হারানো বিজ্ঞপ্তি

সায়ন্তনু ৪ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৩:০৪:১১অপরাহ্ন অন্যান্য ৪৪ মন্তব্য

আমার সাধের প্রিয় বিড়ালটি হারিয়ে গেছে। অপেক্ষা করে বুঝলাম হয়ত আর ফিরে আসবে না। এই মিনি নামের প্রাণীটিকে ঘিরে অজস্র গল্প। অনেক ভালোবাসা। এটি সত্যি সত্যি ভাঁজা মাছ না উল্টিয়ে ও খেত না। পরীক্ষা করবে দেখেছি। আমার মন খারাপ। শুনেছি এই বিড়াল হারানোর কথা অনেক কে বললে বিড়াল নাকি আবার ফিরে আসার সম্ভবনা থাকে।আমার অনেককে বলার জায়গা নেই।এখানে সবাইকে বললাম অপরিচিত হয়েও। তাও যদি আমার বিড়াল ফিরে আসে।

১জন ১জন
0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ