অন্তহীন পথের শেষ যে বাড়ি তুমি থাকো
যেখানে যেতে নিত্য আমায় ডাকো
এই মোহমায়া কি করে ছাড়ি
কেমনে যাই তোমার সে বাড়ি!!
একদিন শেষদিন যেদিন আমার হবে
সেদিনই ঠিক পৌঁছে যাবো তোমার সে ঘরে
আপনাদের সবার জন্য শুভ কামনা নিরন্তর, ভীষণ আনন্দিত আমি। আমি আসলে একটু অস্থির টাইপের মানুষ। যে কারণে বড় করে লেখা হয়না। আপনাদের লেখগুলো পড়ে শিখছি………।।
আগামীতে হয়ত বড় করে লিখতে চেস্টা করবো
১০টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি দেখছি দারুণ লেখেন ।কিন্তু মন্তব্যের উত্তর দিতে হবে তো।
রুদ্র রুহান
সত্যি বলতে ব্লগে লেখার মত অত সাহস করিনি। প্রথম লেখাটি পোষ্ট করার পর আপনাদের মন্তব্যে ব্যপক উতসাহ পেয়েছি। ধন্যবাদ আপনাকে।
খেয়ালী মেয়ে
বাহ!!!!!!!!!!!দারুন লিখেছেন তো–
রুদ্র রুহান
আপনার ভালো লেগেছে শুনে আমি আনন্দিত # খেয়ালী মেয়ে
কৃন্তনিকা
হুম… (y)
আশা করি পৌঁছে জাবেন যেখানে যেতে চান…
বন্য
চমত্কার অভিব্যক্তির প্রকাশ।
কৃষ্ণমানব
কথা অল্প কিন্তু যার জন্যে লেখা তিনি প্রতিটি অক্ষরে ভালোবাসার চিহ্ন খুজবে .,.
ভালো লিখেছেন ।
আরেকটু বড় হলে ভালো হত ! 🙂
রুদ্র রুহান
আপনাদের সবার জন্য শুভ কামনা নিরন্তর, ভীষণ আনন্দিত আমি। আমি আসলে একটু অস্থির টাইপের মানুষ। যে কারণে বড় করে লেখা হয়না। আপনাদের লেখগুলো পড়ে শিখছি………।।
আগামীতে হয়ত বড় করে লিখতে চেস্টা করবো
নুসরাত মৌরিন
দারুন কবিতা ভাইয়া।
আরো বেশি বেশি লিখুন।
শুভকামনা রইলো…। 🙂
রুদ্র রুহান
ধন্যবাদ , আপনাদের উৎসাহ অনুপ্রাণিত করছে বেশি বেশি লিখার