আমার বুকের বাম কুঠুরিতে কিনলে জমিন সেদিন,
কপোল ছুঁয়ে লোনাজলের ঝর্ণাধারা দেখেছি যেদিন।
সেই জমিনে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব সবই হলো চাষাবাদ-
তোমার হেলায় এখন সেখানে স্খলিত আবাদ।
অকস্মাৎ হারিয়ে গেছো কোথায়, কোন কাননে?
অপেক্ষার প্রহর অনন্ত, অসীম- তোমার বিহনে।
পেরেছো কি সুখী হতে প্রত্যয়ের ভগ্নে?
তোমায় সতত খুঁজে ফিরি বিমূর্ত লগ্নে।
তোমার হৃদয় জমিনে দিবারাত্রি করেছি সিঞ্জন,
তবুও হলোনা তোমার প্রেমের চিত্তরঞ্জন।
আশাহত মনটা করে উথালি-পাতালি,
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।
২৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।
মা তোমার চরন তলে সপেছি আমি ক্ষমা করো ভুলগুলি।
শুভ কামনা। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কামাল উদ্দিন
জমিনে নতুন করে বিজ ফেলা উচিৎ, নষ্ট চাড়ার গায়ে পানি দিয়ে কি লাভ?
সুপর্ণা ফাল্গুনী
সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপনিও ভালো থাকুন সব সময়।
তৌহিদ
মনের জমিন চাষ করে ফসল তুলে নিয়ে যে চলে যায় সে কৃষককে আর মনে রাখার দরকার কি? এরা এমন স্বার্থপরই হয়।
তবুও শুধুমাত্র ভালোবাসি বলেই তার স্মৃতিকে আগলে রাখি আমরা। ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
ফয়জুল মহী
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
বুঝছি, দেবতা তুষ্ট হয়নি,
অপেক্ষা আরো নৈবদ্যের,
পুজার ফুল যে শুকোচ্ছে সে খবর কে রাখে!
সুপর্ণা ফাল্গুনী
আপনার মন্তব্যে প্রচন্ড ভালো লাগা থাকে , এমন করে বলেন যে খুব ভালো লাগে প্রতিটি মন্তব্য। ভালো থাকুন সুস্থ থাকুন
প্রদীপ চক্রবর্তী
আশাহত মনটা করে উথালি-পাতালি,
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।
এ ফুল পূজিবার লাগি হাসিছে প্রাণ খুলে।
অনবদ্য কাব্যকথন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। সুন্দর মন্তব্যে ভালো লাগলো। ভালো থাকবেন সবসময় আর পাশে থাকুন এমন অনুপ্রেরণা হয়ে
আরজু মুক্তা
আপনি কবিতা খুব ভালো লিখেন। আর আমি শিখি চুপি চুপি।
সুপর্ণা ফাল্গুনী
তাই নাকি! আমি সত্যিই আবেগাপ্লুত। ধন্য হয়ে গেলাম। আমার লেখা তাহলে সার্থক বলা যায়! ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
শামীম চৌধুরী
খুব সুন্দর কবিতা। আমার পুজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি। চমৎকার আকাংখা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা আমাকে আবেগ এ ভাসিয়ে দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো। শুভ সকাল
রিমি রুম্মান
দুইবার পড়েছি, ছন্দে ছন্দে দুলেছি। সুন্দর।
সুপর্ণা ফাল্গুনী
ভাষা খুঁজে পাচ্ছিনা ধন্যবাদ দেবার। তবুও বলি মনটা ভরে গেল আপনার কথায়। আপনাদের এই ভালোলাগা ধরে রাখতে পারি যেন সারাজীবন আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন
জিসান শা ইকরাম
চাষাবাদ পছন্দ হয়নি মনে হয়,
কবিতায় বিষন্নতা খুব।
ছন্দের কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা সবসময়ের জন্য
হালিম নজরুল
তোমার হৃদয় জমিনে দিবারাত্রি করেছি সিঞ্জন,
তবুও হলোনা তোমার প্রেমের চিত্তরঞ্জন।
———— আক্ষেপ!
সুপর্ণা ফাল্গুনী
ঠিক তাই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভকামনা ও কৃতজ্ঞতা রইলো
নীরা সাদীয়া
সুখ পাখিগুলো এভাবেই কোথায় যেন হারিয়ে যায়। যতই আমরা তাদেরকে যত্ন করে রাখি না কেন!
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। একমত পোষণ করছি আপনার সাথে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা ও শুভেচ্ছা রইল