হৃদয় পুড়ে ছাই করেছো
তাই ভেবেছো, ফুরিয়ে গেছি?
কাঁদা জলে পা ফেলেছি
আটকে গেছি! আটকে গেছি?
গোলাপ ফুলে কাঁটা ছিলো কীটও ছিলো
নিঃশ্বাসে তার বিষও ছিলো, শেষ কি হলো?
শেষ হলো না বেঁচেই আছি, দিব্যি আছি
গাইছি আজো সুরে সুরে গুনগুনিয়ে,
লিখছি আজো আগের মত প্রেম কবিতা-
আঁকছি ছবি আমায় নিয়ে ইনিয়ে বিনিয়ে;
পাহাড়সম স্বপ্ন আজো দেখছি শত চোখের মাঝে
ফুরোয়নি পথ পথের শেষে, মিলছে পথ পথের ভাঁজে।
নেইকো মানা মেলছি ডানা আকাশ পানে উড়বো বলে
যাক চলে যাক মন্দ বাতাস ফিকে অতীত অস্তাচলে,
আবার আমি মত্ত হবো কত্ত বেশে, তোমায় ঘিরে
থাকবে না ত পাশে তুমি, থাকবে কেবল মাথা জুড়ে,
আবার আমি মাতাল হবো, আকাশ পাতাল একলা একা-
হারিয়ে যাবো তোমার প্রেমে, নেই কোন আজ সীমারেখা।
জবরুল আলম সুমন
সিলেট।
৫ই জানুয়ারী, ২০১৩ খৃষ্টাব্দ।
১০টি মন্তব্য
জিসান শা ইকরাম
গান হারাবে কেনো ?
শুরু হোক আবার …………।
ভালো লিখেছ
জবরুল আলম সুমন
হারালেও আবার ফিরে আসবো…
ধন্যবা দাদু… 🙂
এই মেঘ এই রোদ্দুর
খুব সুন্দর
জবরুল আলম সুমন
ধন্যবাদ আপু…
নীহারিকা
গান এবং ছবি, দুটোই অসাধারণ
জবরুল আলম সুমন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
শিশির কনা
এটি কি আপনার লেখা গান ? নাকি কবিতা ? ভালো হয়েছে খুব।
জবরুল আলম সুমন
হ্যা এটি আমার লেখা… কবিতা হিসেবেই লেখা তবে সুর করে নিতে পারলে গানও হতে পারে। ধন্যবাদ আপনাকে।
প্রজন্ম ৭১
গানটি তো বেশ ভালো লিখেছেন । লিখতে থাকুন।
জবরুল আলম সুমন
অনেক ধন্যবাদ আপনাকে। শিরোনামে গান লেখা হলেও এটা গান ছিলো না।