আলহামদুলিল্লাহ্। একটা নতুন জব পাইছি। অফিস থেকে একটা সাদা গাড়ি দিছে। আমি সবুজ জলপাই আর লাল কালার কম্বিনেশন এর একটা শাড়ি পড়ে গাড়ি থেকে নেমে নিজের অফিস রুমে ঢুকেছি।রুমে ঢুকতেই আপনা থেকেই একটা স্বস্তির নিশ্বাস পরলো,কারন রুমের এসি টা ছাড়া আছে। জানালাতে থাই গ্লাস লাগানো। আমি নিজের চেয়ার টাই না বসে জানালার পাশে এসে দাঁড়িয়েছি। ভাবতেই ভালো লাগছে। ওরা আমায় ষাট হাজার টাকা সেলারি দিচ্ছে। জানালার গ্লাসে নাক ঠেকিয়ে গতকালকের তিন বসের সামনে দেওয়া ইন্টারভিউর টাইমটা মনে করছি।
– মে আই কাম ইন স্যার!
= ইয়েস কাম ইন।( মাঝ খানে বসা ভদ্রলোক বিশাল ভাব নিয়ে)
-আসসালামুয়ালাইকুম।
= টেক ইওর সিট।
-থ্যাংকিউ স্যার। (মিষ্টি করে হেসে)
= তা-আ-জ?( মাঝের জন)
– নো স্যার! মেহেরী তাজ। ( আবার হাসি)
= হুম। হোয়াই ডু ইউ ওয়ান্ট দ্যা জব? ( ডান পাশের জন)
– স্যার আই নিড আ ওয়ার্ক টু সেভ মাই টাইম। নো মেটার হোয়াট ইজ ইট।
= হোট ডু ইউ মিন বাই ” সেভ ইওর টাইম”। ( বাম পাশের জন)
– আফটার গেটিং ফীফটী আই উইল বি আনএবল ফর এভরিথিং। সো আই ওয়ান্ট টু স্টার্ট ইট নাআউ।
= হোয়াই ডু উই চুজ ইউ? ( কোন দুজন যেনো এক সাথে)
– ইউ নিড এ অনেস্ট,ব্রিলিয়ান্ট এন্ড হার্ড ওয়ার্কিং পারসোন এন্ড আই হেভ অল অফ দিস।
= ইম্প্রেসিভ। ( কে যেনো বলবো বুঝতে পারি নি)……
বাইরে কে যেনো গেট ধাক্কা দিচ্ছে তারাহুরা করে গিয়ে গেট খুলে দিলাম। দেখি এক বড় আপু দাঁড়ায়ে আছে। আপু বললো
– মাত্র ঘুম থেকে উঠলা?”
= হ্যা আপু।
– মিল তো চলতেছে না। খাবা কি?
= মাথা চুলকায়ে বললাম আপু ভাত খাবো।
– তরকারী?
= ঘরে কিছু নাই আপু। গতকাল প্রাইভেট থেকে আসার সময় সবজী আনতে ভুলে গেছিলাম। ^:^
– এখন নিচে নামার দরকার নাই আমার রুমে আলু আছে নিয়ে এসে ভর্তা করে ভাত খাও।
= আচ্ছা আপু, থাংকিউ।
বি:দ্র:
১। কে বলে স্বপ্ন রঙিন হয় না? আমার স্পষ্ট মনে আছে এই স্বপ্নে দেখা রং গুলোর কথা।
২। সেলারি পাইলে আমি সবার আগে মোহাম্মদপুরের বিহারী কলোনীর তেহেরী,আদাবর দুই এর সামনের দোকানে নান, কলিজা, হাউজিং লিমিটেডের আল্লাহ দান বিরিয়ানি হাউজের মুরগ পোলাও,বাটার পাশের হোটেলের সাত প্রকার ভর্তা আর বিশ্ববিদ্যালয় কলেজের সামনের দশ টাকা দামের দুধ চা টা খাইতাম। সব ভেস্তে গেলো। ;( ;( ;(
৩। ইয়ে আমি ইংরেজি ভালো পারি না। স্বপ্নে দেখা কথা ভুল হলে বা সেই ভুল কারর সাথে নাও মিলতে পারে। ভুল ও অমিল নিজ গুনে ক্ষমা করা হোক। :p
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি এটিকে স্বপ্ন বলে চালাতে চাইছেন কেন?
আমার তো সব ই বাস্তব মনে হচ্ছে।
যাক, লিখলেন এত্তো দিনে!!
মেহেরী তাজ
ভাইয়া এটা স্বপ্নই। ৬০ হাজার টাকা আর সাদা গাড়ি বিশাল ব্যপার।
লিখলাম তো, না জানি কি হলো।
অরুনি মায়া
আমি স্বপ্ন দেখলে শুধু আবেগ আবেগ আর আবেগ।
আর উনি দেখলে শুধু স্বপ্ন,,,,
হুহ :@
মেহেরী তাজ
আহা অরুনি আপু রাগ করছেন কেনো গো?
আবেগ তো আবেগ হয় তাই না আপু।
যেমন পিচ্চিরা পিচ্চি হয়। :p
অরুনি মায়া
আমার এত আবেগ টাবেগ নাই। ওই গুলো পিচ্চিদের অলংকার।
আমি আবেগের অভিনয় করি :p
মেহেরী তাজ
যাক অভিনয় করতে পরেন দেখে ভাললো লাগলো।
পিচ্চিরা তো একটু অভিমানী হবেই। 🙂
জিসান শা ইকরাম
স্বপ্নে রং দেখা খুব কঠিন আসলে
আমাদের সমস্ত স্বপ্ন গুলো সাদাকালো হয়
তুমি আসলেই যদি স্বপ্ন গুলো রঙ্গিন দেখে থাকো তাহলে তা অভুতপুর্বই বলা যায়
রঙিন স্বপ্ন দেখা কিছু মানুষের সাক্ষাত পেয়েছিলাম আমি এক সময়।
স্বপ্ন হতে এমন হঠাত বাস্তবে ফিরে আসা সহজ কাজ নয়
তুমি কিভাবে যেনো সবকিছু পেরে যাচ্ছো।
শুভ কামনা।
মেহেরী তাজ
আবার দেখা পেলেনন। 🙂
কেমন করে যেনো পেরে যাচ্ছি দাদা। সম্ভবত আপনাদের দোয়াতেই হচ্ছে এমন।
ধন্যবাদ দাদা।
সীমান্ত উন্মাদ
দূপুরে পড়েছিলাম এইটা একবার, বেশ মজা পাইছি। নাটকীয়তা বেশ ভাল ছিল।
মেহেরী তাজ
ভাইয়া স্বপ্ন টার সাথে বাস্তব মিলে কেমন যেনো একটা নাটক ঈ হইছে আর কি।
ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
ইস এমন স্বপ্ন কেন আসেনা আমার? ;( ;( ;( ;( ;( ;(
কতো চেষ্টা করলাম অন্তত একটা লটারি যেনো পাই স্বপ্নে, সেইটাও দেখিনা।
জীবনে লটারি কিনি নাই, তা বলে কি স্বপ্ন দেখতে পারবো না? এইটা একটা কথা হইলো? :@
আমি খুবই বিরক্ত এই সব স্বপ্নের উপর। ^:^
পিচ্চি আপুউউউউউউউউ অনেক আদর, তার বিনিময়ে আমায় একটু স্বপ্ন ধার দেও। -{@ (3
উম্মম্মম্মম্মম্মম্মম্মম্মম্মাআআআআআ দিলাম। কত্তো ঘুষ দিচ্ছি, স্বপ্ন দেও।
https://www.youtube.com/watch?v=EEw5TV6Q_TU
মেহেরী তাজ
লটারি না পাওয়ায় ভালো আপু। শুধু কাজে ভ্যাট দেওয়া লাগবে। দেশের যে অবস্থা।
এসব ঘুস পাইলে তো স্বপ্ন নয় স্বপ্ন রাজ্য দিয়ে দেবো। 😀
নীলাঞ্জনা নীলা
আপু স্বপ্ন দেখো আরোও বেশী বেশী। তবে চেওনা। গানটি শোনো যদিও এটা সকলেরই শোনা গান। তাও দিচ্ছি। আমার খুব প্রিয়।
https://www.youtube.com/watch?v=YgTWXGzKTmI
মেহেরী তাজ
আচ্ছা দেখবো। ( মনে হচ্ছে স্বপ্ন আমার রাজ কোষে জমানো সম্পদ সে আমি চাইলেই দেখতে পারি, এমন হয় না আপু!!!) গান তো শুনতে পাচ্ছি না। 🙁
শুন্য শুন্যালয়
ধুর, খিদা লাগায় দিলা। 🙁
ঘুম আর জেগে থাকার স্বপ্নের কানেকশন করে দেয়া যায়না? যেই জায়গায় স্বপ্ন থেমে গেলো, এরপর জেগে জেগে বাকি অংশ দেখতে থাকো। এমন রঙিন স্বপ্ন দেখা তোর জন্য এখন ব্যাপারই না। এই মেয়ে এখন সাদা-কালোতেও রঙ দিতে জেনে গেছে।
যা লেখো তাতেই তাজ স্টাইল ঢুকে যায়, কি মজা! পাক্কা লেখিকা হয়ে গেছিস ভূত। -{@ (3
মেহেরী তাজ
আপনাকে কি বলবো এবার তো আমারই খিদা লাগলো। 🙁
আপু রংএর সাপ্লাই কিন্তু আপনাদের কাছ থেকেই আসছে।
🙂 (3
অরুণিমা
রঙিন স্বপ্ন! চমৎকার লিখেছেন আপনি।
মেহেরী তাজ
আপু আপনিও কি সাদা কালো স্বপ্ন দেখেন???
তাইলে আমি রংচং ওয়ালা স্বপ্ন দেখি কেনো ;?
নুসরাত মৌরিন
আমারে একটু ধার দিয়েন তো স্বপ্ন। এত্ত সুন্দর স্বপ্ন শেষ কবে দেখছি মনে নাই।আমার অবশ্য দিনরাত জেগে জেগে স্বপ্ন দেখার বদ অভ্যাস আছে।
তবে আপনি দারুন একজন মানুষ।প্রায়ই আমার সত্যি সত্যি আপনাকে দেখতে মন চায়।
খুব স্বচ্ছ মনের মানুষ আপনি,ভনিতা নাই কোনো।লেখা পড়লেই বোঝা যায়।
ভাল থাকবেন।পড়াশোনা করছেন তো?
মেহেরী তাজ
জেগে স্বপ্ন দেখায় ভালো সেটাই ইচ্ছা মত ফিনিশিং দেওয়া যায়।
আমি দারুন না বোরিং সে নিয়ে আমি নিজেই কনফিশনে আছে। ;?
না দেখায় ভালো আপু,শেষ হওয়ার ভয় থাকে না।
পড়াশুনা নাই ঈদের পর স্টার্ট করবো ইনশাল্লাহ। 🙂
আপনি ও ভালো থাকবেন আপু। 🙂
মোঃ মজিবর রহমান
স্বপ্ন রংগীন হক
পুরন হক
আমি স্বপ্নও ভুলে গেছি
স্বপ্ন দেখা খুব ি ভাল
ভাল লাগলো -{@
মেহেরী তাজ
ধন্যবাদ ভাইয়া।
ব্লগার সজীব
একেই উস্তাদি লেখা বলে।প্রথমে পড়ে কে বুঝবে সমাপ্তিতে আছে আলুভর্তা? :p
মেহেরী তাজ
এটা স্বপ্ন হলেও সত্যি শিষ্য। 🙁
ব্লগার সজীব
স্বপ্ন যেন সত্যি হয় ওস্তাদ -{@
মেহেরী তাজ
ধন্যবাদ শিষ্য। 🙂
ব্লগার সজীব
স্বাগতম ওস্তাদ -{@