অগণিত আঁধার

সাদিক মোহাম্মদ ১ জুন ২০১৪, রবিবার, ১০:১২:০৬অপরাহ্ন বিবিধ ২ মন্তব্য

উন্নত জীবনের চাকচিক্যে ধাধিয়ে গেছে চোখ
নিঃশব্দ শ্রবণ
নির্বাক কণ্ঠ
হৃদয় পুড়ে পাথর-কয়লা-ভস্ম

উন্নয়ন খামারে শুধু সুঁই আর সিরিঞ্জ
মোটা-তাজাকরণের ধুম- বানিজ্যিক উৎসব
প্রতিটি অপদৃশ্য লুকাতে
গোপনে তৈরি হচ্ছে অগণিত আঁধার
অপয়া সকাল-দুপুর-সন্ধ্যা

এভাবেই কালোছায়ার অন্তরালে
বেড়ে উঠছে আমাদের ভবিষ্যৎ
প্রজন্মগত সম্ভাবনা-
অন্ধ, বধির আর বিবেকশূন্য

১জন ১জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ