হৃদয় জমিন

সুপর্ণা ফাল্গুনী ১০ মে ২০২০, রবিবার, ০৬:০০:০১অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

আমার বুকের বাম কুঠুরিতে কিনলে জমিন সেদিন,
কপোল ছুঁয়ে লোনাজলের ঝর্ণাধারা দেখেছি যেদিন।
সেই জমিনে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব সবই হলো চাষাবাদ-
তোমার হেলায় এখন সেখানে স্খলিত আবাদ।
অকস্মাৎ হারিয়ে গেছো কোথায়, কোন কাননে?
অপেক্ষার প্রহর অনন্ত, অসীম- তোমার বিহনে।

পেরেছো কি সুখী হতে প্রত্যয়ের ভগ্নে?
তোমায় সতত খুঁজে ফিরি বিমূর্ত লগ্নে।
তোমার হৃদয় জমিনে দিবারাত্রি করেছি সিঞ্জন,
তবুও হলোনা তোমার প্রেমের চিত্তরঞ্জন।
আশাহত মনটা করে উথালি-পাতালি,
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।

৮৯৩জন ৭৩১জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ