ বোঝে কেউ বোঝেনা। তবুও আমরা ভালোবেসে যাই অক্লান্তরুপে।
ভালো থাকবেন।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি তৌহিদ দা
সুন্দর মন্তব্য করার জন্য অনেক প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
বন্যা লিপি
কিযে বুঝলাম, আর কি বুঝলাম না…. কিছুই বুঝলাম না। ভালবাসা সেকি অপমানিত হবার বিষয়? কেউ পেলো তো কেউ পেলো না….
পেলে মহার্ঘ। না পেলে নিয়তি।
তবু ভালবাসা – ভালবাসাই।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি লিফি আপু
ঠিক বলেছেন ভালবাসা নিয়তি
সেখানে অপমানিত হয় না;
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
ছাইরাছ হেলাল
কবিতা বুঝতে পারি না।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি হেলাল দা
আসলে আপনি কবিতাটা না বুঝার জন্য
আমি ভীষণ ভাবে দুখিত;
ভাল ও সুস্থ থাকবেন
সুপর্ণা ফাল্গুনী
ভালো হয়েছে।ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
জিসান শা ইকরাম
ভালোবাসার জন্য অপমানিত হয় কিভাবে!!
কবিতা ভালো হয়েছে।
আলমগীর সরকার লিটন
জ্বি জিসান দা ঠিক বলেছেন ভালবাসা অপমানিত হয়
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
নৃ মাসুদ রানা
বাহ! দারুণ হয়েছে…
আলমগীর সরকার লিটন
জ্বি কবি রানা দা সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
আলমগীর সরকার লিটন
জ্বি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
সুরাইয়া নার্গিস
লেখাটা অনেক ভালো হয়েছে।
ভালো থাকুক ভালোবাসা, ভালো থ্কুক ভালোবাসার মানুষ গুলো।
শুভ কামনা রইল
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নার্গিস আপু সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
হালিম নজরুল
আরও লিখুন ভাই। পড়তে চাই।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি নজরুল দা
সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
নিরব সাগর
কবিতাতে একটু দাঁড়ি কমার ব্যবহার কম হয়েছে । তবে ভালো ছিল ।
আলমগীর সরকার লিটন
জ্বি সাগর দা চমৎকার মন্তব্যে বেশ অনুপ্রাণিত
আশা করি ভাল ও সুস্থ থাকবেন