তুমি

স্বপ্ন ১৩ মে ২০১৬, শুক্রবার, ১১:৪২:১৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

8289735226_ef965e5cee aতোমার প্রতি ভালবাসা
জানালা দিয়ে দেখা ভেসে বেড়ানো মেঘ
নীল কালির কলম
অবিরাম লিখে যাওয়া ভালবাসার গান
শীতল দীঘি
শান্তির নীড়।
তুমি আমার বাম বুকের উপর সেই বড় তিল
কালো টিপ হয়ে থাকা আমার সৌন্দর্য।

13177912_215162445542835_4571225451790116947_nসেদিনও ছিল মে মাসের একটি ভালবাসার দিন
উজ্জ্বল সে দিন দ্যুতি ছড়ায় চাঁদের আলোর স্নিগ্ধতায়
তারপর কেটে গিয়েছে সহস্র দিন আর রাত
অতিক্রান্ত সময়ে দুজনে দুজনের ঝড় ঝাপটায় ভালবাসার ছাতা
হেঁটে চলা ভালবাসার পথে।
সুখের হাতছানিতে,

১৩৯৪জন ১৩৯৪জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ