হৃদয়ের অহল্যা

ছাইরাছ হেলাল ২১ আগস্ট ২০১৬, রবিবার, ০৭:২৭:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৫৩ মন্তব্য

অহল্যার চোখে চোখ রেখে জানতে চাই—এখন কেমন আছো এ বেলায়?
আহা সে সব দিন, বড় বেশী বুনো, বেশিই লুকানো নির্জনতায় ঝড় তোলা সমুদ্রে
আকণ্ঠ নিমজ্জন, রাশি রাশি অনন্ত অবগাহন, কাকে বেশী মনে পড়ে? গৌতম না ইন্দ্র?
বুকে হাত রেখে বলতো একবার হলেও।
পাথুরে অভিশাপ থেকে মুক্তি পেয়ে কার কথা প্রথম ভেবেছিলে?
ভালোবেসে বা ঘৃণায় ? সহজ নয় ভুলে যাওয়া আকণ্ঠ ইন্দ্রসুখ।
আদরে সোহাগে জন্ম থেকে এ অব্দি লালন-পালন সব ই কি বৃথা!
অহল্যাহৃদয়ের অলিন্দ-নিলয়েও কিছু পাওয়ার চাওয়া থাকে,

মাস্টারাফাকে,

৬১৬জন ৬১৬জন

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ