কেউ কাউকে চিনিনা জানিনা তারপরেও ফেইসবুকের কল্যানে জেনে যাচ্ছি আমরা জন্মদিন। উইশ করি। অথচ এমনো হয়, আপন ছোট ভাইকে হয়ত উইশ করা ভুলে যাই।
চোখের সামনে থাকাটা জরুরী অনলাইনে। সামনে আছেন, শুভাকাংখীর অভাব নেই। আপু আপি আপুনি ভাই ভাইয়া কত ধরনের ডাক। একনাগারে কিছুদিন অনলাইন থেকে দুরে থাকুন। দেখুন আপনাকে কতজন মনে রেখেছেন? অবাক হয়ে দেখবেন, যাদের কাছে একসময় আপনি অপরিহার্য ছিলেন, এখন কত শীতল ফিডব্যাক তাদের কাছে। আপনার স্থান দখল করে নিয়েছে অন্য একজন।
বেশীদিন কেনো স্থায়ী হয়না অন লাইনের সম্পর্ক? আপনাদের মতামত আশা করছি। ভালো আছেন তো সবাই (3
১৬টি মন্তব্য
সাতকাহন
কোনো সম্পর্কই স্থায়ী নয়, তাই অনলাইন সম্পর্কও চিরস্থায়ী হয় না, তবে মতাদর্শগত মিলের কারনে অনেক দূরের মানুষও আপন হয়ে ওঠে। বন্ধুত্বের সম্পর্ক অনলাইন থেকে অফলাইনে গিয়ে স্থায়ী ভিত্তি লাভ করে।
মিসু
হয় হয়ত , তবে আমার নিজের এবং চেনা জানা মানুষের অভিজ্ঞতা একটু ভিন্ন । খুব কম সম্পর্ক স্থায়ী হয়। ধন্যবাদ আপনাকে ।
ছাইরাছ হেলাল
বহুকাল পরে দেখলাম ।
সম্পর্ক ই সম্পর্কহীনতা তৈরি করে ।
অতএব সম্পর্ককে না বলুন ।
মিসু
কত মাসে এক কাল হয় হেলাল ভাই ? 🙂 অটো না হয়ে যাচ্ছে সব ।
ছাইরাছ হেলাল
নানা টানাপোড়নের মাঝেই আমাদের বাস । তা সত্বেও যোগাযোগ থাকুক বা না থাকুক
আমরা অনেক কিছুই ভুলে যাই স্বাভাবিক নিয়মে । কিছু হলেও আমারা মনে রাখার মত করেই মনে রাখি
নিঃশব্দে । ভুল মানুষ কে বন্ধু ভাবি , সত্যি বন্ধুকে উপেক্ষা করি । ইচ্ছে করে নয় , ভুল করেই করি ।
তবুও জীবন জীবনের মতই ।
আমরা তো আমরাই , এখনও ।
একটু সময় দিলে মন্দ কাটবে না , তা কিন্তু আপনি জানান ।
পোস্ট দিয়ে কেউ খোঁজ করল কীনা শুধু রাগ করলেই এমন প্রশ্ন আসে ।
ভাল থেকে আরও রাগী রাগী পোস্ট দিন ।
প্রহেলিকা
শুধু অনলাইন না যোগাযোগ না থাকলে কোনো সম্পর্কই টিকে থাকে না। সম্পর্কের প্রধান বিষয়টাই হল আন্তরিকতা। এমনকি আন্তরিকতা থাকলে অনলাইন সম্পর্কও টিকিয়ে রাখা সম্ভব কারণ অনলাইন আমরা ভিন গ্রহের কোনো প্রাণীর সাথে সম্পর্ক করছি না । অনলাইনে যাদের সাথে সম্পর্ক করছি তারাও কিন্তু মানুষ। আন্তরিকতা দরকার সব সম্পর্কের মাঝেই। ভাল থাকুন শুভ সকাল। -{@
মিসু
আন্তরিকতাই হচ্ছে সম্পর্কের ভিত্তি । তবে এ নিয়ে কিছুটা বিভ্রান্ত আমি। অনেককেই দেখি আন্তরিক। না থাকলে মরে যাবো টাইপ । কিন্তু যখন কেউ সত্যি সত্যি থাকেনা , তখন কেউ তাঁকে মনেই রাখেনা। এমন দেখেছি আমি। ব্যাতিক্রম হয়ত আছে ।
শুন্য শুন্যালয়
সম্পর্কের নাম অনলাইন এতেই আমার আপত্তি.
দুরে গেলেই ভুলে যাবে এটা আমার মনে হয়না, জরুরি নয় মেসেজ দিয়ে বা ওয়ালে সারাক্ষণ নক করবে.
আন্তরিকতা থাকলে যেকোন সম্পর্কই টিকে থাকে .. -{@
মিসু
হবে হয়ত । আপনার অভিজ্ঞতা হয়ত ভিন্ন । তবে আমার অভিজ্ঞতা হচ্ছে , সারাক্ষণ অন্তরের মাঝে বাস করা মানুষ মাঝে মাঝে প্রচন্ড শত্রু হয়ে যায় । ভালো থাকুন আপনি।
মা মাটি দেশ
একনাগারে কিছুদিন অনলাইন থেকে দুরে থাকুন। দেখুন আপনাকে কতজন মনে রেখেছেন? এর সাথে আমি দ্বি মত পোষন করব।কারন আপনিই সোনেলায় এসেছেন অনেক দিন পর যা হেলাল ভাইয়া কমেন্টসে বলেছেন..মনে যদি নাই থাকতেন তবে হেলাল ভাইয়া কি ভাবে বললেন।আমিও বলব নিয়মিত আমাদের সাথে থাকুন দেখবেন আমরা আপনাকে ভূলবনা।ভূলাটা মনের ব্যাপার। -{@ (y)
মিসু
আমাকে এখানে কেউ মিস করেনি । করলে পোস্ট আসতো 🙂 এটিই বাস্তবতা ।
জিসান শা ইকরাম
অন লাইনের অধিকাংশ সম্পর্কই স্থায়ী হয়না , কিছু কিছু সম্পর্ক স্থায়ী হয় ।
আমার নিজের সাথের সম্পর্ক স্থায়ী হয়নি এমন উদাহারন তুমি জানো ।
আবার স্থায়ী হয়েছে – এমন উদাহারনও তুমি জানো ।
তোমার সাথে পরিচয় হয়েছিল অন লাইনেই , যে সম্পর্ক টিকে আছে এখনো । যে কারনেই তুমি এখানে আসো ।
কেনো স্থায়ী হয়না ? এটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে । অন লাইনের সম্পর্ক শুরু হয় বেশী বয়সে, যে যার নিজস্ব চিন্তা ভাবনায় অনড় থাকে , যার ফলে সংঘাত দেখা যায় । এই বয়সে এসে অন্য কাউকে বুঝতে সমস্যা হয় । কেউ কারো কাছে ছোট হতে চায় না । এ ছারা আছে নতুন বন্ধু পাবার আকাংখা । নতুন মুখের সন্ধানে থাকে প্রায় সবাই ।
যাই হোক অনেক দিন পরে আসলে সোনেলায় । আবার কবে আসবে ? 🙂
মিসু
আপনাকে ঘিরে থাকা শ্নেহের মানুষ গুলো এখন কোথায় জিসান ভাই ? যারা একটি মুহূর্ত আপনাকে ছারা চলতে পারতো না , যাদেরকে আপনি আপনার পরিবারের সদস্যদের মত মর্যাদা দিয়েছেন , সে সব সদস্যরা কই এখন ? উদাহারন আর দিলাম না । আমরা দুজন আপনাকে ঘিরে থাকা অসংখ্য মানুষদের মাঝে খুব ছোট ভগ্নাংশ মাত্র। এটি উদাহারন হতে পারে না ।
স্যরি জিসান ভাই , অনেক কথা লিখে ফেললাম।
আদিব আদ্নান
এতদিন পড়ে এলেন , তাও না আসার মত করেই ।
কেউ কেউ হয়ত কাউকে মনে রাখে না জানিয়েও , আমি এমন মানুষের
দেখা পেয়েছি ।
মিসু
আনন্দিত মনে রাখার জন্য 🙂 কেমন আছেন ভাই ?
ঘুমন্ত আমি
যে সম্পর্ক শুরু হয় উদ্দেশ্য হীন ভাবে সেটা শেষ হয় একই ভাবে!