প্রখর রৌদ্রের প্রতাতে তপ্ত রাজপথ
হেটে হেটে ক্লান্ত
থুতনী বেয়ে টপ টপ করে গড়িয়ে পরছে
কপালের ঘাম
সুর্য যেন উজার করে বিলিয়ে দিচ্ছে
তার সকল উত্তাপ
ঘামের ফোঁটায় ঝরে পরছে
ক্লান্তির হাহাকার … …

১০৬১জন ১০৫৭জন

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ