হিম মাখানো অণু কাব্য

নীলাঞ্জনা নীলা ২০ ডিসেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩১:৪৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ২২ মন্তব্য

এক-

ঘাসের বুকে পিঠ ঠেকিয়ে যেনো জীবনের পথচলা—
সুস্বাদু পানীয়ে নেশায় মাতাল এক অস্থিরতার সমাধীস্থলে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবার আগে চেয়ে দেখে, নরম রোদের আলোয় কচিঘাসের উপর শিশিরকণা কেমন হীরের মতো দ্যুতি তুলছে!
খুব ইচ্ছে করে তোমার চোখে-মুখে ওই শিশির মাখিয়ে দিতে দুষ্টুমীর খামখেয়ালিপনায়।

দুই –

উত্তুরে হাওয়ারা ওড়ো আরোও।
দস্যুর মতো হামলে পড়ার আগে
শাঁই শাঁই শব্দে ছুটে চলো—-
পরিযায়ী পাখীদের মতো শুধু এখানে এসোনা, এই ভাঙ্গা ঘরে;
মাটিতে শুয়ে থাকা মানুষগুলোর কাছে কৃত্রিম উষ্ণতা নেই।

তিন –

এই পৌষালি জ্যোৎস্নাতে আমার তোমাকে চাই।
অন্ধকারের শরীর ছুঁয়ে এই আলোতে আসতে বাধা কোথায়!
দেখো সময় কিন্তু স্থির নয়, এসো,
ওই চাঁদের পাহাড় ভেঙ্গে গড়িয়ে পড়ছে আলোর ঝর্ণা
একদিন আবার পৌষ আসবে, কিন্তু ফুরিয়ে যাবে এই উষ্ণতা।

চার –

একদিন এভাবেই পৌষের এক রাতে কবিতা লিখেছিলাম তোমায় নিয়ে
আজ আবার সেই হিম হিম ঋতু;
কাগজ-কলম নেই, সেই তুমিও নেই,
তবে থেকে গেছে কবিতারা।
ভাগ্যিস তুমি নেই,
জীবনে “তুমি”দের আনাগোনা থাকে,
কবিতা চলে গেলে আর ফিরে আসেনা।

************———**************

হ্যামিল্টন, কানাডা

৬৫১জন ৬৫১জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ