প্রত্যেক পূর্ণিমা রাতে বাসায় ফেরার পথে দীঘির পাড়ে কিছুটা সময় একা হয়ে যাওয়ার তাড়নায় অনভূতিগুলো তাড়া করে। যখন সে তাড়নায় সাড়া দিয়ে দীঘিটার পাড়ে সবুজ ঘাসে বসি, ঠিক তখন, রুপোলী আবছায়ায় অধরা ধরা দেয়। নি:শব্দে নিশ্চুপ আমার ডান দিকে বসে দীঘির জলে কিছু একটা ছুড়ে দেয়। বস্তটা টুপ করে শব্দ করে চারদিকে জল ছড়িয়ে দেয়। [
বিস্তারিত ]