স্বপ্নের রঙেরা

মেহেরী তাজ ১২ সেপ্টেম্বর ২০১৫, শনিবার, ০৮:১১:৫৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

আলহামদুলিল্লাহ্‌। একটা নতুন জব পাইছি। অফিস থেকে একটা সাদা গাড়ি দিছে। আমি সবুজ জলপাই আর লাল কালার কম্বিনেশন এর একটা শাড়ি পড়ে গাড়ি থেকে নেমে নিজের অফিস রুমে ঢুকেছি।রুমে ঢুকতেই আপনা থেকেই একটা স্বস্তির নিশ্বাস পরলো,কারন রুমের এসি টা ছাড়া আছে। জানালাতে থাই গ্লাস লাগানো। আমি নিজের চেয়ার টাই না বসে জানালার পাশে এসে দাঁড়িয়েছি। ভাবতেই ভালো লাগছে। ওরা আমায় ষাট হাজার টাকা সেলারি দিচ্ছে। জানালার গ্লাসে নাক ঠেকিয়ে গতকালকের তিন বসের সামনে দেওয়া ইন্টারভিউর টাইমটা মনে করছি।
– মে আই কাম ইন স্যার!
= ইয়েস কাম ইন।( মাঝ খানে বসা ভদ্রলোক বিশাল ভাব নিয়ে)
-আসসালামুয়ালাইকুম।
= টেক ইওর সিট।
-থ্যাংকিউ স্যার। (মিষ্টি করে হেসে)
= তা-আ-জ?( মাঝের জন)
– নো স্যার! মেহেরী তাজ। ( আবার হাসি)
= হুম। হোয়াই ডু ইউ ওয়ান্ট দ্যা জব? ( ডান পাশের জন)
– স্যার আই নিড আ ওয়ার্ক টু সেভ মাই টাইম। নো মেটার হোয়াট ইজ ইট।
= হোট ডু ইউ মিন বাই ” সেভ ইওর টাইম”। ( বাম পাশের জন)
– আফটার গেটিং ফীফটী আই উইল বি আনএবল ফর এভরিথিং। সো আই ওয়ান্ট টু স্টার্ট ইট নাআউ।
= হোয়াই ডু উই চুজ ইউ? ( কোন দুজন যেনো এক সাথে)
– ইউ নিড এ অনেস্ট,ব্রিলিয়ান্ট এন্ড হার্ড ওয়ার্কিং পারসোন এন্ড আই হেভ অল অফ দিস।
= ইম্প্রেসিভ। ( কে যেনো বলবো বুঝতে পারি নি)……

বাইরে কে যেনো গেট ধাক্কা দিচ্ছে তারাহুরা করে গিয়ে গেট খুলে দিলাম। দেখি এক বড় আপু দাঁড়ায়ে আছে। আপু বললো
– মাত্র ঘুম থেকে উঠলা?”
= হ্যা আপু।
– মিল তো চলতেছে না। খাবা কি?
= মাথা চুলকায়ে বললাম আপু ভাত খাবো।
– তরকারী?
= ঘরে কিছু নাই আপু। গতকাল প্রাইভেট থেকে আসার সময় সবজী আনতে ভুলে গেছিলাম। ^:^
– এখন নিচে নামার দরকার নাই আমার রুমে আলু আছে নিয়ে এসে ভর্তা করে ভাত খাও।
= আচ্ছা আপু, থাংকিউ।

বি:দ্র:
১। কে বলে স্বপ্ন রঙিন হয় না? আমার স্পষ্ট মনে আছে এই স্বপ্নে দেখা রং গুলোর কথা।
২। সেলারি পাইলে আমি সবার আগে মোহাম্মদপুরের বিহারী কলোনীর তেহেরী,আদাবর দুই এর সামনের দোকানে নান, কলিজা, হাউজিং লিমিটেডের আল্লাহ দান বিরিয়ানি হাউজের মুরগ পোলাও,বাটার পাশের হোটেলের সাত প্রকার ভর্তা আর বিশ্ববিদ্যালয় কলেজের সামনের দশ টাকা দামের দুধ চা টা খাইতাম। সব ভেস্তে গেলো।  ;(     ;(     ;(
৩। ইয়ে আমি ইংরেজি ভালো পারি না। স্বপ্নে দেখা কথা ভুল হলে বা সেই ভুল কারর সাথে নাও মিলতে পারে। ভুল ও অমিল নিজ গুনে ক্ষমা করা হোক।   :p

৮২৬জন ৮২৬জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ