অনুভূতি_তাও আবার একান্ত

মেহেরী তাজ ১ অক্টোবর ২০১৫, বৃহস্পতিবার, ১০:০৭:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ১১৮ মন্তব্য

= এমন উদাস চোখে কি দেখছো?
// মৃত্যু।
= ওমা সে কি কথা? ঐ দুরে তাকিয়ে আছো সে কি করে মৃত্যু হতে পারে?
// হ্যা আমি তাকিয়ে আছি ঐ দূরে। সেখানে তুমিও তাকাও। কি দেখছো?
= অন্ধকার। তুমি কি সেটাকে “মৃত্যু” বলছো?
// হ্যা।
= অন্ধকার কি ভাবে মৃত্যু হতে পারে?
// তুমি কি কখনও মৃত্যু দেখেছো?
= নাহ!
// তবে সেটা অন্ধকারের অন্য একটা নাম বা রূপ নয় সে কেনো ভাবছো?
= তবে তোমার কাছে জীবন মানে কি?
// ” আলো”। লাইটস। লাইটস অফ লাইফ অফ। জীবন আর মৃত্যুর মাঝে যা আছে তা অজানা। তার মানেই অন্ধকার।
= খুব জটিল কথা।
// আচ্ছা রাখো ও সব কথা। বাইরে চাঁদ উঠেছে কি না সেটা বলো?
=হ্যা। সুন্দর একটা চাঁদ উঠেছে। পুকুরপাড়ে আম গাছের নিচে টুল পেতে বসবে না কি?
// হুম। বসা যায়। চল তবে বসি।
= ঠিক এই মুহূর্তে কি ভাবছো?
// উম! খুব জটিল কথা ও তুমি বুঝবে না।
= আহা চেষ্টা করব দেখোই না। তুমিই তো বল ” না” বলে কোন শব্দ নাই। এটা শব্দ ভান্ডারের একটা আগাছা।
// থাক আর লজিক দেখাতে হবে না। ভেবে দেখি বলা যায় কি না!
=প্লিজ প্লিজ প্লিজ বলো।
// উফ তুমি একটা ভাঙা টেপ রেকর্ডার। একবার চালু হলে থামতেই চাও না। একটু ভাবতে দাও। ভাবতেই ভালো লাগছে।  🙂
= আচ্ছা তোমার যা মর্জি হয় কর।
// আহা মুখভার করছো কেনো? তবে শোন। মানুষের ক্লোন তৈরি হয় সে তুমি জানো?
=  🙂 হ্যা জানি।
// ভেড়া, ছাগল,ইঁদুর, কুকুর এদের ও ক্লোন হয়।
= হুম হতে পারে। কিন্তু আবার উদ্ভট কিছু ভাবছো কি? ;?
// হয়তো বা।
= ভেঙে বল। আমি খুব কিউরিয়াস।
// সৃষ্টিকর্তারর অনন্য সৃষ্টি মানুষের ক্লোন হয়।তবে আমি চাঁদের ক্লোন করবো।ভালোবাসা ক্লোন করবো। শক্তি, সাহস,আবেগের ক্লোন করবো।আদর আর সময়,এদের ও ক্লোন করে তা সময়ের কাছেই জমিয়ে রাখবো। খুব মেপে মেপে রাগ,ঘৃণা, আর অভিমানের ও ক্লোন করতে চাই।  🙂   🙂
= আর একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। এ যে বড্ড ভয়ংকর।
// হা হা হা তুমিই ভেবে দেখো বোকা কোথাকার!

আজ একটু আদর চাও?
ক্লোন করা আছে গায়ে মেখে নাও।
একটু বেশি সময় চাও?
অনেক আছে নিয়ে নাও।
মনটা খারাপ? ছোট্ট চাঁদ মামা?
সময়ের কাছে বড় আছে জমা।
শক্তি তোমার ফুরিয়ে এলো?
নেই কোন হুস!
আছে সবই ক্লোন করা
হারায়ে ফেলো না সাহস।= তোমার মাথা টা পুরাই গেছে। চাঁদ দেখলে পাগলামো বেড়ে যায়?
হয়েছে অনেক হয়েছে এবার ওঠ চল।
// হুম। আর একটু বসি না।
=নাহ অনেক রাত হয়েছে,আবার গরমটাও পড়েছে খুব। সাপে কাটবে। ঘরে যাও। লম্বা হয়ে শুয়ে একটা লম্বা ঘুম দাও। মাথা ব্যথা সেরে যাবে।
// আমি কি আজ তোমায় বলেছি আমার মাথা ব্যথার কথা?
= না বলনি।
// তবে তুমি বুঝলে কিভাবে? ;?
=দুই ভ্রুর মাঝে দুটা ভাজ শুরু থেকে এখন পর্যন্ত।এর মাঝে মাথার চুল টেনেছ চার বার। চোখ লাল।কথাবার্তা ভুলে ভরা।
// কিন্তু…….
=আর কোন কিন্তু নয়। পরে কথা হবে….
// আই লাভু….
= আই লাভু ইউ টু,থ্রি, ফোর,ফাইভ,সিক্স এন্ড মোর। শুভ রাত্রি।

৬৭৮জন ৬৭৮জন
0 Shares

১১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ