হঠাৎ কেন হারিয়ে গেলি
ঝড়ো হাওয়া বাড়িয়ে বুকে
মনে বাজে বিষণ্ণ সুর
ভর দুপুরে, উদাস আমি !
দুঃখগুলো বাজে মনে
রাত-দুপুরে হুতোম ডাকায়
ডুকরে উঠে বুকের ভেতর
ক্লান্ত ভোর, চোখ গড়িয়ে
কষ্ট নামে, হৃদয় মাঝে !
স্মৃতিগুলো হাতড়ে বেড়াই
কবে কোথায়, পলাশ বনে
পাঞ্জাবী আর বেনীর ছোঁয়ায়
সাঁঝের তারায়, গল্প গাথায়
ভালবাসায়, মনের কোনে !
শেষ বিকেলে কাশের ফুলে
আলতা পায়ে, নদীর জলে
কাঁপন জাগে বুকের ভেতর
ঢেউয়ের তালে,হাতের ছোঁয়ায়
বৃষ্টি দিলি, চোখের পাতায় !!
কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !
রাতের তারায় কষ্ট বাড়ে
বিষাদ জমে চোখের মাঝে
কবে কোথায় হারিয়ে গেলি
ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মনের দূরে, স্মৃতির পাতায় !!
৮ সেপ্টেম্বর,২০১৪
৩১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
ভাল সুন্দর ছন্দ দোলায় লিখেছেন। খুব ভাল।
লিখে যান।
স্বপ্ন নীলা
কবিতাটি লেখার জন্য আন্তরিক ধন্যবাদ — শুভকামনা রইল
স্বপ্ন
উদাস, বিষাদ কেন আপু ? ভালো লেগেছে খুব। আমি আপনার নামের অর্ধেক কিন্তু নিয়ে গিয়েছি 🙂
স্বপ্ন নীলা
হুমম তাই তো দেখছি —আপনি স্বপ্ন – তাহলেতো আপনি আমার বন্ধু হয়ে গেলেন। জীবনে কখনো বিষাদ আবার কখনো একটু সুখের ছোঁয়া — এই নিয়েই তো জীবন — শুভকামনা রইল
স্বপ্ন
আপনার নামের বাকী অর্ধেক নিয়ে গেছেন নীলাঞ্জনা নীলা দি 🙂 আপনি আমাদের দুজনের নামের যোগফল । আমরা সবাই বন্ধু এখানে:)
স্বপ্ন নীলা
#স্বপ্ন — তাহলেতো আমরা তিনজনেই বন্ধু — আর হ্যা সোনেলায় আসলে আমরা সবাই বন্ধু– এখানে চমৎকার একটি পরিবেশ বিদ্যমান — সুন্দর পরিবেশ বিদ্যমান থাক — আমরা আমাদের বন্ধুদের সাথে মনের কথাগুলো বলবো —
ভাল থাকবেন
স্বপ্ন
‘ সোনেলায় আসলে আমরা সবাই বন্ধু– এখানে চমৎকার একটি পরিবেশ বিদ্যমান — সুন্দর পরিবেশ বিদ্যমান থাক — আমরা আমাদের বন্ধুদের সাথে মনের কথাগুলো বলবো — ‘ একটি সুন্দর পরিবেশের ব্লগ চাই আমরা, আমরা সোনেলাকেই সেভাবে বানিয়ে ফেলি।
আপনিও ভালো থাকুন আপু।
স্বপ্ন নীলা
ঠিক বলেছেন এখানে একটি চমৎকার পরিবেশ — যে পরিবেশে মনের কথাগুলো খুলে বলা যায়– পরিচ্ছন্ন একটি ব্লগ — কেমন যেন মায়ার বাধন। কাজের চাপে অনেক সময় আসতে পারি না — কিন্তু মনটা ঠিকই পড়ে থাকে সোনেলায় —
শুন্য শুন্যালয়
অনেক অনেক সুন্দর কবিতা আপু।
কষ্টগুলো কাব্য লিখে
সব হারানোর ইতিকথা
তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !………… এই লাইনগুলো বেশি ভালো লেগেছে।
স্বপ্ন নীলা
আপু তোমার কাছে ভাল লেগেছে জেনে আমারও ভীষণ ভাল লাগলো — অনেক অনেক শুভকামনা- সাথে ধন্যবাদ
খসড়া
রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে।
স্বপ্ন নীলা
হুমম ঠিক তাই –রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে —-মনে কথনো কষ্টের ঢেউ জাগে আবার কখনো বা একটু শান্তির পরশ — জীবনে শান্তিটা খুবই কম সময় থাকে —
অনেক অনেক ভাল থাকবেন
বনলতা সেন
বিষণ্ণ বিষাদের সুর তাও আপনার লেখায় সুমধুর।কাজ কাজ আর কাজ ! কোন কাজ নয়। এখানেও আপনার কাজ।
এটি কে করবে ? কাজ ফাঁকি দেয়া ঠিক না।
স্বপ্ন নীলা
আপু তুমি আসলেই আমার একটা খুবই ভাল একজন আপু ———
হুমম কাজকে ফাঁকি দেয়া ঠিক নয় —
ভাল থেক আপু সব সময়
অদ্ভুত সেই ছেলেটি
পুরানো দিনের কিছু নিঃশব্দ হাহাকার,বিভীষিকা ময় কিছু মুহূর্তের কথা মনে পড়ে গেলো।
লেখা টা অনেক ভালো হয়েছে আপু ।
স্বপ্ন নীলা
লেখাটা ভাল লাগার জন্য আন্তরিক ধন্যবাদ — শুভকামনা রইল
কৃন্তনিকা
“তোকেই খুঁজি মনের ভেতর
চোখের জলে একটি লেখা
ভর দুপুরে, স্মৃতির খাতায় !”
বেশ বেশ ভালো লাগলো। (y)
স্বপ্ন নীলা
লেখাটি ভাল লেগেছে জেনে আমার ভীষণ ভাল লাগলো ——
শুভকামনা রইল
জিসান শা ইকরাম
কিছুটা বিষন্নতার সুর
তারপরেও বিরামহীন খুঁজে ফেরা —
ভালো লেগেছে খুব।
প্রতি প্যারাতেই আবেগকে ধরে রেখেছেন, কমতে দেন নি।
শুভ কামনা।
স্বপ্ন নীলা
কিছুটা লিখতে চেষ্ট করেছি — জানি না কি লিখলাম — কি সব মনে পড়ল আর লিখে ফেললাম ——-
আপনার শুভকামনা নিয়ে নিলাম — ধন্যবাদ আর শুভকামনা পাঠিয়ে দিলাম
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
অতীতকে না ডকাই উত্তম যা ক্ষয়ে যায় তা সয়ে যাওয়াই জীবন।ভাল হয়েছে বিরহের কবিতাটি।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো —
শুভকামনা রেখে গেলাম
আদিব আদ্নান
আনন্দের কিছু লিখুন প্লিজ ।
স্বপ্ন নীলা
হুমম লিখবো — কিছুতো লিখতেই হবে — না লিখলে কিভাবে চলবে !!
শুভকামনা রইল
ব্লগার সজীব
আপু বিষন্নতারও একটি সুন্দর রূপ থাকে। আপনার কবিতাটি তেমন। ভালো থাকুন আপু।
স্বপ্ন নীলা
কবিতাটি ভাল লেগেছে !! যাইহোক আমারও ভাল লাগলো —
শুভকামনা রইল
মিথুন
মন খারাপ করিয়ে দেয়া সুন্দর একটি কবিতা।।
স্বপ্ন নীলা
মন খারাপ করা কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ — আর সুন্দর বলার জন্য আরো কোটি কোটি ধন্যবাদ
ভাল থাকবেন সব সময়
ছাইরাছ হেলাল
যাক লিখলেন,
লিখলেন নীল জলে!
স্বপ্ন নীলা
হুমম — শেষে লিখলাম —
অনেক অনেক ধন্যবাদ হেলাল ভাই —
শুভকামনা রইল