অন লাইন সম্পর্ক

মিসু ২২ মার্চ ২০১৪, শনিবার, ০১:০৭:১৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

কেউ কাউকে চিনিনা জানিনা তারপরেও ফেইসবুকের কল্যানে জেনে যাচ্ছি আমরা জন্মদিন। উইশ করি।  অথচ এমনো হয়,  আপন ছোট ভাইকে হয়ত উইশ করা ভুলে যাই।

চোখের সামনে থাকাটা জরুরী অনলাইনে। সামনে আছেন,  শুভাকাংখীর অভাব নেই। আপু আপি আপুনি ভাই ভাইয়া কত ধরনের ডাক।  একনাগারে কিছুদিন অনলাইন থেকে দুরে থাকুন।  দেখুন আপনাকে কতজন মনে রেখেছেন?  অবাক হয়ে দেখবেন,  যাদের কাছে একসময় আপনি অপরিহার্য ছিলেন,  এখন কত শীতল ফিডব্যাক তাদের কাছে। আপনার স্থান দখল করে নিয়েছে অন্য একজন।

বেশীদিন কেনো স্থায়ী হয়না অন লাইনের সম্পর্ক? আপনাদের মতামত আশা করছি। ভালো আছেন তো সবাই (3

৬৯৪জন ৬৯৪জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ