বেশ আগে একদিন কাজ থেকে ফিরছিলাম। পথিমধ্যে ট্রেন বদল করার উদ্দেশ্যে যাচ্ছিলাম অন্য প্ল্যাটফর্মে। অনেকখানি পথ। দ্রুত পায়ে হাঁটছি আমি এবং দলে দলে মানুষজন। একঝলক নজর গিয়ে ঠেকে একপাশে। কালো এবং চায়নিজ দুই ভিন্ন জাতীর নারী একে অপরকে আলিঙ্গন করে আছে, এবং দৃষ্টিকটু আরো কিছু… । ঘেন্নায় গা গুলিয়ে উঠে। পাশ দিয়ে হেঁটে যাওয়া’রাও তির্যকভাবে তাকায়। মুখের অভিব্যক্তিই বলে, তাঁরা কেউই ভাল চোখে দেখেনি। সেদিন আমি অনুভব করি, পাশ্চাত্য সমাজ এখনো নষ্ট হয়ে যায়নি…
২৬শে জুন এখানকার সুপ্রিমকোর্ট সমকামীদের বিয়েতে বৈধতা দিয়ে রায় দেয়। কেউ বলে__ সময়োপযোগী পদক্ষেপ… ভালোবাসার মানুষকে ভালোবাসার অধিকার… নাগরিক অধিকারের ক্ষেত্রে বড় অর্জন। কেউবা বলে__ বিয়ের প্রথাগত সংজ্ঞাটাই বদলে যাবে… মানুষ ধীরে ধীরে অনিশ্চিত অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে…
আমি বলি, আমরা না হয় নষ্টদের দিকে ফিরে না চাই…
আমাদের সমাজ, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসন মেনে চলি..
৩৬টি মন্তব্য
রাসেল হাসান
আমাদের সমাজ, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসন মেনে চলি.. (y)
সুন্দর!
রিমি রুম্মান
শুভকামনা জানবেন।
মারজানা ফেরদৌস রুবা
আমরা না হয় নষ্টদের দিকে ফিরে না চাই…
আমাদের সমাজ, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসন মেনে চলি..
এটা যদিও ঠিক, কিন্তু কয় প্রজন্ম আমরা তা ধরে রাখতে পারবো? সময়ের স্রোতে একসময় মানব সভ্যতা এভাবেই ভেঙ্গে পড়বে।
রিমি রুম্মান
এটিকে সামাজিক ভাবে সমর্থন না করলে এরা এমনিতেই নিরুৎসাহিত হবে এমন সম্পর্কে ।
সিকদার
ওই বিক্রত মনাদের জন্য ঘ্রনা ছাড়া আর কিছুই নাই।
রিমি রুম্মান
আমি ভাবতে পারি না এমন সম্পর্ক। এখানকার সমাজও এটিকে ভাল চোখে দেখে না। আমি খুব কাছ থেকে অনেককেই দেখেছি যারা মুখে কিছু বলে না হয়তো, তবে তির্যক চাহনিতে তাকায় এমন সম্পর্ক …
আর্বনীল
নষ্টদের দিকে ফিরে না চাইলে তাদের শুদ্ধ করবে কে???
রিমি রুম্মান
আমি ভাবতে পারি না এমন সম্পর্ক। এখানকার সমাজও এটিকে ভাল চোখে দেখে না। আমি খুব কাছ থেকে অনেককেই দেখেছি যারা মুখে কিছু বলে না হয়তো, তবে তির্যক চাহনিতে তাকায় এমন সম্পর্ক …
খেয়ালী মেয়ে
আমরা আমাদের সমাজ, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসন মেনে চলবো–
রিমি রুম্মান
সে-ই বেশ…
তানজির খান
সমকামী ভাল না মন্দ এ নিয়ে আমার বিশেষ কোন মন্তব্য নেই। প্রকৃতির বিরুদ্ধে গেলে একদিন ঠিকই প্রকৃতি প্রতিশোধ নিবে। যেমন আমরা জলচ্ছ্বাস,খরা,বন্যার সম্মুখীন হই অতিরিক্ত কার্বন নিঃসরণের ফলে,ঠিক এমনই কোন বিপর্যয় আসতে পারে। ইন্ডিয়ান একটা মুভি দেখেছিলাম মেয়ে শিশু হত্যা নিয়ে। সেই ছবিটায় মেয়ে শিশু হত্যার চুড়ান্ত পরণতি দেখিয়েছিল। যদি কখনো সবাই সমকামী হয়ে উঠে তবে পৃথিবীর ব্যালেন্স ঠিক হতে কিন্তু বড় বিপর্যয় নেমে আসতে পারে। আশার কথা হচ্ছে এই প্রকৃতি বিরুদ্ধ আচরনকারীর সংখ্যা খুব কম।
”যার যার রুচি নিয়ে সে থাক,আমি আমার রুচি মত চলি এটাই শেষ কথা”
রিমি রুম্মান
সুন্দর বলেছেন। তবে এমন সম্পর্ক নিরুৎসাহিত করা উচিত সামাজিক ভাবে বয়কট করার মাধ্যমে।
পারভীন সুলতানা
খুব সুন্দর এবং সময়োপযোগী লেখা । ঠিক বলেছেন , যৌনতা এবং যৌন চার দেয়ালের ভিতরের আচরন এবং প্রকৃতি এর কিছু নিয়ম কানুন তৈরি করেছে । এর বাইরে যা তা অপরিপূর্ণ এবং অতি প্রাকৃত । সেখানে তৃপ্তি নেই নেই সৌন্দর্য , নেই পরিবর্ধন ।
কিন্তু তারপরেও কথা থেকে যায় , কারো ব্যাক্তি স্বাধীনতায় আমি নাক গলাবনা কিন্তু যদি আমার পারিপার্শ্বিক ক্ষতিগ্রস্ত হয়, আমার গায়ে ঝাপটা লাগে তাহলে কি চুপ করে থাকা উচিত ? নিশ্চয়ই নয়।
রিমি রুম্মান
আমরা কি আমাদের সমাজটাকে দূষিত দেখতে চাইতে পারি ?
জিসান শা ইকরাম
সহমত আপনার সাথে।
” ভাবছি প্রেমিক প্রেমিক ( প্রেমিকা নন ) এর একজন যদি কবি হন
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা……পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন ‘ এর মত কোন কাব্য রচিত হবেনা।
সেখানে হয়ত কবি কুদ্দুস নাটোরের কোন ছোমেদ আলীর গোফ এর বর্ননা দিয়ে মহাকব্য রচনা করবেন। ”
রিমি রুম্মান
গোঁফ তাঁর কবেকার …… উফফ এমন কবিতা ভাবা যায় ? 😀
মরুভূমির জলদস্যু
“যার যা বুঝ দাড়ী ফেলে রাখে মোছ।”
রিমি রুম্মান
হা হা হা … ঠিক তাই
লীলাবতী
আমরা এমন অন্ধকার চাই না।সুস্থ্য স্বাভাবিক সম্পর্ক চাই।
রিমি রুম্মান
আমিও তা-ই চাই…
নীলাঞ্জনা নীলা
আমি আবার নষ্ট বলতে বুঝিনা সমকামী সম্পর্ককে। কার ক্ষতি হবে এমন সম্পর্কে থাকলে? আমার জানামতে অনেক মেয়ে আছে যারা লেসবিয়ান, অনেক পুরুষ গে। তাতে কি এসে যায়? বরং সামাজিক যে সম্পর্ককে আমাদের সমাজ উলঙ্গ করে রেখেছে, সেটাকে নষ্ট বলি। জীবনে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কথাও বলেছি। কয়েকটি মেয়ে তাদের শৈশবের যন্ত্রণার কথা বলেছে, আর তারপর থেকে ওরা পুরুষ ভয় পায়। এমনও গেছে বিয়ের পর এই ভীতির কারণেই ডিভোর্স। সমকামী সম্পর্কে সন্তান হয় না, কিন্তু কারো ক্ষতিও হয়না। শারীরিক চাহিদা নয় মনের ভালোবাসার চাহিদার কথা কি ভাবা যায়না? নাকি প্রেম মানে শুধু শরীরের কথা ভাবা?
ভালোবাসার জয় হোক।
রিমি রুম্মান
আমি কোনভাবেই আমার পুত্রবধূ হিসেবে একজন ছেলেকে চাইবো না। কিংবা মেয়ের জামাই হিসেবে আরেকটি মেয়েকে চাইবনা। ধরুন সমকামী সমর্থন করলাম আমরা সবাই। যেহেতু এটি ক্ষতিকর নয়। আমরা সবাই ছেলে-ছেলে, কিংবা মেয়ে-মেয়ে সংসার করলাম। সন্তানহীন জীবন বেছে নিলাম। অতঃপর ? মানব সভ্যতা বিলুপ্তির দিকে যাবে না ? একই ভাবে আপনার ছেলেটি কিংবা মেয়েটি এমনটি হলে আপনি সেটাকে “মনের ভালোবাসা” ভেবে সহজেই মেনে নিবেন ? এটি আসলেই খুব কঠিন মেনে নেয়া। ভাল লাগলো এটি নিয়ে আমরা নিজেদের মাঝে আলোচনা কিংবা মতামত ব্যক্ত করতে পেরে। অনেক শুভকামনা …
মেহেরী তাজ
সবাই তো আমাকে পিচ্চি ডাকে। এতো বিশাল বিষয়। আমি এটা নিয়ে কোন কথা বলতে নারাজ। যে যেমন আছে থাক আমি আমার মত থাকি……
রিমি রুম্মান
পিচ্চি বলে এড়িয়ে গেলে হবে না। এখানে শিশু শিক্ষার বিষয়ও আছে। সোনেলা’কে অনুরোধ করবো অচিরেই শিশু শিক্ষা নিয়ে একটি কর্মশালার আয়োজন করতে। 😀
সঞ্জয় কুমার
সমকামিতা প্রকৃতি বিরুদ্ধ নয় । এটা আমাদের দৃষ্টি ভঙ্গি র ব্যাপার । সম্পূর্ণ সমকামিরা সম লিঙ্গে আকর্ষণ বোধ করে । বিপরীত লিঙ্গে আকর্ষণ বোধ করে না । । শুধু মানুষ নয় প্রাণীবিশেষ এর মধ্যে ও সমকামিতা আছে ।
বিয়ের মূখ্য উদ্দেশ্য শুধুমাত্র সন্তান উৎপাদন নয় ।
কিছু প্রাণী আছে যারা কোন প্রকার বিপরীত লিঙ্গের সাহায্য ছাড়াই সন্তান উৎপাদন করে । নিঃসন্তান বা সন্তান লাভে অসমর্থ দম্পতি কি তবে প্রকৃতি বিরুদ্ধ ??
একজন মেয়ে প্রকৃতি গত ভাবে পুরুষের সমান শারীরিক যোগ্যতার অধিকারী নয় ।
কিন্ত মেয়েরা নারী পুরুষের সম অধিকার চাইছে । এটা কি সেই হিসাবে প্রকৃতি বিরুদ্ধ হয়ে গেল না ?
প্লোটো, লিওনার্দো দ্যা ভিঞ্চি সমকামি ছিলেন তবে কি এরা খারাপ মানুষ ?
রিমি রুম্মান
শুধু ইসলাম ধর্ম নয়, কোন ধর্মই সমকামিতা সমর্থন করেনি। সব ধর্মই শান্তির কথা বলে। ধর্মীয় অনুশাসনের বাইরের জীবন যাপন সমর্থন করতে চাই না। বিপরীত লিঙ্গে আকর্ষণ বোধকে সামাজিকভাবে সমর্থন না করলে তাঁরা নিরুৎসাহিত হবে। এটিই হোক একটি সুস্থ সুন্দর পৃথিবীতে…
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভাল কি মন্দ কিছুই বলব না তবে এই সমকামিতা আমাদের সমাজে অচল এটা সম্পূর্ণ পাশ্চার্য্যের।আমাদের রুচি বোধ প্রথা সামাজিক বাধ্যবাদকতা আছে যা এর কোন স্থান নেই।কেউ সাপোর্ট করলেও আমি করি না।
রিমি রুম্মান
আমরা আমাদের মতামত ব্যক্ত করছি। কেউ সমর্থন করছি, কেউ বা তীব্র বিরোধিতা। একটি বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছুই শিখছি প্রতিনিয়ত। শুভকামনা।
ব্লগার সজীব
এসব ভাবলে গা ঘিন ঘিন করে।আমরা এমন অন্ধকার চাই না (y)
রিমি রুম্মান
এমন অন্ধকার না আসুক এই ধরণীতে …
সাজ্জাদুর রাহমান সাজিব
Muslim blood can only be spilled for adultery, apostasy and homicide
রিমি রুম্মান
মতামতের জন্য ধন্যবাদ নিরন্তর। শুভকামনা…
স্বপ্ন
আমরা এমন অন্ধকার হতে দূরে থাকবো আপু।
রিমি রুম্মান
সে-ই ভাল। আমাদের চাওয়াটুকু পূর্ণতা পাক সুস্থ সুন্দর পৃথিবীর জন্যে …
শুন্য শুন্যালয়
এই ব্যাপারটা নিয়ে কথা বলতে আমার আসলে ভয় করে। আমার কাছে দৃষ্টিকটুই মনে হয়। আমার কাছেও গা গুলায়। কারন আমি এরকম। যদি আমাকে বিধাতা ওদের মতো করে তৈরি করতো? আমার ধারনা হয়তো অন্যরকম হতো। আমার ভালো লাগেনা, চাইওনা এমন হোক কেউ, তবে তাদের ঘৃণা করতে পারিনা মন থেকে।
রিমি রুম্মান
সুন্দর বলেছেন। এরা কেন এমন, কেন এই পথ বেছে নেয়া__ এদের কাছাকাছি হবার সুযোগ এলে কখনো জেনে নিবো সচেতনভাবে।