একটু অন্যরকম সে এখন, একটু যেন রকমফের, একটু যেন কেমন-কেমন,
কেমন সে রকমটি? তা জানিনে, জানি, কিন্তু বলবো-না, বলত দিচ্ছে না-তো;
অনায়াস মসৃণ জবরদস্তি-হীন হাসিতে বিভাজিত, বিবর্তিত!
(আমি) ভাবি, রকম অবশ্যই অন্য, অনন্যতা বলছি-নে;
সে এখন কথা বলে পথপার্শ্বে জানা/অজানা ফুলেদের সাথে,
সে এখন কথা বলে দীর্ঘক্ষণ, ঝাল-মুড়ি ওয়ালা/ফুসকা বিক্রেতার সাথে,
মসজিদের হুজুরের সাথে, ফুটপাথের পাজামা বিক্রেতাদের সাথে,
কত কত আপন আপন সে পরণ-কথা!
গ্রিন-বাসে চড়ে চষে বেড়ায় জনারণ্যের এই শব্দ-শহরে;
অকস্মাৎ পেয়ে যায় দারুণ সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর।
এতো এতো আলোর ঝড়েও আধখানা চাঁদ উঁকি দেয়, ঐ আড়াল-বাঁকে,
মনের গভীরে এঁকে রাখা একটি আধো-মসৃণ ছবি পিছু ডাকে বারে বারে;
প্রসন্ন হও হে অবিশ্বস্ত প্রতিশ্রুতি, অকৃপণ উত্তাপের উদ্দাম কলেবরে।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
যে রকম, যে ভাবেই থাকুক সে,
দিনাতিপাত করুক চাঁদেদের সাথে,
ভাল আর আনন্দে থাকুক সে সারাক্ষণ।
ছাইরাছ হেলাল
আপনার সুন্দর কামনা পৌঁছে যাক ‘জায়গামত’ এ কামনা করছি।
মায়াবতী
অন্যরকম সে যে কি বিস্ময় ! অন্য রকম না হলে হয়তো পিছুটান টা থাকতো না কবির, তাই না ??? 🙂
ছাইরাছ হেলাল
খালি কঠিন কঠিন প্রশ্ন করে!
অবশ্য কবি স্বভাবিরা এমন-ই হয় আপনাকে দেখে ঠিক-ই বুঝতে পারছি!!
পথহারা পাখি
সবসময় যেন অন্যরকমই থাকে সে -{@ (3 (y)
ছাইরাছ হেলাল
আপনার কামনা যেন বিধাতা গ্রহণ করেন, তাই-ই কামনায় রাখছি।
পড়ার জন্য ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এ-রকম,সে-রকম বা সব রকম বাদ দিয়ে অন্য-রকম-সে,,তাইতো ব্যতিক্রম।আকাশের পানে হা-য়ের মুখে ফুসকা ঢুকে যাওয়ার দৃশ্যতে যে শিল্প থাকে এটা শুধু ব্যতিক্রমিই বুঝতে পারে।আর আরবের খোরমা-খেজুরের স্বাদ ,,ওটাই বা বোঝে ক-জন ?অন্য রকম-সে থাকুক অন্যরকম হয়ে আমাদের ভালো লাগায়। -{@
ছাইরাছ হেলাল
এ দেখছি ফুসকা প্রেমী!!
ফুসকা খাওয়ার দৃশ্যে শিল্প থাকে কী-না জানি-নে,
তবে সে দৃশ্য অতিব মনোহর/মনোরম তা আপনিও জানেন, বোধ করি ভাল করে ভাল ভাবেই জানেন!!
কাঁচা খেজুরের স্বাদ আসলেই ‘অন্যরকম’!!
সাবিনা ইয়াসমিন
কি বলি,,কি বলতে কি বলে ফেলি
ভয়ে থাকি খুবই,
যদি না মিলে ভাবের প্রকাশ
হবে কি অপরাধ !!
ছাইরাছ হেলাল
ইহা কোন বিচার সভা নয়
শুধু ভয় হয়, কবিতায়!
রিতু জাহান
আচ্ছা খুব বুঝি পর্যবেক্ষণ করা হচ্ছে!
যে যেমন থাকতে পছন্দ করে থাকুক না।
এলোমেলো ঘোরাফেরা ভালোই লাগলো গুরুজি।
কেমন আছেন জানতে চাইব না। তবে আশা করি ভালো আছেন। ভালো থাকুন সর্বক্ষণ।
দোয়া চাই।
ছাইরাছ হেলাল
হ্যাঁ, আপনি ধরে ফেলেছে, এই একটু দেখি-টেখি আর-কী!!
সেই দেখি বলে/ দেখতে পাই বলেই আপনাদের কাছে তুলে ধরতে পারি।
আল্লাহ আমাকে যেখানে যেমন রাখেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি, যদিও তা অনেক কঠিন।
অপারেশন টেবিলে প্রচণ্ড যন্ত্রণায় তাঁর কাছেই সাহায্য চাই।
আল্লাহ আপনাকে ভাল রাখবেন অবশ্য-ই।
মোঃ মজিবর রহমান
সে সেরকম, যা্ যা ভাল লাগে, করুক সে, মেতে থাক তাঁর মত।
সাধের মরুভূমির কাঁচাপাকা খেজুর। দারুন।
কাচা খেজুর তা অন্যন্য।
ছাইরাছ হেলাল
আচ্ছা। সে থাকুক তার-ই মতন।
খেজুরময় হোক সারাক্ষণ।
মোঃ মজিবর রহমান
কাচা খেজুরটো অনেক দামী ভাই। খেজুরময় হতে হলে টাকা লাগবে।
ভাল থাকুন বস।
ছাইরাছ হেলাল
দাম কোন ব্যাপার না,
অল্প-ই না হয় নিলেন/খেলেন।
আপনিও ভাল থাকবেন।
নীলাঞ্জনা নীলা
ঘটনা কি বলুন তো? আগে সেটা সত্যি সত্যি জানান, তারপর নয় আবার আসবো।
ছাইরাছ হেলাল
ঘটনা কী মানে!!
ঘটনা তো আপনি!!
আপনাকে পাই না, কবিতা দেন না, তাই যত্তসব আবজাব!!
নীলাঞ্জনা নীলা
আমাকে খোঁজার কারণ? ;?
ছাইরাছ হেলাল
আপনি ব্লগের গুরু কবি!!
আপনাকে খুঁজব না-তো কাকে খুঁজব!!