স্বর্গসুখ

নিতাই বাবু ২ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ১০:৪২:৪৭অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

গয়াতে কী কাশিতে কী
মন্দিরে কী তীর্থে কী?
আপন ঘরে দেবতা বসা
একবার খুঁজে দেখছি কি?

পুরি মথুরা আর বৃন্দাবনে
যাবি মন তুই যতক্ষণে,
এর চাইতেও কম সময়ে
পূণ্য হবে তোর সাধনে।

আপন পিতা আর গর্ভধারিণী
তাঁদের কাছে চির ঋণী!
স্বর্গের খোঁজে মিছে ঘুরি
তাঁদের চরণতলে স্বর্গ জানি।

 

ছবি ইন্টারনেট থেকে।  

 

৭৪৯জন ৬৭৫জন

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ