= এমন উদাস চোখে কি দেখছো?
// মৃত্যু।
= ওমা সে কি কথা? ঐ দুরে তাকিয়ে আছো সে কি করে মৃত্যু হতে পারে?
// হ্যা আমি তাকিয়ে আছি ঐ দূরে। সেখানে তুমিও তাকাও। কি দেখছো?
= অন্ধকার। তুমি কি সেটাকে “মৃত্যু” বলছো?
// হ্যা।
= অন্ধকার কি ভাবে মৃত্যু হতে পারে?
// তুমি কি কখনও মৃত্যু দেখেছো?
= নাহ!
// তবে সেটা অন্ধকারের অন্য একটা নাম বা রূপ নয় সে কেনো ভাবছো?
= তবে তোমার কাছে জীবন মানে কি?
// ” আলো”। লাইটস। লাইটস অফ লাইফ অফ। জীবন আর মৃত্যুর মাঝে যা আছে তা অজানা। তার মানেই অন্ধকার।
= খুব জটিল কথা।
// আচ্ছা রাখো ও সব কথা। বাইরে চাঁদ উঠেছে কি না সেটা বলো?
=হ্যা। সুন্দর একটা চাঁদ উঠেছে। পুকুরপাড়ে আম গাছের নিচে টুল পেতে বসবে না কি?
// হুম। বসা যায়। চল তবে বসি।
= ঠিক এই মুহূর্তে কি ভাবছো?
// উম! খুব জটিল কথা ও তুমি বুঝবে না।
= আহা চেষ্টা করব দেখোই না। তুমিই তো বল ” না” বলে কোন শব্দ নাই। এটা শব্দ ভান্ডারের একটা আগাছা।
// থাক আর লজিক দেখাতে হবে না। ভেবে দেখি বলা যায় কি না!
=প্লিজ প্লিজ প্লিজ বলো।
// উফ তুমি একটা ভাঙা টেপ রেকর্ডার। একবার চালু হলে থামতেই চাও না। একটু ভাবতে দাও। ভাবতেই ভালো লাগছে। 🙂
= আচ্ছা তোমার যা মর্জি হয় কর।
// আহা মুখভার করছো কেনো? তবে শোন। মানুষের ক্লোন তৈরি হয় সে তুমি জানো?
= 🙂 হ্যা জানি।
// ভেড়া, ছাগল,ইঁদুর, কুকুর এদের ও ক্লোন হয়।
= হুম হতে পারে। কিন্তু আবার উদ্ভট কিছু ভাবছো কি? ;?
// হয়তো বা।
= ভেঙে বল। আমি খুব কিউরিয়াস।
// সৃষ্টিকর্তারর অনন্য সৃষ্টি মানুষের ক্লোন হয়।তবে আমি চাঁদের ক্লোন করবো।ভালোবাসা ক্লোন করবো। শক্তি, সাহস,আবেগের ক্লোন করবো।আদর আর সময়,এদের ও ক্লোন করে তা সময়ের কাছেই জমিয়ে রাখবো। খুব মেপে মেপে রাগ,ঘৃণা, আর অভিমানের ও ক্লোন করতে চাই। 🙂 🙂
= আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। এ যে বড্ড ভয়ংকর।
// হা হা হা তুমিই ভেবে দেখো বোকা কোথাকার!
১১৮টি মন্তব্য
সীমান্ত উন্মাদ
একান্ত অনুভূতির কথোপকথন তো দেখি ভালই চলছে। বাহ চমৎকার। প্রলাপগুলো ভালছিল।
যার প্রতিই হোক ভালোবাসাটা যেন টু দি পাওয়ার ইনফিনিটিই হয়। শুভকামনা নিরন্তর।
মেহেরী তাজ
প্রলাপ প্রলাপ ছিলো তাও ভালো লাগলো? ধন্যবাদ ভাইয়া।
আবু খায়ের আনিছ
ভালোবাসার ক্লোন, বিস্ময়কর ভাবনা।
মেহেরী তাজ
সব কিছুই বিষ্ময়কার যদি আপনি ভাবতে পারেন।
আবু খায়ের আনিছ
ভাবনার আকাশটা উন্মুক্ত, মাঝে মাঝে একটু অন্যরকম ভাবনা ভালোই লাগে। 🙂
মেহেরী তাজ
একঘেয়েমি তে ভরে গেলে অন্যরকম কিছু চলেই আসে। ধন্যবাদ। 🙂
আবু খায়ের আনিছ
🙂 🙂 🙂
মেহেরী তাজ
😀 😀 😀
জিসান শা ইকরাম
” সৃষ্টিকর্তারর অনন্য সৃষ্টি মানুষের ক্লোন হয়।তবে আমি চাঁদের ক্লোন করবো।ভালোবাসা ক্লোন করবো। শক্তি, সাহস,আবেগের ক্লোন করবো।আদর আর সময়,এদের ও ক্লোন করে তা সময়ের কাছেই জমিয়ে রাখবো। খুব মেপে মেপে রাগ,ঘৃণা, আর অভিমানের ও ক্লোন করতে চাই। ”——- এই ভাবনাকে কি বলবো ভেবে পাচ্ছি না। ভাবনায় মুগ্ধ হয়ে গেলাম তাজ।
লিখতে থাকো
শুভ কামনা।
মেহেরী তাজ
এতো মুগ্ধ হলে হপে…. :p
ধন্যবাদ দাদা…. 🙂
অরুনি মায়া
এমন ভাবনা আমি জীবনেও ভাবতে পারতাম না।
তুমি ই পার 🙂
নিজের সাথে নিজে কথা বলা কঠিন কাজ।
আমি চেষ্টা করেও পারিনি আজও।
ভাল লেগেছে তাজমনি 🙂
মেহেরী তাজ
হ্যা শুধু আমাক দিয়েই এমন ভাবনা সম্ভব আপনাকে দিয়ে সম্ভব নয়। :p
আপু আপনার ভালো লাগছে তো আর কি চাই???? \|/
অরুনি মায়া
ইশশশশ খুশিতে নাচছে আমার পিচ্চি টা 🙂
মেহেরী তাজ
আপনি খুশি হইছেন আর কি লাগে?!
আচ্ছা আপনি কি কাঁদতে বলছেন??? 🙁
অরুনি মায়া
আমি সাতার জানিনা তুমি কি আমারে ডুবায়ে মারতে চাও??? :@ (3
মেহেরী তাজ
আপনি আমাকে কাঁদায়ে মারতে চাইলে আমি তো আপনাকে ডুবায়ে মারার চিন্তা করবোই। :p :p
অরুনি মায়া
নীতেশের সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছ তাইনা। যাও যাও সব (3 ক্যান্সেল :@
মেহেরী তাজ
আপু ও আপু আপু ও আপুটা….
রাগ করে না গো। আমি তো জানি আপনি ভালো। 🙂
আচ্ছা আমি হার্ট দিচ্ছি। (3
ফুলও দিচ্ছি -{@ প্লিজ প্লিজ প্লিজ
নীতেশ বড়ুয়া
;?
মেহেরী তাজ
আমার কি চিন্তা করছেন?
দিলেন তো আপুর সাথে আমার সম্পর্কর ১২ টা বাজায়ে। :@
নীতেশ বড়ুয়া
চিন্তা করছি দিনের বারোটা নাকি রাতের বারোটা! ;?
মেহেরী তাজ
দুটারই ১২ টা….. :@
নীতেশ বড়ুয়া
চলে এসছে :D)
মেহেরী তাজ
কই কই কই…….?
মিথ্যা কথা ;?
নীতেশ বড়ুয়া
উয়েত উয়েত… চলে আসছে 😀
অরুনি মায়া
আড়ি আড়ি আড়ি
যাবনা তোমাদের বাড়ি,,,,,,,, :@
নীতেশ বড়ুয়া
😀 (3 -{@ (3 -{@ 😀 উয়েক্কাম্ববেক 😀
অরুনি মায়া
দাঁত দেখিয়ে লাভ নেই।
হুহ,,,,,
মেহেরী তাজ
হুম ঠিক নীতেশ দার সাথে আড়ি,যাবো না উনার বাড়ি….
তাই না অরুনি আপু। 🙂
নীতেশ বড়ুয়া
🙁 🙁 🙁 :p :p :p :p
অরুনি মায়া
জি না তোমরা দুইজন ই ষড়যন্ত্রকারী।
তোমাদের কারো বাড়িই যাবোনা।
আড়ি আড়ি আড়ি,,,,,,,,, :@
মেহেরী তাজ
নীতেশেদা ও নীতেশদা এসব কি বলে অরুনি আপু??? 🙁
নীতেশ বড়ুয়া
উনি আসলে নতুন পোস্টের জন্য ভাবনার সময় চাইছেন 😀
অরুনি মায়া
হুহ,,,,,
মেহেরী তাজ
উহু আমি ঘুমানো আর ব্যাগ গোছানো তে ব্যস্ত ছিলাম।
নীতেশ বড়ুয়া
ঘুমের ঘোরে কার ব্যাগ গুছাইলো তাজাপু কে জানে! :p
মেহেরী তাজ
নিজের ব্যাগ গোছাইছি।
একটা কাজ আছে না? শিউলি দিয়ে শুন্য শুন্যালয় লেখা।
সেটা করার জন্য হোস্টেল যাচ্ছি আজ। 🙂
নীতেশ বড়ুয়া
আহালে 🙁 🙁 🙁
অরুনি মায়া
নীতেশ ওকে আটকান ও কিন্তু বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে,,,,
মেহেরী তাজ
আমাকে নিয়ে পালাবে কে??? ;(
মিথ্যা আরোপ লাগানো হচ্ছে কেন। 🙁
মূল কথা হলো আম্মা আমাকে চলে যেতে বলছে। 😀
অরুনি মায়া
হা হা হা শংখুনী রে কেউ বেশিদিন কাছে রাখতে চায়না (3
মেহেরী তাজ
আপনি আপনি এই কথা বলতে পারলেন??? ;( ;(
নীতেশ বড়ুয়া
অ্যায় হায়!!!!!!!!!!!!!!!!! :D)
মেহেরী তাজ
এসেই হা হা হা হা??? ;?
শুন্য শুন্যালয়
আলোতেও মৃত্যু দেখেছি ঢের
দেখেছি পুরে যেতে জমকালো সোনালী রং এ।
ঘুটঘুটে অন্ধকার করে ঘর, যখন শুনেছি মেহেদী হাসান
“সক্রেটিস খুঁজে ফিরি তোমার বিষের পেয়ালা”
জেনেছি বিষেও জীবন থাকে।
……………………,………. ভালোবাসা আর আবেগের ক্লোন করতে চাস পাগলী, আবেগ ই তো সব ধ্বংশ করে দিলো রে!! সময়ে,, চাঁদের ক্লোন, উহ ভাবতেই শিরশির করে উঠলো। কি করে ভাবছিস এসব? তুই জানিস তোকে কি ভাবি আমি? বাক্স বন্দী ফুলকি।
অসাধারন লেখা পিচ্চি ভূত। (3 -{@
মেহেরী তাজ
আপু আমি ভাবছি সবার আগে চাঁদ আর ভালোবাসারই ক্লোন করবো।
বলেন কার ভালোবাসা?
কিন্তু আবেগ সব ধ্বংস করে দিচ্ছে? তাহলে ওটা কি ছেড়ে দেবো? ;?
আপু আমি বাস্ক বন্ধী ফুলকি? তবে ভবিষ্যতে কি আমি সব কিছু জালিয়ে দেবো? পুরিয়ে দেবো???? ;(
শুন্য শুন্যালয়
জ্বালিয়ে পুড়িয়ে রান্না হয় পিচ্চি ভূত, ইট পুড়িয়ে বাড়ি। মন পুড়িয়ে নিখাদ সোনার খনি।
আমার ভালোবাসা ক্লোন কর 😀
মেহেরী তাজ
সত্যি মন পুড়িয়ে নিখাদ সোনার খনি হয়?
হ্যা আপনার ভালোবাসারর ক্লোন করবো। 🙂
শুন্য শুন্যালয়
হ্যাঁ হয়। তবে আরো কিছু চাই, তোর ঘরের জানলার মতো একটা জানলা।
আমার ভালোবাসার ক্লোন করিস না, এতো ভালোবাসা নিয়ে বড্ড বিপদে আছি। আবেগ ইজ নট গুড। তোর চাঁদ আর সময় থেকে আমার ক্লোন চাইই চাই।
মেহেরী তাজ
আচ্ছা যা চাইবেন তাই পাবেন একদিনের জন্য হলেও। 🙂
আপু আপনার এতো ভালোবাসা আছে বলেই তো আমারা এতো এতো পাগলামি করতে পারি। 🙂
আচ্ছা আবেগের ক্লোন বাদ। সময় আর চাঁদ দিয়ে দেবো। 😀
আপু আমি আপনার দেওয়া বই পেয়েছি। পড়াও শেষ।
থাংকু আপু।
অনেক গুলা লাভু………. (3 (3 (3 (3 (3 (3
শুন্য শুন্যালয়
এই মাইয়া, কই রে তুই? তোর চাঁদবদন দেখা জলদি। (3
মেহেরী তাজ
আপনি ডাকবেন আর আমি আসবো না তা কি করে হয়। চলে এসেছি আপু। 🙂
নীতেশ বড়ুয়া
আমি জানতাম ;?
আমি জানতাম এমন মারাত্মক এক পোস্ট নিয়ে হাজিরা দিতে চলেছেন তাজা বন্দুক ও তাজা গুলতির একমাত্র অধিকারিণী তাজাপু।
ইয়ূহ ইয়ূহ \|/
মেহেরী তাজ
আমি ভাবছি আজ গুলতি হাতে ছবি তুলবো। আপনাকে দেখাতে হবে না???? :D)
আপনি কই গেছেন, হারায়ে গেছেন নাকি।
ইয়ে সারাদিন এতো মন্তব্য করেন কেনো?? আমার পজিশন ডাউন হয়ে গেলো। 🙁
নীতেশ বড়ুয়া
আমি সারাদিন থেকেও মাস শেষে দেখি অরুনি মায়া আমার চাইতে শ’তিনেক আঙ্গুল দূরে এগিয়ে গিয়েছেন ;(
প্লীজ গুলতি হাতে ছবি চাই এবং সেই সাথে সেই গুলতি দিয়ে কোন কাঠবিড়ালীকে শিকার করলেন তা \|/
মেহেরী তাজ
আচ্ছা উনি কি কোন চিটিং করেন? তা না হলে এমন হবে কেনো? ;?
আমি মারবো কাঠবিড়ালি? ভ্যা…….
সেদিন ইঁদুর মারা যন্ত্র দিয়ে একটা এয়া বড় ইঁদুর মেরে আর কান্না থামায় কে?
নীতেশ বড়ুয়া
চিটিং না হলেও টীচিং করেন মে’বি ;?
ঈ৬দুর মারা যন্তর পঁসা, গুলতি ভাল 😀
মেহেরী তাজ
টীচিং যে করেন না সেটা আমি ১০০০% শিওর।
গুলতি ভালো হলের কাঠবিড়ালি পঁসা, আমায় ভেংচি কেটে পালায়ে যায়। ;(
নীতেশ বড়ুয়া
চিটিং করে না সেটাতে আমি X00000% চিউর।
তাইলে আপনার তাজা বন্দুক দিয়ে
মেহেরী তাজ
X এর মান কি ইনফিনিটি??? :p
হুম ট্রাই করা যেতেই পারে। 🙂
নীতেশ বড়ুয়া
ইয়েচ্চচ্চচ্চচ্চচ্চচ্চ… ইনপিনিঠি 😀
মেহেরী তাজ
আচ্ছা এর সম্ভাব্য মান প্লাস না মাইনাস…..? :@
অরুনি মায়া
কিইইইইইই আমি চিটিং করেছি। 😮
এত্তবড় মিথ্যে অপবাদ। :@
এত বড় অনাচার। :@
আমি সাদাসিদে মানুষ আর আমার সাথে এহেন আচরণ। ;(
মানব না আমি। কিছুতেই মানবনা।
যান নীতেশ আমি শীর্ষ মন্তব্যকারীর স্থান টা আপনারে দান করে বনবাসে চলে গেলাম ^:^
মেহেরী তাজ
আপু আপনি চলে যাবেন মানে?? :@
আমি নীতেশদা কে খাইছি…..
নীতেশ বড়ুয়া
(-3 ;(
মেহেরী তাজ
আপনি কান্নাকাটি করে বন্য আনেন আর আপনার হার্ট হার্ডলি ভেঙে চার টুকরা হয়ে যাক। অরুনি আপু ফিরে না আসা পর্যন্ত আপনার সাথে কোন কথা নাই। ^:^ -:-
নীতেশ বড়ুয়া
;?
মেহেরী তাজ
;? ;? ;?
নীতেশ বড়ুয়া
:D)
মেহেরী তাজ
:p :@ :@
নীতেশ বড়ুয়া
^:^ ^:^
অরুনি মায়া
তোমারা দুটোই পঁচা,,,,,,
আমি মন্তব্য করবোনা করবোনা বাসসসসসসসস,,,,,,,, :@
নীতেশ বড়ুয়া
উহহহহহহহ ন্যুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ (-3
মেহেরী তাজ
হুম নীতেশদার সাথে কোন কথা নাই। আমি পঁচা নয় তো। এবার কি আমি কান্না করা শুরু করে দেবো অরুনি আপু????? 😉
নীতেশ বড়ুয়া
:c :c := :=
অরুনি মায়া
একজন কান্দার হুমকি দেয় আর আরেকজন টা টা দেয়। এই ছিল আমার কপালে,,,,,,
;(
মেহেরী তাজ
অরুনি আপু আপন আপনাকেই বলছি ইহা নীতেশদার এককক ষড়যন্ত্র। আমাদের সম্পক্ক নষ্ট করারা ধান্দা। একটু বুঝেন। 🙁
অরুনি মায়া
আমি কি তবে এই কথা বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাব? 🙁
মেহেরী তাজ
আপু চিন্তা করতে পারেন আপনি আমাকে এই তাজ কে বিশ্বাস করতে পারতেছেন না। এটা কত্তবড় ষড়যন্ত্র ভেবে দেখেন।
অবশ্যয় নিশ্চিন্তে ঘুমাবেন। আমি আছি না??? 🙂 (3
অরুনি মায়া
হা হা হা হাসতে হাসতে আমার পেট ব্যাথা হয়ে গেল,,,,,
মেহেরী তাজ
কেনো এখানে হাসির কি হলো??? ;? ;?
অরুনি মায়া
ইইইইইইইইইইইই ^:^
নীতেশ বড়ুয়া
:c :v
মেহেরী তাজ
কিইইইইইইইইইইইই?????
নীতেশ বড়ুয়া
\|/
অরুনি মায়া
(3
মেহেরী তাজ
ইহা কার জন্য। অরুনি আপু???
নীতেশ বড়ুয়া
-{@
নীতেশ বড়ুয়া
:D) :D)
অরুনি মায়া
এটা তোমার জন্য তাজমনি। নীতেশ তো পরপুরুষ তার উপর কন্যা দায়গ্রস্ত পিতা তারে আমি হার্ট দেই কোন ভরসায়,,,,, :p
মেহেরী তাজ
নীতেশদা আপনি রাস্তা মাপতে পারেন। :D) \|/
নীতেশ বড়ুয়া
আমি মোটেও কন্যাদায়গ্রস্থ নই :@
বর্তমানে ১৬দিনের নাতনিদায়গ্রস্থ 😀
নীতেশ বড়ুয়া
পুরুষ সব সময়েই পর হয়। ফুল দিলেই তবে আপন :D)
তাজাপু, রাস্তা মাপতেই চলে এসেছি :D)
মেহেরী তাজ
কোন ফাঁকতালে যেনো এসব করে রেখেছেন। আমি তা খেয়াল ঈ করি নি…. ;?
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু সময়ের ক্লোন করে ফেললে। কি আর বলবো! ভাবছি কি বলা যায়! ;? তারপর বলবো, কেমন?
এখন আদর আর উম্মম্মম্মম্মম্মমাআআআআ দিলাম। -{@ (3
মেহেরী তাজ
আচ্ছা আপু আদর বাস্কবন্ধী করে ফেললাম। আর উম্মা…… \|/
আর কি বলেন তার অপেক্ষাই থাকলাম। 🙂
ছাইরাছ হেলাল
দেখবেন সব ক্লোন করে করে আসল আবার হারিয়ে না যায়।
নিজের ক্লোন করে বসবেন না যেন, তাহলে কিন্তু আমাদের ভারী বিপদ।
লাল চোখের ভালোবাসা বেশ জটিল, চলুক।
আমারাও চাই মোর এবং মোর।
মেহেরী তাজ
না না না সব কিছুর ক্লোন করবো না আর নিজের তো নয়ই। এক তাজের অত্যাচার আর পাগলামো তেঈ সবায় অতিষ্ঠ হয়ে আছে আর একটা আসলে না জানি হয়য়……
লাল চোখের ভালবাসা খালি জটিলই নয় ভয়ংকর ও।
তাও চেষ্টা করছি চালিয়ে যাবার। 🙂
ছাইরাছ হেলাল
আমাদের ও একটি সাথে নিয়েন।
মেহেরী তাজ
রবীন্দ্রনাথ যতই বলুল আমার কি একলা চলার সাহস আছে?
আপনাদের সাথে নিয়েই চলতে চাই। 🙂
স্বপ্ন
আপু,আমার মনে হয় এটি আপনার প্রকাশিত লেখার মাঝে সেরা লেখা। ক্লোন নিয়ে আপনার ভিন্নতর চিন্তায় অবাক হলাম।
মেহেরী তাজ
ভাইয়া ক্লোন করার বিষয় টা একবার ভেবে দেখেছেন??
অনেক ধন্যবাদ ভাইয়া। 🙂
মেহেরী তাজ
ভাইয়া ক্লোন করার বিষয় টা একবার ভেবে দেখেছেন??
অনেক ধন্যবাদ ভাইয়া। 🙂
রিমি রুম্মান
নিজের সাথে নিজে কথা বলা… ভাবনা… অনুভূতি __ অন্যরকম সুন্দর। -{@
মেহেরী তাজ
অনেক ধন্যবাদ আপু। 🙂
লীলাবতী
তাজ,অবাক হচ্ছি খুব।কত ভিন্ন ধরনের চিন্তা ইদানীং করছো তুমি।তোমার ব্রেইনের কিছু অংশ আমাকে দিয়ে দাও তো ঝটপট।চেষ্টা করে দেখি তোমার মত কিছু লেখা যায় কিনা। -{@ (3
মেহেরী তাজ
আপু আপনি যা লেখেন তা কি আমি পারি? আপনি তো আপনি।
যাক তাও আপনি চাইলে আমি আমার ব্রেইন ক্লোন করে আপনাকে পুরোটাই দিতে পারি। উক্কে……… 😀
লীলাবতী
উক্কে 🙂 স্বপ্নের মন্তব্যের সাথে একমত।আমারো মনে হচ্ছে এটি তোমার সেরা লেখা।
মেহেরী তাজ
🙂 🙂 🙂
ইমন
🙂
মেহেরী তাজ
;?
ব্লগার সজীব
ওস্তাদি লেখা কাকে বলে, এই লেখা তার উদহারন 🙂 ওস্তাদ সামনে আগান,পিছনেই আছি আমি আপনার।
মেহেরী তাজ
শিষ্য পিছনে কেন সাইডে আসো। পেছনে থাকা মানুষ জন কে আমার ভয় লাগে। 🙁
ব্লগার সজীব
আচ্ছা আচ্ছা তাহলে সাইডেই আসি।তবে এক ধাপ পিছনে।ওস্তাদের সমান সমান হাটা উচিৎ না।তাইনা ওস্তাদ?
মেহেরী তাজ
হুম এবার ঠিক আছে 🙂
অরণ্য
“আজ একটু আদর চাও?
ক্লোন করা আছে গায়ে মেখে নাও।
একটু বেশি সময় চাও?
অনেক আছে নিয়ে নাও।
মনটা খারাপ? ছোট্ট চাঁদ মামা?
সময়ের কাছে বড় আছে জমা।
শক্তি তোমার ফুরিয়ে এলো?
নেই কোন হুস!
আছে সবই ক্লোন করা
হারায়ে ফেলো না সাহস।” (y) (y)
তুই তো দারুন ভাবিস রে! 🙂
থামিস না কোনদিন, মাঝে মাঝে একটু জিরিয়ে নিস।
তোর জন্য অনেক শুভ কামনা। 🙂
অরণ্য
তোকে একটা লিংক শেয়ার করছি তোর ভাল লাগতে পারে।
http://www.bodylanguageexpert.co.uk/scienceofbodylanguage.html
তবে বেশি জানা ভাল না। … 😀
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া। 🙂