বেশ আগে একদিন কাজ থেকে ফিরছিলাম। পথিমধ্যে ট্রেন বদল করার উদ্দেশ্যে যাচ্ছিলাম অন্য প্ল্যাটফর্মে। অনেকখানি পথ। দ্রুত পায়ে হাঁটছি আমি এবং দলে দলে মানুষজন। একঝলক নজর গিয়ে ঠেকে একপাশে। কালো এবং চায়নিজ দুই ভিন্ন জাতীর নারী একে অপরকে আলিঙ্গন করে আছে, এবং দৃষ্টিকটু আরো কিছু… । ঘেন্নায় গা গুলিয়ে উঠে। পাশ দিয়ে হেঁটে যাওয়া’রাও তির্যকভাবে তাকায়। মুখের অভিব্যক্তিই বলে, তাঁরা কেউই ভাল চোখে দেখেনি। সেদিন আমি অনুভব করি, পাশ্চাত্য সমাজ এখনো নষ্ট হয়ে যায়নি…
২৬শে জুন এখানকার সুপ্রিমকোর্ট সমকামীদের বিয়েতে বৈধতা দিয়ে রায় দেয়। কেউ বলে__ সময়োপযোগী পদক্ষেপ… ভালোবাসার মানুষকে ভালোবাসার অধিকার… নাগরিক অধিকারের ক্ষেত্রে বড় অর্জন। কেউবা বলে__ বিয়ের প্রথাগত সংজ্ঞাটাই বদলে যাবে… মানুষ ধীরে ধীরে অনিশ্চিত অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে…
আমি বলি, আমরা না হয় নষ্টদের দিকে ফিরে না চাই…
আমাদের সমাজ, সংস্কৃতি, আর ধর্মীয় অনুশাসন মেনে চলি..

৫৯৫জন ৫৯৫জন
0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ