অগ্নিলা নগরযাপন

সাদিক মোহাম্মদ ২৮ এপ্রিল ২০১৪, সোমবার, ১২:০৩:৫০পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

ক্ষণকাল ভিজবো বলে
সঙ্গত প্রতীক্ষায় থেকে থেকে
অবশেষে ছুঁড়ে ফেলেছি পোশাকি-জীবন

বৈশাখের রৌদ্রদাহে অতিষ্ঠ ছায়াহীন দিন
অগ্নিলা নগরযাপন
‘সমবেত প্রার্থনায়
আজ তোমার পাশে জুড়ে দিলাম
আরেকটি নাম- ‘বৃষ্টি’

নগ্ন বুক পেতে
সবুজ পাতার মতো মেতে উঠবো এবার
শীতল ছোঁয়ায়- জল উৎসবে

৫১২জন ৫১২জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ