অদৃশ্য ক্ষত

ইকরাম মাহমুদ ১৭ আগস্ট ২০১৬, বুধবার, ০১:৪৬:৫১পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

আজ হঠাৎ ব্যাথাটা খুব বেড়েছে।
অদৃশ্য এক ক্ষত বহন করছি আমি, আমার দেহে।
ব্যাথাটা ওখান থেকেই।
অসহ্য সে ব্যাথা।
হঠাৎ কি হলো ওর?
সবই তো দিয়েছি,
জায়গা করে দিয়েছি আমার দেহে।
ব্যাথার হুল ফোটাবার অধিকার দিয়েছি।
আর কি চাই?
কোনোদিন প্রশ্ন তো করিনি.!
কেনো এসেছিস আমার কাছে?
কিভাবে কাটে তোর দিন!?
আজ হঠাৎ কেনো?
কেনো এইরাতে জাগিয়ে রেখেছিস আমাকে.!
স্বার্থে আঘাত লেগেছে তোর.!
নাকি আমার মতো এক অদৃশ্য ক্ষতের
জায়গা করে দিয়েছিস তোর দেহে…..!?

৮৭৮জন ৮৭৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ