স্বীকৃতি সে যে চায়-ই

ছাইরাছ হেলাল ১৩ জানুয়ারি ২০১৯, রবিবার, ১২:৫৮:৫৮অপরাহ্ন গল্প ১৮ মন্তব্য

আমি তো স্বীকৃত-ই চেয়েছি মনে মনে, কবিতার কাছে,
ঘুমিয়ে-ঘুমিয়ে শুনতে থাকা পরণ কথার মত;
আবরণহীন সূচনা-রাত্রির মত, অরণ্য-দিনে ছিন্ন-বস্ত্রের মত,
ফেনিয়ে ওঠা সূচী-শুভ্র ঘূর্ণাবর্তের মত;

আড়াল-হীন রঙ্গ মঞ্চে প্রতিধ্বনির কলরোল তুলে
হাজারো সম্মুখ দৃষ্টির তোয়াক্কা না করে
হস্তান্তরিত হোক এ অদম্য কবিতা;

বিষে বিষক্ষয় সে তো জানাই আছে,
নির্ঘুম ঝর্ণা-বকুনির দেয়া বিষ নিয়ে নেব অঢেলে;

নিষ্কৃতি!! সে তো নয় কোন বুড়োর হাতের মোয়া!
প্রাণদাতা উন্মুক্ত কবিতা, হোক না সে যতই অপরাধী।

প্রহেলিকাকে!!

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ